আগামী ১৫ ডিস🅷েম্বর ‘টাটা স্টিল কলকাতা ২৫কে’-র সংস্করণ উপলক্ষে শহরে আসছেন আর্জেন্তিনার প্রাক🌊্তন স্ট্রাইকার ক্রেসপো। এই প্রতিযোগিতার আন্তর্জাতিক ইভেন্ট অ্যাম্বাসাডার হয়েছেন তিনি। মূলত সে কারণে আর্জেন্তিনার তিনবারের বিশ্বকাপারের কলকাতায় আসা।
নিজের ১৯ বছরের ফুটবল কেরিয়ারে তিনশোরও বেশি গোল করা ক্রেসপো ১৯৯৮, ২০০২ ও ২০০৬ সালের বিশ্বকাপ খেলেছেন। দেশের জার্সি গায়ে চতুর্থ সর্বোচ্চꦓ ৩৫ গোল (তাঁর আগে রয়েছেন সার্জিও আগুয়েরো, গ্যাব্রিয়েল বাতিস্তুতা ও লিওনেল মেসি।) করে নিজেকে এক আলাদা উচ্চতায় নিয়ে গিয়েছেন তিনি। যার ফলে ২০০৪ সালে ফিফার জীবিত ১০০ জন ফুটবলারের তালিকায় তিনি জায়গা পেয়েছিলেন।
ক্লাব ফুটবলেও ক্রেসপোর পারফরম্যান্স ছিল চোখধাঁধানো। রিভার প্লেট দিয়ে কেরিয়ার শুরু করার পর পারমা, লাজিও, ইন্টার মিলানের হয়ে অসাধারဣণ ফুটবল খেলেন। পরে চেলসির জার্সিতে ২০০৫-০৬ সালে জিতেছিলেন ইংলিশ প্রিমি༒য়ার লিগ খেতাবও। চেলসিতে পাঁচ বছর কাটিয়ে লোনে এসি মিলান ও ইন্টার মিলানে ফেরেন ক্রেসপো। সর্বশেষ জেনোয়া ও পারমার হয়ে খেলে নিজের ১৯ বছরের ফুটবল কেরিয়ার শেষ করেন। এরপর তিনি চলে যান ফুটবল কোচিংয়ে।
এর আগে ভারতে এলেও শহর কলকাতায় পা রাখবেন এই প্রথম। এ বিষয়ে ফ্লোরিডা এস্তের ৪৪ বছরের বাসিন্দার মন্তব্য, ‘আমি এর আগে একবার ভারতে গিয়েছিলাম। ওই সুন্দর দেশটিতে আবার যেতে পারব এবং ‘টাটা স্টিল কলকাতা ২৫কে’-এর অংশ হতে পারব ভেবে অত্যন্ত সম্মানিত বোধ করছি। জানি, আর্জেন্তিনা একবার কলকাতায় খেলে এসেছে। এও জানি, ওই শহরের ব⛎হু মানুষ আর্জেন্তিনাকে আজও সমর্থন করেন। তাই সত্যি বলতে, নিজের শহরে যাব, আপাতত এমনটাই অনুভব করছি।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।