এবছর কাউন্টি চ্যাম্পিয়নশিপের আসরে কুমার সাঙ্গাকারার দুর্দান্ত একটি রেকর্ড ভেঙে দেন চেতেশ্বর পূজারা। সাঙ্গাকে টপকে এশিয়ার ক্রিকেটারদের মধ্যে ফার্স্ট ক্লাস ক্রিকেটে সব থেকে বেশি ডাবল সেঞ্চুরি করার নজ🎐ির গড়েন চেতেশ্বর।
ফর্ম্যাট বদলেছে। এবার কাউন্টি ক্রিকেটের মঞ্চেই সাসেক্সের রঙিন জার্সিতে মাঠে নেমে ফের সাঙ্গাকারার একটি অনবদ্য নজির টপকে গেলেন পূজারা। রবিবার রয়্যাল লন্ডন ওয়ান ডে কাপে ব্যাট হাতে তাণ্ডব চা𝓰লিয়ে পূজারা গড়েন দুর্দান্ত এক রেকর্ড। উল্লেখযোগ্য বিষয় হল, যাদের হয়ে মাঠে নেমে সাঙ্গাকারা রেকর্ড গড়েছিলেন, পূজারা তাদের বিরুদ্ধে মাঠে নেমে সাঙ্গার রেকর্ড ভাঙেন।
রবিবার সারের বিরুদ্ধে ব্যাট করতে নেমে♏ মাত্র ১৩১ বলে ১৭৪ রানের ধ্বংসাত্মক ইনিংস খেলেন চেতেশ্বর। মারেন ২০টি চার ও ৫টি ছক্কা। ইংল্যান্ডের ঘরোয়া ওয়ান ডে ক্রিকেটে এশিয়ার কোনও ব্যাটসম্যানের এটাই সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। আগে এই রেকর্ড ছিল সাঙ্গাকারার। তিনি ২০১৫ সালে সারের হয়ে ব্যাট করতে নেমে নটিংহ্যামশায়ারের বিরুদ্ধে ১৬৬ রান করেছিলেন।
এই তালিকায় তৃতীয় স্থানে চলে গেলেন জাহির আব্বাস। তিনি ১৯৮৪ সালে লেস্টারশায়ারের বিরুদ্ধে গ্লস্টারশায়ারের হয়ে ব্যাট ক♕রতে নেমে ১৫৮ রান করেছিলেন।
আরও পড়ুন:- 76th Indepen🧸dence Day: ৭৬তম স্বাধীনতা দিবসে নাগরিক সম্মানে ভূষিত হলেন বাবর আজম
রয়্যাল লন্ডন ওয়ান ডে কাপের পাঁচ ম্যাচে এই নিয়ে ২টি সেঞ্চুরি ও ১টি হাফ-সেঞ্চুরি করে ফেললেন চেত🌳েশ্বর। টানা দু'টি ম্যাচে শতরান করলেন ভারতীয়🗹 তারকা। নটিংহ্যামশায়ারের বিরুদ্ধে প্রথম ম্যাচে ৯ রান করে আউট হন পূজারা। গ্লস্টারশায়ারের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে তিনি ৬৩ রানের অনবদ্য ইনিংস খেলেন। লেস্টারশায়ারের বিরুদ্ধে তৃতীয় ম্যাচে চেতেশ্বর ১৪ রানে অপরাজিত থাকেন। ওয়ারউইকশায়ারের বিরুদ্ধে চতুর্থ ম্যাচে তিনি ১০৭ রানের ঝকঝকে ইনিংস খেলেন। এবার সারের বিরুদ্ধে পঞ্চম ম্যাচে পূজারার ব্যাট থেকে এল ১৭৪ রানের অবিশ্বাস্য ইনিংস।
চেতেশ্বর এই ম্যাচে ৯টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১০৩ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন। তিন অঙ্কে পৌঁছনোর পরে ব্যাট হাতে রীতিমতো ঝড় তোলেন চেতেশ্বর। ১২৩ বলে দেড়শো রানের গণ্ডি টপকান তিনি। সব মিলিয়ে টুর্নামেন্টর ৫ ম্যাচে পূজারার সার্বিক সংগ্রহ দাঁড়ায় ৯১.৭৫ গড়ে ৩৬৭ রান। স্ট্রাইক-রেট ১২০.৭২। তিনি ৩৩টি চার মেরেছেন। ছক্কা হাঁ𒀰কিয়েছেন ৮টি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।