র্যাগিং নিয়ে এ বার ক্ষোভ উগড়ে দিলেন দ্যুতি চাঁদ। ২০০৬-০৮ সালে ভুবনেশ্বরের স্পোর্টস হোস্টেলে থাকার সময় তাঁর সিনিয়ররা তঁকে বাজে ভাবে র্যাগিং করেছিলেন। সেই জমে থাকা যন্ত্রণাই🎃 রবিবা꧂র প্রকাশ্যে আনলেন অলিম্পিয়ান দ্যুতি চাঁদ।
আসলে শনিবার বিজেবি অটোনোমাস কলেজের এক ছাত্রী র্যাগিংয়ের 🍬জেরে আত্মহত্যা করার পরেই, সোশ্যাল মিডিয়ায় দ্যুতি চাঁদও নিজের ক্ষোভ উগড়ে দেন। দুতꦉি সোশ্যাল মিডিয়ার লিখেছেন, ‘স্পোর্টস হোস্টেলের দিদিরা (সিনিয়ররা) আমাকে জোর করে শরীর মাসাজ করাত এবং ওদের কাপড় ধোয়াত। হোস্টেলের ইনচার্জের কাছে অভিযোগ জানালে ওরা আমাকে তিরস্কার করত। এবং এটা আমার উপর একটি মানসিক যন্ত্রণা ছিল। আমি তখন অসহায় ছিলাম।’
আরও পড়ুন: বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ থেকে সরে দাঁড়ালেন ভারতের꧂ তিন অ্যাথলিট
আরও পড়ুন: ৬৯ বছর বয়সে প্রয়াত♔ হলেন এশিয়ান গেমসের দু’বারের সোনা জয়ী অ্যাথলিট হরি চাঁদ
দ্যুতি এই বিষয় নিয়ে এমন একটা সময়ে মুখ খুলেছেন, যখন বিজেবি অটোনোমাস কলেজের শিক্ষার্থী এবং অভিভাবকেরা ওড়িশার রাজধানী ভুবনেশ্বরে এই শিক্ষা প্রতিষ্ঠ💦ানের সামনে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে ধর্না দিচ্ছেন। যে ছাত্রী আত্মহত্যা করেছেন, তিনি সুইসাইড নোটে সিনিয়রদের বিরুদ্ধে র্যাগিংয়ের অভিযোগ করেছেন।ꦏ
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।