শুভব্রত মুখার্জি: ঝোড়ো ব্যাটিং বা মারকাটারি ব্যাটিংয়ের সঙ্গে এতদিন চেতেশ্বর পূজারার নাম যুক্ত করা সম্ভব ছিল না। তবে এবার গোটা বিষয়টা যেন বদলে দিতে চলেছেন তিনি। ইংল্যান্ডের মাটিতে কার্যত এক অন্য পূজারাকেই যেন দেখতে পাচ্ছে ভক্তরা। সেই তার ব্যাটেই যেন চলছে এখন রান বন্যা। কাউন্টি ক্রিকেটে মারকাটারি মেজাজে ব্যাট করতে তাকে আগেই দেখা গ🍸িয়েছিল। এবার এই ভারতীয় ব্যাটার এবার পঞ্চাশ ওভারের ক্রিকেটেও রয়েছেন খুনে মেজাজে। রয়্যাল লন্ডন ওয়🧜ানডে কাপে বিধ্বংসী ব্যাটিং করেছেন তিনি। তুলে নিয়েছেন টানা দ্বিতীয় সেঞ্চুরি। চাপের মুখে নেমে খেলেছেন কেরিয়ার সেরা ইনিংস। গড়ে ফেলেছেন নয়া নজিরও।
আরও পড়ুন: 'ভারতের কি ভিটামিনের অভাব আছে?' এশিয়া কাপের 🍸আ𓆏গে বড় মন্তব্য পাকিস্তানের প্রাক্তনীর
হোভের কাউন্টি গ্রাউন্ডে সারের বিপক্ষে সাসেক্স অধিনায়ক পুজারা ১৩১ বলে করেছেন ১৭৪ রান। তার ইনিংস সাজানো ছিল ২০ চার ও ৫ ছয়ে। লিস্ট ‘এ’ কেরিয়ার এটিই তার সেরা ইনিংস। উল্লেখ্য আগের ম্যাচেই তিনি করেছিলেন ৭৯ বলে ১০৭। সেই ইনিংস খেলার পথে আবার তিনি এক ওভারে করেছিলেন ২২ রান। ৫০ ওভারের ক্রি🍷কেটে পূজারার আগের সেরা ইনিংস ছিল অপরাজিত ১৫৮ রান। ২০১২ সালে রাজকোটে এনকেপি সালভি চ্যালেঞ্জা🍸র ট্রফিতে ভারত ‘বি’ দলের হয়ে ভারত ‘এ’ দলের বিপক্ষে এই ইনিংসটি খেলেছিলেন তিনি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।