WB Per Capita Income: ওড়িশার থেকেও কমে গেল বাংলার মাথাপিছু আয়! ৬০-র দশকে দেশের গড়ের চেয়েও বেশি ছিল Updated: 20 Sep 2024, 01:51 PM IST Ayan Das ষাটের দশকে পশ্চিমবঙ্গের অর্থনীতির যে অবস্থা ছিল, সেটার অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অর্থনৈতিক উপদেষ্টা কাউন্সিলের রিপোর্টে। ওই রিপোর্ট অনুযায়ী, পশ্চিমবঙ্গের মাথাপিছু আয়ও কমে গিয়েছে। আর সেটা মারাত্মকভাবে।