এ-গ্রপের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে সুপার ফোরের পথে এক পা বাড়িয়ে রাখল ভারত। যদিও পরিস্থিতির নিরিখে পাকিস্ত🐠ানের সুপার ফোরে জায়গা করে নেওয়া আটকাবে বলে মনে💃 হয় না।
তার জন্য বাবর আজমদের একটাই কাজ করতে হবে, যা꧒ এমন ♚কিছু কঠিন নয়। লিগে নিজেদের দ্বিতীয় তথা শেষ ম্যাচে দুর্বল হংকংকে হারালেই পাকিস্তানের পরের রাউন্ডে যাওয়া আটকাবে না। কেননা পাকিস্তানকে হারানো টিম ইন্ডিয়া লিগের ম্যাচে হংকংয়ের কাছে হারবে, এমনটা ক্রিকেটপ্রেমীদের পক্ষে দুঃস্বপ্নেও ভাবা সম্ভব নয়।
সুতরাং, ভারত ও পাকিসཧ্তান উভয় দলই যদি হংকংকে হারায় (সেটাই প্রত্যাশিত), তবে এ-গ্রুপের এক নম্বর দল হিসেবে সুপার ফোরে যাবে ভারত ও দ্বিতীয় দল হিসেবে সুপার ফোরের টিকিট অর্জন করবে পাকিস্তান।
অন্যদিকে বি গ্রুপের লড়াই জমিয়ে দিয়েছে আফগানিস্তান। তারা উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে বিশাল ব্যবধানে জিতে নেট রান-রেট এতটাই বাড়িয়ে নিয়েছে যে, আফগানদের সুপার💎 ফোরে যাওয়া কার্যত নিশ্চিত বলে মনে হচ্ছে। এক্ষেত্রে শ্রীলঙ্কা রয়েছে প্রবল চাপে। তারা যদি বাংলাদেশকে বড় ব্যবধানে হারাতে না পারে, তবে লিগেই শেষ হয়ে যাবে সিংহলিদের এশিয়া কাপ অভিযান।
অবশ্য সেক্ষেত্রে বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচের ফলাফল ক🐠ী হয়, সেদিকেও নজর রাখতে হবে শ্রীলঙ্কাকে। যদি বাংলাদেশের কাছে শ্রীলঙ্কা হেরে যায়, তবে বি-গ্রুপ থেকে আফগানিস্তান ও বাংলাদেশ সুপার ফোর♒ে যাবে। বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচে তখন যে দল জিতবে, তারা নিজেদের গ্রুপে এক নম্বর দলের মর্যাদা পাবে।
আরও পড়ুন:- Ind vs Pak Asia Cup: পরিত্রাতা হার্দিক, ২ বল বাকি থাক❀তে উত্তেজক জয় ভারতের
এশিয়া কাপ ২০২২-এর পয়েন্ট টেবিল:-
এ-গ্রুপ:
১. ভারত: ম্যাচ-১, জয়-১, হার-০, পয়েন্ট-২ (নেট রান-রেট +০.১৭৫)।
২. পাকিস্তান: ম্যাচ-১, জয়-০, হার-১, পয়েন্ট-০ (নেট রান-রেট -০.১৭৫)।
৩. হংকং: ম্যাচ-০, জয়-০, হার-০, পয়েন্ট-০ (ন🤪েট রান-রেট ০.০০০)।
বি-গ্রুপ:
১. আফগানিস্তান: ম্যাচ-১, জয়-১, হার-০, পয়েন্ট-২ (নেট রান-রেট +৫.১৭৬)।
২. শ্রীলঙ্কা: ম্যাচ-১, জয়-০, হার-১, পয়েন্ট-০ (নেট রান-রেট -৫.১৭৬)।
৩. বাংল𒆙াদেশ: ম্যাচ-০, জয়-০, হার-০, পয়েন্ট-০ (ন♏েট রান-রেট ০.০০০)।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।