জিম্বাবো💜য়ের বিরুদ্ধে জয়ের মাধ্যমে আসন্ন ক্রিকেট বিশ্বকাপের মূল পর্বে নিজেদের জায়গা নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। এই বছরের শেষের দিকে ভারতে অনুষ্ঠিত হবে ক্রিকেট বিশ্বকাপের মূল পর্ব। একদিকে যখন শ্রীলঙ্কা নিজেদের জায়গা নিশ্চিত করে ফেলেছে তখন বাকি আর কোন দল ইভেন্টের বাকি জায়গাটি পুরণ করে সেটাই দেখার। এই একটি জায়গার জন্য লড়াই করছে তিনটি দল। চলুন দেখে নেওয়া যাক বাকি একটি জায়গার জন্য কোন দলটি প্রতিদ্বন্দ্বিতা করছে।
১৯৯৬ সালের ক্রিকেট বিশ্বকাপের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা আইসিসি পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ ২০২৩-এ জিম্ব𝔍াবোয়ের বিরুদ্ধে একটি দৃঢ় জয়ের সঙ্গে তারা তাদের জায়গা বুক করেছে। ক♊ারণ তারা আইসিসি পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্বের অপরাজিত রয়েছে সঙ্গে তারা তাদের রান রেট বাড়িয়ে নিয়েছে এবং সুপার সিক্স স্ট্যান্ডিংয়ে আট পয়েন্টে চলে গেছে।
অন্যদিকে এই পরাজয়টি ছিল টুর্নামেন্টে জিম্বাবোয়ের প্রথম হার। মঙ্গলবার স্কটল্যান্ডের সঙ্গে লড়াইয়ের আগে সুপার সিক্সে জিম্বাবোয়ে ছয় পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে🌟 রয়েছে। জিম্বাবোয়ের এখনও তাদের যোগ্যতা অর্জনের স্বপ্ন দেখছে। কারণ এই লড়াইয়ে তারা অনেকটাই এগিয়ে রয়েছে। তবে তাদের এই স্বপ্নপূরণ করতে হলে এখনও দুটো পয়েন্ট দরকার। এরই মধ্যে জিম্বাবোয়ে ছাড়াও এই লড়াইয়ে রয়েছে আরও দুটি দল। তারাও সুপার সিক্স থেকে আইসিসি বিশ্বকাপের মূলপর্বে যাওয়ার স্বপ্ন দেখতে শুরু করেছে।
আসলে সুপার সিক্স পর্বের শে🦩ষে শুধুমাত্র শীর্ষ দুটি দল ভারতে অনুষ্ঠিত ২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করবে। ওয়েস্ট ইন্ডিজ সেই কোয়ালিফায়ারদের নিজের জায়াগা পাকা করতে পারেনি ও তারা এই লড়াই থেকে ছিটকে গিয়েছে। দুইবারের ক্রিকেট বিশ্বকাপ চ্যাম্পিয়নরা সুপার সিক্সে এখনও নিজেদের খাতা খুলতেই পারেনি। শূন্য পয়েন্ট নিয়ে তারা লিগ তালিকায় রয়েছে এবং তারা স্কটল্যান্ডের কাছেও শোচনীয় পরাজয়ের মুখোমুখি হয়েছে।
চলুন দেখে নেওয়া ꦆযাক সুপার সিক্সের বর্তমান অবস্থান-
শ্রীলঙ্কা – (যোগ্যতা অর্জন করেছে)
সুপার সিক্স খেলেছে: চারটি ম্যাচ
সুপার সিক্স জিতেছে: চারটি (ওমান, স্কটল্যান্ড, নেদারল্যান্ডস, 💧জিম্বাবুয়ে)
সুপার সিক্স পয়েন্ট: ৮
নেট রান-রেট: +1.817
এখনও খেলতে হবে: ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে (৭ জুলাই)
জিম্বাবোয়ে (দাবিদার)
সুপার সিক্স খেলেছে: চারটি
সুপার সিক্স জিতেছে: ৩ (নেদারল্যান্ড, ওয়েস্ট ইন্🌃ডিজ,⛎ ওমান)
সুপার সিক্স পয়েন্ট: ৬
নেট রান-রেট: +0.030
এখনও খেলতে হবে: স্কটল্যান্ড (জুলাই ৪)
স্কটল্যান্ড (দাবিদার)
সুপার সিক্স খেলেছে: ৩
সুপার সিক্স জিতেছে: ২ (ওমান, ওয়েস্ট ইন্ডিজ)
সুপার সিক্স পয়েন্ট: ৪
নেট রান-রেট: +0.188
এখনও খেলতে হ🍎বে: 🌱জিম্বাবোয়ে (৪ জুলাই), নেদারল্যান্ডস (৬ জুলাই)
এই দ𓆏ুটো ম্🗹যাচ জিতলে আট পয়েন্টে পৌঁছে যাবে তারা। ফলে তাদের সামনে থাকবে বিশ্বকাপের মূলপ্রবে খেলার সুযোগ।
নেদারল্যান্ডস
সুপার সিক্স খেলেছে: চারটি
সুপার সিক্স জিতেছে: ২ (ওয়েস্ট ইন্ডিজ, ওমান)
সুপার সিক্স পয়েন্ট: চার
নেট রান-রেট: -0.042
এখনও খেলতে হবে: স্কটল্যান্ড (৬ জুলাই)
যদি স্কটল্যান্ড সুপার সিক্সে জিম্বাবোয়েকে হারিয়ে দ🍌েয় এবং পরে স্কটল্যান্ডকে নেদারল্যান্ডস হারিয়ে দ🃏েয় তাহলে অঙ্ক জটিল হয়ে যাবে। সেক্ষেত্রে নেদারল্যান্ডসের কাছেও সুপার সিক্স থেকে ভারতে বিশ্বকাপ খেলার ছাড়পত্র পেয়ে যাবে।
ওয়েস্ট ইন্ডিজ
সুপার সিক্স খেলেছে: ৩
সুপার সিক্স জিতেছে: ০
সুপার সিক্স পয়েন্ট: ০
নেট রান-রেট: -0.510
এখনও খেল🐟া বাকি: ওমান (৫ জুলাই), শ্রীলঙ্কা (৭ জুলাই)
বাকি ম্য়াচ জিতলেও ওয়েস্ট ইন্ডিজের ২০ꦯ২৩ বিশ্বকাপের মূলপর্বে যাওয়ার সম্ভাবনা আর নেই।
ওমান
সুপার সিক্স খেলেছে: ৪টি
সুপার সিক্স জিতেছে: ০
সুপার সিক্স পয়েন্ট: ০
নেট রান-রেট: -2.072
এখনও খেলতে হবে: ওয়েস্ট ইন্ডিজ (৫ জুলাই)
বাকি ম্য়াচ জিতলেও ওমানের ২০২৩ বিশ্বকা✃পের মূলপর্বে যাওয়ার সম্ভা﷽বনা আর নেই।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।