শুভব্রত মুখার্জি:- সেমিফাইনালে শক্তিশালী ভারতকে হারিয়ে আগে থেকেই যেন একটা ইঙ্গিত দিয়ে রেখেছিল বাংলাদেশ দল। ত✨িনবারের চ্যাম্পিয়ন দল ভারতকে 🔯হারিয়ে বাংলাদেশ দল ফাইনালে গিয়ে আগেই বুঝিয়ে দিয়েছিল তারা খেতাব জয়ের জোরালো দাবিদার। আর বুধবার আয়োজক দেশ নেপালের বিরুদ্ধে ফাইনালে সেটাই প্রমাণ করে দেখালেন বাংলাদেশের ফুটবলাররা।
নেপালের আনফা কমপ্লেক্স স্টেডিয়ামে ঘরোয়া সমর্থকদের সামনেই আয়োজক দেশকে🥂 কার্যত একপেশে ম্যাচে হারিয়ে খেতাব জিতে নিল বাংলাদেশ দল। ফাইনালে ৪-১ গোলের ব্যবধানে অনূর্ধ্ব ২০ সাফ চ্যাম্পিয়নশিপ জিতল বাংলাদেশ। জিতেই সেই জয় দেশে হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের প্রতি উৎসর্গ করলেন তারা।
আনফা কমপ্লেক্সের গ্যালারিতে এদিন নেপাল সমর্থকদের সরব উপস্থিতি ছিল লক্ষনীয়। এদিন ম্যাচের শুরু থেকেই দাপট ছিল বাংলাদেশের। বেশ গতিময় ফুটবল খেলেন বাংলাদেশের তারকারা। মারুফুল হকের ছেলেরা এদিন প্রথম থেকেই নেপালের রক্ষণভাগের উপর চাপ বাড়ায়। বাংলাদেশের হয়ে দুটি গোল করেছেন মিরাজুল ইসলাম। অপর গোল দুটি করেছেন রাব্বি হোসেন এবং পিয়াস আহমেদ। ফলে নেপালকে ৪-১ গোলে চূর্ণ করে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জিতেছে বাংলাদেশ। ঘটনাচক্রে এটাই সাফের অনূর্ধ্ব-২০ বিভাগে বাংলাদেশের✤ প্রথম ট্রফি জয়।
প্রসঙ্গত গ্রুপ পর্বে এই নেপালের বিপক্ষেই ২-১ গোলে হেরেছিল বাংলাদেশ। প্রথমার্ধের যোগ করা সময়ে মিরাজুল দুর্দান্ত ফ্রি কিকে বাংলাদেশকে এগিয়ে দেন। বিরতিতে যাওয়ার স𝄹ময়ে ১-০ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। মিরাজুলের ডান পায়ের ফ্রি কিক নেপালি গোলকিꦛপারকে বোকা বানিয়ে দেয়। বল বারের ভেতরের দিকের অংশে লেগে গোলে ঢুকে যায়।
দ্বিতীয়ার্ধে নেপাল গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে। দ্বিতীয়ার্ধের শুরুতেই কোচ মারুফুল হক হেসেন ইফতিয়ারের বদলে চন্দন রায়, আসাদুল মোল্লার বদলে মইনুল ইসলামকে মাঠে নামান। ৫৫ মিনিটে নিজেদের লিড দ্বিগুণ করে বাংলাদেশ✤। এক থ্রু থেকে প্রতি আক্রমণে উঠে আসে বাংলাদেশ। ডান প্রান্ত থেকে আসাদুল রাকিবের ক্রস থেকে গোল করেন যান মিরাজুল।
৭০ মিনিটে ৩-০ গোলে এগিয়ে যায় তারা। বক্সের ঠিক মাথায় বল ধরে ঠান্ডা মাথায় গোল করতে ভুল করেননি রাব্বি। ৮০ মিনিটে নেপাল একটি গোল শোধ করে। সামির তামাং একটি গোল করে দলকে লড়াইয়ের বার্তা দেন। নির্ধারিত সময়ের পরেও খেলাতে আরো ১০ মিনিট যোগ করা হয়।🃏
১০ মিনিট যোগ করা সময়ের মধ্যে ৯৫ মিনিটে পিয়াস আহমেদের গোল জয় নিশ্চিতই করে বাংলাদেশের। এই গোলটি নিয়ে যদিও বিতর্ক রয়েছে। নেপালের দাবি ছিল তারা গোললাইন থেকে বল ফিরিয়েছেন। যদিও রেফারি সেই দাবি মানেননি। ফ𝓡লে শেষ পর্যন্ত ৪-১ গোলে জিতে প্রথমবারের মতো সাফ অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপে জিতল বাংলাদেশ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।