ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে ২০১৯ বিশ্বকাপের ম্যাচে ভারতের কাছে পাকিস্তানের হারের পরেই সোশ্যা🅷ল মিডিয়ায় ভাইরাল হয়েছিল একটি ভিডিয়ো, যেখানে এক পাক সমর্থককে ক্যামেরার সামনে হা হুতাশ করতে দেখা যায়। মোমিন সাকিব নামে সেই পাক সমর্থকের ‘মারো মুঝে মারো’ সংলাপ পরবর্তী সময়ে মিম হয়ে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।
দুবাইয়ে ২০২১ টি-২০ বিশ্বকাপের ম্যাচে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের জয়ের পরে ভাইরাল ভিডিয়োর সেই নায়ক ফের উদয় হন সোশ্যাল মিডিয়ায়। সেবার অবশ্য সোশ্যাল মিডিয়া ছাড়াও অফিসিয়াল ব্রডকাস্টারদের ক্যামেরাতেই তাঁকে বলতে 🎃শোনা যায় যে, বাজি পুরো পালটে গিয়েছে।
এবার সেই দুবাইয়েই এশিয়া কাপের ম্যাচে ভারতের কাছে পাকিস্তানের হারের পরে🅷 ফের দেখা গেল মোমিনকে। এবার অবশ্য সম্পূর্ণ ভিন্ন রূপে ধরা দিলেন তিনি। ম্যাচের শেষে বাউন্ডারি লাইনের ধারে বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন 𒁏মোমিন। তিনি অভিনন্দন জানান দুই ভারতীয় তারকাকে। সেই সঙ্গে এও জানিয়ে রাখেন যে, ফাইনালে আবার দেখা হবে।
আরও⛄ পড়ুন:- Ind vs Pak Asia Cup: পরিত্রাতা হার্দিক, ২ বল বাকি থাকতে উত্তেজক জꦚয় ভারতের
কোহলি ও পান্ডিয়ার সঙ্গে দেখা করার ভিডিয়ো নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন মোমিন। কোহলির সঙ্গে সাক্ষাতের ভিডিয়োটির ক্যাপশনে মোমিন লেখেন, ‘একজন মহান খেলোয়াড় ও বিনম্র ব্যক্তিত্ব। এক এবং অদ্বিতীয় বিরাট কোহলি। ওঁকে ফর্মে ফিরতে দেখে ভালো লাগছে। কী দুর্দান্ত ম্যাচ খেলা হল। ফাইনালে দেখা 🐻হবে।’
বাস্তবিকই এবার এশিඣয়া কাপের ফাইনালে ভারত-পাকিস্তানের মুখোমুখি লড়াই দেখতে পাওয়ার সম্ভাবনা প্রবল। এর আগে কখনও এশিয়া কাপের ফাইনালে একে অপরের বিরুদ্ধে খেলতে নামেনি দু'দেশ। তবে তার আগে সুপার ফোরের লড়াইয়েও দেখা যেতে পারে ভ💖ারত-পাক ম্যাচ। সেজন্য হংকংকে বাবররা হারলেই চলবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।