আসন্ন এশিয়া কাপের জন্য ভারতের দল ঘোষিত হওয়ার পর থেকে মহম্মদ শামির সুযোগ না পাও💞য়া নিয়ে বিস্তর আলোচনা চলছে ভারতীয় ক্রিকেটমহলে। বিশেষজ্ঞদের বেশিরভাগেরই ধারণা, এশিয়া কাপের স্কোয়াডে শামির সুযোগ পাওয়া উচিত ছিল।
অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং অবশ্য তেমনটা মনে করছেন না কখনই। তাঁর দাবি, এই মুহূর্তে টি-২০ ক্রিকেটে শামির থেকে অনেক ভালো পেসার রয়েছে ভারতের হাতে। অজি 🐟তারকার ইঙ্গিত, টি-২০ ক্রিকেটে অন্তত প্রথম তিনজন ভারতীয় পেসারের মধ্যে শামির নাম বিবেচিত না হওয়াই স্বাভাবিক।
দ্য আইসিসি রিভিউয়ে শামিকে নিয়ে পন্টিং বলে🎀ন, ‘দীর্ঘদিন ধরেই শামি ভারতের হয়ে দুর্দান্ত বল করছে। যদি ওর দক্ষতা বিচার করেন, তবে টেস্ট ক্রিকেটেই ওকে বেশি কার্যকরী দেখাবে।’
পরক্ষণেই এশিয়া কাপে শামির সুযোগ না পাওয়া প্রসঙ্গে পন্টিং বলেন, ‘আমি মনে করি টি-২০ ক্রিকেটেᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ শামির থেকে ভালো বোলার ভারতের হাতে রয়েছে। তাছাড়া ভারত (এশিয়া কাপের জন্য) মাত্র ৩ জন পেসার বেছে নিয়েছে। যদি ৪ জন পেসারকে দলে নিত, তাহলে হয়ত চতুর্থ পেসার হিসেবে ওর নাম বিবেচিত হতে পারত।’
উল্লেখ্য, মহম্মদ শামি শেষবার ভারতের হয়ে সংক্ষিপ্ত ফর্ম্যাটের ক্রিকেটে মাঠে নেমেছেন গত বছর টি-২০ বিশ্বক🐽াপে নমিবিয়ার বিরুদ্ধে। তার পর থেকে টিম ইন্ডিয়ার টি-২০ স্কোয়াডে জায়গা হয়নি🌱 তারকা পেসারের। এখনও পর্যন্ত ভারতের হয়ে মোট ১৭টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন শামি। উইকেট নিয়েছেন সাকুল্যে ১৮টি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।