দশ ভারতীয় সহ মোট ২৪ জন খেলোয়াড়ের শীর্ষ বেস প্রাইস ৫০ লক্ষ টাকা। তবে যেই ভারতীয়দের দিকে সবকটি ফ্র্যাঞ্চাইজির নজর থাকবে তারা হলেন হরমনপ্রীত কউর, স্মৃতি মন্ধানা, দীপ্তি শর্মা, রেণুকা সিং, জেমিমা রডরিগেজ, শেফালি বর্মা, পূজা বস্ত্রকার, রিচা ঘোষ, স্নেহ রানা এবং মেঘনা সিং।