দেশকে চলতি কমনওয়েলথ গেমসের আসর থেকে প্রথম পদক এনে দেওয়া সঙ্কেত মহাদেব𝐆 স꧂রগরকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়ায় তিনি ভূয়সী প্রশংসা করেন ২১ বছর বয়সী ভারোত্তলকের।
রুপো দিয়ে পদকের খাতা খোলাকে প্রধানমন্ত্রী ভারতীয় দলের ইতিবাচ♛ক দিক হিসেবেই বর্ণনা করেন। সেই সঙ্গে সঙ্কেতকে ভবিষ্যতের জন্যও শুভকা𝓰মনা জানিয়েছেন মোদী।
ছেলেদের ভারোত্তলনের ৫৫ কেজি বিভাগে সঙ্কেতের রুপো জয়ের পরে প্রধানমন্ত্রী টুইট করেন, ‘সঙ্কেত সরগরের অসাধারণ প্রচেষ্টা। ওর গৌরবোজ্জ্বল রুপো জয় কমনওয়েলথ গেমসে ভারতের জন্য দারুণ শুরু। ওকে অভিনন্দন এবং ভবিষ্যতের জন্য ꦚশুভেচ্ছা।’
আরও পড়ুন:- সঙ্কেতের হাত ধরে ব🌺ার্মিংহ্♐যামে প্রথম পদক জিতল ভারত, চোট পেয়ে হাতছাড়া সোনা
উল্লেখ্য, ছেলেদের ৫৫ কেজি বিভাগের স্ন্যাচে সর্বোচ্চ ১১৩ কেজি ভার তোলেন সঙ্কেত মহাদেব। কꩲ্লিন অ্যান্ড জার্কে তিনি ১৩৫ কেজি ভার তোলেন। সব মিলিয়ে ২৪৮ কোজি ভার তুলে রুপো জেতেন সঙ্কে🅺ত। চোটের জন্য সোনা জেতা হয়নি ভারতীয় ভারোত্তলকের।
আরও পড়ুন:- ভারোত্তলন থেকেই এল কমনওয়েলথ গেমসে ভারতের দ্বিতীয় পদক, এবার পোডিয়া🍌মে গুরুরাজা পূজারি
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।