ঝুলনের সময় নো বল, অথচ অজিরা কোমরের উঁচুতে বল করতে মাফ! ক্ষিপ্ত ভারতীয় পেসার শিখা
1 মিনিটে পড়ুন Updated: 03 Feb 2022, 05:38 PM ISTনেটিজেনদের একাংশ তো অস্ট্রেলিয়ার আম্পায়ারদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন।
। কিন্তু বলটা কোমরের উপরে ছিল না, ꦅতা খতিয়ে দেখেন তৃতীয় আম্পায়ার। রীতিমতো কঠিন সিদ্ধান্ত ছিল। একদিক থেকে দেখলে মনে হচ্ছিল যে অ্যামি যখন শ🎃ট মারেন, তখন বল কোমরের নীচে ছিল। বল নীচের দিকে নামছিল। উলটোদিক থেকে মনে হচ্ছিল যে কোমরের উঁচুতেই আছে বল। দীর্ঘক্ষণ দেখার পর তৃতীয় আম্পায়ার ব্রুস অক্সেনফোর্ড জানান, বল বৈধ। তাই আউট দেন অস্ট্রেলিয়ার আম্পায়ার।
যদিও সেই🐻 সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়। অনেকই স্থানীয় আম্পায়ারদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। কটাক্ষ করতে ছাড়েননি ভারতীয় তারকা শিখাও। টুইটারে কটাক্ষ করে বলেন, 'শুধুমাত্র কি ডেথ ওভারে কোমরের সমানে বলে নো বল দেওয়া হয়?' সঙ্গে বলেন, 'আমি দুঃখিত। কিন্তু কয়েকটি উত্তর হাস্যকর ছিল। আগের একাধিক ফর্ম্যাটের সিরিজে দুটি এরকম ঘটনা ঘটেছিল। যা ব্যাটিং দলের পক্ষে গিয়েছিল। দুটিই ডেথ ওভারে হয়েছিল।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।