শুভব্রত মুখার্জি: ২০২২ সালে বার্মিংহামে বসবে কমনওয়েলথ গেমসের আসর। সেই উপলক্ষ্যেই ভারতীয় কুস্তির দল বেছে নিতে ট্রায়ালের আয়োজন করেছিল রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া। সেই ট্রায়ার চলাকালীন ঘটে গেল এক অভূতপূর্ব ঘটনা। তবে এটিকে ন্যাক্কারজনক ঘটনা বললেই ভালো হবে। ম্যাচের মধ্যেই রেফারিকেই নিগ্রহ করে বসলেন কুস্তিগীর সতেন্দর মালিক।
কুস্তির ট্রায়াল ম্যাচে ৩-০ ফলে এগিয়ে ছিলেন সতেন্দর মালিক। তবে ম্যাচের ১৮ সেকেন্ড বাকি থাকতে প্রতিপক্ষ মোহিত একটি 'টেক ডাউন' মুভ করেন যাতে পয়েন্ট পাওয়ার পাশাপাশি তিনি সতেন্দরকে ম্যাটের বাইরে বের করে দিয়ে আরও একটি পয়েন্ট ছিনিয়ে নেন। ফলে কমনওয়েলথ গেমসের ১২৫ কেজি বিভাগের ট্রায়ালের ফাইনালে হেরে যা🍒ন সতেন্দর। এরপরেই মেজাজ হারান তিনি। রেফারি জগবীর সিংয়ের উপর চড়াও হন সতেন্দর। রেফারিকে এলোপ𒉰াথাড়ি মারতে থাকেন তিনি।
ঘটনার পরিপ্রেক্ষিতে সার্ভিসেসের রেসলার সতেন্দর মালিককে আজীবন নির্বাসন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৩-০ পিছিয়ে থাকা অবস্থায় মো🐷হিত একটি 'টেক ডাউন'মুভ করেন। ম্যাটের বাইরে ও সতেন্দর মালিককে ছিটকে দেন। তবে রেফারি বীরেন্দ্রর মালিক 'টেক ডাউনের' কোন পয়েন্ট দেননি। কেবলমাত্র ম্যাট থেকে বের করে দেওয়ার পয়েন্ট দেন মোহিতকে। মোহিত সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করলে এই বাউটের জুরি থেকে সরে দাঁড়ান সত্যদেব মালিক। যেহেতু তিনি সতেন্দরের গ্রাম মোখরার বাসিন্দা তাই নিরপেক্ষতার কথা মাথায় রেখে তিনি এই সিদ্ধান্ত নেন। পরবর্তী টিভি রিপ্লে দেখে রেফারি জগবীর সিং, মোহিতকে 'টেক ডাউনের' জন্য তিন পয়েন্ট দেন। ম্যাচ ৩-৩ ফলে শেষ হয়। তবে শেষ পয়েন্ট যেহেতু মোহিত পেয়েছেন ফলে তাকে জয়ী ঘোষণা করা হয়। 🦋;
এরফলে নাটকীয়ভাবে ম্যাচ জিতে কমনওয়েলথ গেমসের টিকিট নিশ্চিত করেন মোহিত । ঘটনায় মেজাজ হারান সতেন্দর। রেফারি জগবীর সিংকে প্রথমে গালিগালাজ শুরু করেন। তারপরেই কষিয়ে থাপ্পড় মেরে বসেন। থাপ্পড় খেয়ে তাল ঠিক রাখতে না পেরে মাটিতেই বসে পড়েন 🌸জগবীর। এই ঘটনায় বন্ধ হ♊য়ে যায় ৫৭ কেজির বাউট ইভেন্ট। সতেন্দরকে হল থেকে বার করে দেওয়া হয়। তারপরেই তাকে আজীবন নির্বাসনে পাঠানোর সিদ্ধান্ত নেয় ফেডারেশন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।