এক জন জরির কাজ করে ছেলের স্বপ্ন পূরণে 𓆏সাহায্য করেছেন। মায়ের সেই রক্ত জল করা পরিশ্রমের মর্যাদা দিলেন ছেলে।
অন্য জন ভাইকে সাফল্যের দিকে ঠেলে দিতে নিজের স্বপ্নকে জলাঞ্জলি দিয়েছেন। নিজে খেলা ছেড়ে ভাইকে তৈর♏ি করেছেন। সেই দাদার আত্মত্যাগকে সফল করেছেন দেউলপুরের ২০ বছরের তরুণ।
অচিন্ত্য শিউলির সোনা জয়ের সাফল্য তাঁরা গর্বিত। আনন্দের জোয়ারে ভাসছেন। অল্প বয়সে বাবাকে হারান𓃲োর পর মা আর দাদাই তাঁকে আগলে ﷽রেখেছেন। তাঁরাই অচিন্ত্যর সাফল্যের পিছনে বড় স্তম্ভ। স্বাভাবিক ভাবেই বাড়ির ছোট ছেলের সাফল্য উচ্ছ্বাসে ভাসলেন তাঁরা।
আরও পড়ুন: অচিন্ত্যর সাফল্যে উচ্ছ📖্বসিত বাংলা সহ গোটা দেশ,মমতা থেকে মোদীর শুভেচ্ছা
রবিবার দেড়টা নাগাদ ঘুম জড়ানো চোখে স্থানীয় ক্লাবে হাজির হয়েছিলেন দৈউলপুরের বাসিন্দারা। অচিন্ত্যর সাফল্যের সাক্ষী থাকার জন্য লাগানো হয়েছিল বড় স্ক্রিন। ইভেন্ট শুরু🎉র বেশ কিছুক্ষণ আগে থেকেই টিভির পর্দায় চোখ ছিল দেউলপুরবাসীর। অচিন্ত্য সোনা জিতত♓েই বাজি, নাচ, গানে আনন্দে মাতলেন সকলে।
আরও পড়ুন: বাংলার প্💎রথম অ্যাথলিট হিসেবে গেমসে সোনা জিতে রেকর্ড হাওড়ার অচিন্ত্যর
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।