অস্꧟ট্রেলিয়ার বিরুদ্ধে ব্রিসবেন টেস্টের প্রথম দিনেই বিপাকে দক্ষিণ আফ্রিকা। যদিও অস্ট্রেলিয়াকে এখনই পুরোপুরি চালকের আসনে বলা যাবে না। পিচের গতিপ্রকৃতির নিরিখে দ্বিতীয়💎 দিনে রাবাদারা প্রোটিয়া দলকে ম্য়াচে ফেরাতেই পারেন।
গাব্বায় টস জিতে দক্ষিণ আফ্রিকাকে শুরুতে ব্যাট করতে পাঠায় অস্ট্রেলিয়া। শুরু থেকেই ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকে দক্ষিণ আফ্রিকা। কাইল ভেরেইনের হাফ-সেঞ্চুরির সুবাদে 𒁃প্রোটিয়া দল কোনও রকমে দেড়শো টপকে অল-আউট হয়ে যায়।
প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা꧋ তোলে ১৫২ রান। ভেরেইন ৬৪, তেম্বা বাভুমা ৩৮, সারেল এরউই ১০ ও কাগিস𓂃ো রাবাদা ১০ রান করেন। বাকিরা কেউই ২ অঙ্কের রানে পৌঁছতে পারেননি।
মিচেল স্টার্ক ৪১ রানে ৩টি উইকেট নেন। ১৪ রানে ৩ উইকেট নেন ন্যাথন লিয়ঁ। প্যাট কামিন্স ৩৫ রানে ২ উইকেট পকেটে পোরেন। ২৮ রানে ২♔ উইকেট নেন স্কট বোল্যান্ড। উইকেট পাননি ক্যামেরন গ্রিন।
পালটা ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া প্রথম দিনের শেষে তাদের প্রথম ইনিংসে ১৪৫ রান তুলেছ🍃ে। ৩৩.১ ওভার ব্যাট করে তারা ৫টি উইকেট হারিয়ে বসেছে। আপাতত দক্ষিণ আফ্রিকার থেকে ৭ রানে পিছিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। তাদের হাতে রয়েছে ৫টি উইকেট।
৭৭ বলে ৭৮ রানের আগ্রাসী ইনিংস খেলে অপরাজিত রয়েছেন ট্রেভিস হেড। বোলারদের রামরাজত্বে ইতিমধ্যেই তিনি ১৩টি ൲চার ও ১টি ছক্কা মেরেছেন। ৩৬ রান করে সাজঘরে ফেরেন স্টিভ স্মিথ। খোওয়াজা ও ল্যাবুশান উভয়েই ব্যক্তিগত ১১ রানের মাথায় আউট হন। ইনিংসের প্রথম বলেই আউট হন ডেভিড ওয়ার্নার। স্বাভাবিকভাবেই তিনি খাতা খুলতে পারেননি। ১ রান করে মাঠ ছাড়েন বোল্যান্ড।
কাগিসো রাবাদা ও এনরিখ নরকিয়া ২টি করে উইকেট নিয়েছেন। ১টি উইকেট নিয়েছেন মারকো জানসেন। এখဣনও উইকেট পাননি লুঙ্গি এনগিদি ও কেশব মহারাজ। সুতরাং, ব্রিসবেন টেস্টের প্রথম দিনেই সাকুল্যে ১৫টি উইকেট পড়ে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।