শুভব্রত মুখার্জি: চলতি হ্যাংঝু এশিয়ান গেমসে ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে মঙ্গোলিয়ার সফর। পুরুষদের বিভাগে এই প্রথম বার ক্রিকেট খেলার সুযোগ পেয়েছিল তারা। প্রথম বারে খুব ভালো পারফরম্যান্স তারা একেবারেই করতে পারেনি। তাদের অভিষেক ম্যাচেই বাজে ভাবে হারতে হয়েছিল নেপালের কাছে। তাদের দ্বিতীয় ম্যাচে তারা মুখোমুখি হয়েছিল মলদ্বীপের। সেই ম্যাচে তারা জয় পায়নি ঠিকই, তবে তাদের ব্যাট হাতে লড়াই মুগ্ধ করেছে সকলকে। মাত্র তিন মাস আগে ক্রিকেট খেলা শেখা শুরু করা একটা দল যে লড়াই করেছে, সেটাই অবাক ক𝔉রে দিয়েছে অনেক বিশেষজ্ঞকে।
মঙ্গোলিয়ার ক্রিকেটারদের প্রশংসায় ভরিয়ে লম্বা টুইট করেছেন মন্টি দেশাই। প্রসঙ্গত, ২৭৩ রানের বিরাট ব্যবধানে নেপালের কাছে বিশ্রি ভাবে হেরেছিল মঙ্গোলিয়া। তবে মলদ্বীপের বিরুদ্ধে তাদের লড়া💮ই দেখে মুগ্ধ মন্টি দেশাই।
তিন মাস আগেই ক্রিকেটের প্রাথমিক পাঠ নেওয়া শুরু করে টিম মঙ্গোলিয়া। নয়া পরিবেশ, পরিস্থিতি সঙ্গে মানিয়ে নিয়ে মাঠে নামার সাহস দেখানোর পাশাপাশি টানা ২০ ওভার ব্যাট করার যে কৃতিত✨্ব তারা দেখিয়েছে, তাতে কুর্নিশ জানিয়েছে গোটা বিশ্ব। মঙ্গোলিয়ার ব্যাটার দাবাসুরেন জামইয়ান সুরেনের প্রতিভায় মুগ্ধ নেপালের কোচ মন্টি দেশাই।
মলদ্বীপের বিরুদ্ধে ম্যাচে দলের হয়ে বেশি বল খেলা থেকে শুরু করে নিজের স্কোরিং শটের উন্নতি ঘটানো, সবেতেই এদিন নজর কেড়েছেন তিনি। তাঁর ব্যাটিཧং খুব বেশি দৃষ্টিনন্দন না হলেও, তাঁর লড়ার ক্ষমতায় মুগ্ধ সকলেই। গত ম্যাচে তাঁর কাফ মাসেলে টান ধরলেও, তিনি মাঠ ছেড়ে বেরিয়ে যাননি। গত ম্যাচে ইয়র্কার বোলিংও যথেষ্ট ভালো খেলেছেন তিনি। আর মঙ্গোলিয়ার ক্রিকেটারদꦓের প্রশংসায় ভরিয়ে লম্বা টুইট করেছেন মন্টি দেশাই।
এদিন মঙ্গোলিয়া তাদের গোটা ২০ ওভার ব্যাটিং করে। ৯ উইকেট হারিয়ে তারা ৬০ রান করতে সমর্থ হয়। এদিন মঙ্গোলিয়ার হয়ে সর্বোচ্চ রান করেন দাবাসুরꩵেন জামইয়ান সুরেন। ৩৯ বলে ১৫ রান করেন তিনি। মারেন একটি বাউন্ডারি। এছাড়াও ওড লুটবায়ার ৫ রান, তুর সুমিয়া ৯ এবং মুনগুন আলটানখুয়াগ ৮ রান করেন। মলদ্বীপের হয়ে তিনটি উইকেট নেন আজিন রাফিগ। জবাবে ৬.৪ ওভারেই এক উইকেট হারিয়ে ৬২ রান করে ম্যাচ জꦜয় নিশ্চিত করে মলদ্বীপ। আজিন রাফিগ এদিন ১৬ বলে ২৪ রান করে অপরাজিত থাকেন। ১৪ বলে ২১ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক হাসান রশিদ। মঙ্গোলিয়ার হয়ে একমাত্র উইকেটটি নেন তুমুরসুখ। ইসমাইল আলিকে আউট করেন তিনি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।