ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজকে প্রাথমিক ধাক্কা দিয়েছে শক্তিশালী অস্ট্রেলিয়া। দেখে নেওয়া যাক দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের ছবিটা। অ্যাডিলেড ওভালে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে প্রথ🤪ম ইনিংসে প্রথম ধাক্কা দিয়ে নিজেদের অবস্থান মজবুত করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ইনিংসে ১০২/৪ রান করেছে। অ্যান্ডারসন ফিলিপ ১ রান ও তেজনারিন চন্দ্রপল ৪৯ রানে অপরাজিত রয়েছেন। এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজ দল ৪০৯ রানে পিছিয়ে রয়েছে।
আরও পড়ুন… পিতার পথেই পুত্র… প্রথম ইনিংসেই সেঞ্চুরি করলেন শিবনারায়ণ চন্দ্রপলের ছেল👍ে তেজনারিন
এর আগে লাঞ্চের পর অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংস সাত উইকেটের বিনিময়ে ৫১১ রান করে ডিক্লেয়ার ঘোষণা করে। এদিন ব্যাট হাতে মার্নাস ল্যাবুশান ৩০৫ বলে ১৬৩ রান করেন। এছাড়াও ট্রেভিস হেড ২১৯ বলে ১৭৫ রানের ইনিংস খেলে রান আউট হন। গোলাপী বলের এই টেস্টে দ💙ীর্ঘ ইনিংস খেলতে সক্ষম হয়েছেন এই দুই অজি তারকা। দুজনের মধ্যে ২৯৭ রানের জুটি গড়ে উঠেছিল। পুরো ইনিংস জুড়ে ওয়েস্ট ইন্ডিজের বোলারদের ওপর আধিপত্য বিস্তার করেন ল্যাবুশেন ও হেড। দুজনের সেঞ্চুরির সুবাদে অস্ট্রেলিয়া দল ১৩৭ ওভারে ৭ উইকেটে ৫১১ রান তুলতে সক্ষম হয়। এই দুজন ছাড়াও ওপেনার উসমান খোয়াজা ১২৯ বলে খেলেছিলেন ৬২ রানের দুর্দান্ত ইনিংস।
আরও পড়ুন… ব্রাজিলের বিরুদ্ধে নামার ওআগেই অবসর নিয়ে মুখ খুললেন লুকা♋ মদ্রিচ! কী বললেন ক্রোয়েশিয়ার ক্যাপ্টেন?
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।