Virat Kohli: কপি, পেস্ট, কপি…..অজি সফরে ৯ ইনিংসে ৮ বারই অফস্টাম্পের বাইরের বলে আউট বিরাট!
Updated: 04 Jan 2025, 04:09 PM ISTবর্ডার গাভাসকর ট্রফিতে আবার চলল না বিরাট কোহলির ব্যাট। আউট হলেন আবার স্কট বোল্যান্ডের অফ স্টাম্পের বাইরের বলে। সিডনিতে দ্বিতীয় ইনিংসে ৬ রানে আউট হন তিনি। এর ফলে এদিন গড়ে ফেললেন এক লজ্জার রেকর্ড।
পরবর্তী ফটো গ্যালারি