অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্রিসবেন টেস্টের প্রথম দিনেই বিপাকে দক্ষি💙ণ আফ্রিকা। যদিও অস্ট্রেলিয়াকে এখনই পুরোপুরি চালকের আসনে বলা যাবে না। পিচের গতিপ্রকৃতির নিরিখে দ্বিতীয় দিনে রাবাদারা প্রোটিয়া দলকে ম্য়া🅷চে ফেরাতেই পারেন।
গাব্বায় টস জিতে দক্ষিণ আফ্রিকাকে শুরুতে ব্যাট করতে পাঠায় অস্ট্রেলিয়া। শুরু থেকেই ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকে দক্ষিণ আফ্রিকা🐻। কাইল ভেরেইনের হাফ-সেঞ্চুরির সুবাদে প্রোটিয়া দল কোনও রকমে দেড়শো টপকে অল-আউট হয়ে যায়।
প্রথম ইনিংসে দক্ষিণ আফ🔯্রিকা তোলে ১৫২ রান। ভেরেইন ৬৪, তেম্বা বাভুমা ৩৮, সারে🍬ল এরউই ১০ ও কাগিসো রাবাদা ১০ রান করেন। বাকিরা কেউই ২ অঙ্কের রানে পৌঁছতে পারেননি।
মিচেল স্টার্ক ৪১ রানে ৩টি উইকেট নেন। ১৪ রানে ৩ উইকেট নেন ন্যাথন লিয়ঁ। প্যাট কা♔মিন্স ৩৫ রানে ২ উইকেট পকেটে পোরে𝕴ন। ২৮ রানে ২ উইকেট নেন স্কট বোল্যান্ড। উইকেট পাননি ক্যামেরন গ্রিন।
পালটা ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া প্রথম দিনের শেষে তাদের প্রথম ইনিংসে ১৪৫ রান তুলেছে। ৩৩.১ ওভার ব্যাট করে তারা ৫টি উইকেট হারিয়ে বসেছে। আপাতত দক্ষিণ আফ্রিকার থেকে ৭ রানে পিছিয়ে রয়েছে অস꧙্ট্রেলিয়া। তাদের হাতে রয়েছে ৫টি উইকেট।
৭৭ বলে ৭৮ রানের আগ্রাসী ইনিংস খেলে অপরাজিত রয়েছেন ট্রেভিস হেড। 🌞বোলারদের রামরাজত্বে ইতিমধ্যেই তিনি ১৩টি চার ও ১টি ছক্কা মেরেছেন। ৩৬ রান করে সাজঘরে ফেরেন স্টিভ স্মিথ। খোওয়াজা ও ল্যাবুশান উভয়েই ব্যক্তিগত ১১ রানের মাথায় আউট হন। ইনিংসের প্রথম বলেই আউট হন ডেভিড ওয়ার্নার। স্বাভাবিকভাবেই তিনি খাতা খুলতে পারেননি। ১ রান করে মাঠ ছাড়েন বোল্যান্ড।
কাগিসো রাবাদা ও এনরিখ নরকিয়া ২টি করে উইকেট নিয়েছেন। ১টি উইকেট নিয়েছেন মা༺রকো জানসেন। এখনও উইকেট পাননি লুঙ্গি এনগিদি ও কেশব মহারাজ। সুতরাং, ব্রিস🦂বেন টেস্টের প্রথম দিনেই সাকুল্যে ১৫টি উইকেট পড়ে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।