আতিপাতি কোনও টুর্নামেন্ট নয়, বরং বিগ ব্যাশের মতো প্রথমসারির টি-২০ লিগে কোনও দলের ১৫ রানে অল-আউট হয়ে যাওয়া ক্রিকেটপ্রেমীদের নিশ্চিতভাবে꧅ই অবাক করছে। সন্দেহ নেই অ্যাডিলেড স্ট্রাইকার্সের ব💯িরুদ্ধে নজিরবিহীন ব্যাটিং বিপর্যয়ে পড়ে সিডনি থান্ডার। তবে শুধুমাত্র স্কোরবোর্ড দেখে যাঁরা অবাক হচ্ছেন, মাঠে উপস্থিত থেকে বা টেলিভিশনের পর্দায় খেলা দেখলে যথার্থই বুঝতে পারতেন কেন পাওয়ার প্লে-র মধ্যেই ১০ উইকেট হারাতে হয় সিডনিকে।
আসলে অ্যাডিলেডের পেসা▨রদের আগুনে বোলিং এবং ফিল্ডারদের অবিশ্বাস্য সব ক্যাচের যুগলবন্দিতেই আউট হওয়ার মি🥃ছিলে নাম লেখাতে হয় সিডনির ব্যাটসম্যানদের।
ইনিংসের প্রথম ওভারেই ম্যাথিউ ꦦশর্টের বলে ম্যাথিউ গিলকেসের দুর্দান্ত ক্যাচ ধরꦰেন অ্যাডাম হস। ঠিক পরের ওভারে স্লিপে রিলি রসউয়ের অবিশ্বাস্য ক্যাচ ধরেন শর্ট নিজে। উইকেটকিপার নিয়েলসেন কোনও ভুল করেননি ম্য়াচে। তিনি ৫টি ক্যাচ ধরেন।
ভারত বনাম বাংলাদেশ প্রথম টেস্টের চতুর্থ ๊দিনের খেলার লাইভ আপডেটে চোখ রাখতে ক্লিক করুন
চলতি বিগ ব্যাশ লিগের পঞ্চম ম্যাচে টস জিত💜ে শুরুতে ব্যাট করতে নামে অ্যাডিলেড স্ট্রাইকার্স। তারা নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৩৯ রান সংগ্রহ করে। ক্রিস লিন ৩৬ ওജ কলিন ডি'গ্র্যান্ডহোম ৩৩ রান করেন। ২০ রানে ৩টি উইকেট নেন ফজলহক ফারুকি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।