আক্ষরিক অর্থেই বাংলা তথা ভারতীয় টেবিল টেনিসমহলে নক্ষত্রপতন ঘটল মঙ্গলবার। প্রয়াত হলেন কিংবদন্তি টিটি কোচ জয়ন্ত পুশিলাল, যাঁর হাত ধরে ভারত পেয়েছে আন্তর্জাতিক মানের সব টেবিল টেনিস তারকা। টেবিল ট♎েনিসে অল♐িম্পিয়ান গড়ার কারিগর জয়ন্তর মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৩ বছর।
দীর্ঘদিন ধরেই কিডনির অসুখে ভুগছিলেন দ্রোণাচার্য্য পুরস্কারে ভূষিত এই টেবিল টেনিস কোচ। শেষদিকে শারীরি🍒ক পরিস্থিতির অত্যন্ত অবনতি হয় তাঁর। কাজ করা বন্ধ করে দেয় দু'টি কিডনিই। সপ্তাহে দু'বার ডায়ালিসিস করাতে হচ্ছিল তাঁকে।
কঠিন সময়ে প্রিয় কোচকে একা ছেড়ে দেননি তাঁর ছাত্র-ছাত্রীরা। বরং বরাবর কোচের লড়াইয়ে পাশে ছিলেন তা🎶ঁরা। সবাই মিলে চেষ্টা করেছিলেন গুরুকে সুস্থ করে তোলার। তবে শেষমেশ সফল হয়নি সকলের সমবেত প্রয়াস। মঙ্গলবার রাতে নারকেলডাঙার বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পু🅷শিলাল।
মৌমা দাস, অরূপ বসাক, অনিন্দিতা চক্রবর্তী, প্রাপ্তি সেনের মতো জাতীয় টেবিল টেনিস তারকা তৈরি করেছেন জয়ন্ত। সৌরভ চক্রবর্তীও বেশ কিছুদিন জয়ন্তর প্রশিক্ষণে খেলেছেন। শুধু ভারতীয় টেবিল টেনিসেই নয়, বরং আন𝓡্তর্জাতিক টিটি-তেও বড় অবদান রয়েছে তাঁর। আমেরিকা ও কানাডায় গিয়েও কাজ করেছেন টিটি নিয়ে। দীর্ঘ ৪০ বছরের কোচিং জীবনে টেবিল টেনিসের প্রতি অবিস্মরণীয় অবদানের জন্য সম্প্রতি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে দ্রোণাচার্য্য পুরস্কার গ্রহণ ജকরেন জয়ন্ত।
নিজে ইহলোকের মায়া ত্যাগ করলেও জয়ন্ত রেখে ꦬগেলেন তাঁর অ্যাকাডেমি ও বহু ছাত্র-ছাত্রীকে, যাঁরা পরবর্তী সময়ে নিঃসন্দেহে বাংলা তথা ভারতবর্ষের টেবিল টেনিসকে সমৃদ্ধ করবেন। এছাড়া তিনি রেখে গেলেন স্ত্রী, পুত্র ও কন্যাকে। কিছুদিন আগেই তাঁর মাতৃবিয়োগ ঘটে। এবার জয়ন্তর মৃত্যুতে শোকস্তব্ধ বাংলা তথা ভারতের কꦺ্রীড়ামহল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।