সঞ্জু স্যামসনের ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। যদিও ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটসম্যানের খাতায় কিন্তু সমস্ত ধরনের শট রয়েছে। এবং বারবার তাঁর প্রতিভা প্রমাণও করেছেন। তবে তাঁর ধারাবাহিকতার অভাব র🔥য়েছে বলেไ, তাঁকে দলে রাখা নিয়েই প্রশ্ন তুলেছেন অনেকে।
আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৭৭ রান করার পাশাপাশি দীপক হুডার সঙ্গে রেকর্ড জুটি গড়েছিলেন সঞ্জু। ডার্বিশায়ারের বিরুদ্ধে তাও ৩০ বলে ৩৮♑ রান করেছিলেন। কিন্তু নর্থহ্যাম্পটনশায়ারের বিরুদ্ধে ওয়ার্ম-আপ টি-টোয়েন্টিতে মুখ থুবড়ে পড়েন তিনি। প্রথম বলেই আউট হয়ে সাজঘরে ফেরেন।
ভারত বনাম ইংল্যান্ডের পঞ্চম টেস্টে🐟র লাইভ আপডেট পেতে ক্লিক করুন এখান♕ে:
রবিবার ইশান কিষাণের সঙ্গে ওপেন কর🦩তে নেমেছিলেন সঞ্জু। নর্থহ্যাম্পটনশায়ারের অফ স্পিনার এবং অধিনায়ক জশ কোবের প্রথম ওভার বল করতে আসেন। আর ভারতের ইনিংসের প্রথম বলেই স্ট্রাইক নেন স্যামসন।💧 আর এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন।
আরও পড়ুন: 'টেস্টের এনার্জি কোহলি', উইক🍌েট পড়তেই বিরাটের আগ্রাসনে মুগ্ধ নেটপাড়া: ভিডিয়ো
কোথায় স্যামসন এই ম্যাচে পুঁজি করবেন, বদলে সুযোগ নষ্ট করে চলেছেন তিনি। স্বাভাবিক ভাবেই তাঁর ভারতীয় দলে জা𒀰য়গা পাকা করা নিয়ে প্রশ্ন উঠেছে। একই সঙ্গে সঞ্জুর ব🀅িশ্বকাপ দলে জায়গা করে নেওয়া নিয়েও চলছে চর্চা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।