ইংল্যান্ডের তারকা ব্যাটসম্য🌳ান হ্যারি ব্রুক একেবারেই অস্বাভাবিক ভাবে আউট হল🃏েন। এমন ভাবেও কেউ আউট হতে পারেন, তা না দেখলে বিশ্বাস করা কঠিন। ব্রুকের আউট দেখে চোখ কপালে ক্রিকেট বিশ্বের।
বার্মিংহ্যামের এজবাস্টনে অ্যাশেজের প্রথম টেস্টে হাড্ডাহাড্ডি লড়াই করছে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া- দুই দলই। টস জিতে ইংল্যান্ড প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। আর অস্ট্রেলিয়া বল হাতে লড়াই চালিয়ে যাচ্ছে। শুক্রবার প্রথম দিন লাঞ্চের আগেই ৩ উইকেট হারিয়ে বসে ছিল ইংল্যান্ড। শুরুতে বেন ডাকেট🍰 (১০ বলে ১২ রান) এবং অলি পোপকে (৪৪ বলে ৩১ রান) ফিরিয়েছিলেন যথাক্রমে জশ হ্যাজেলউড এবং নাথান লিয়ন। প্রথম সেশনের ২৭তম ওভারে ১২৪ রানের মাথায় জ্যাক ক্রোলিকে (৭৩ বলে ৬১ রান) সাজঘরে ফেরান স্কট বোল্য়ান্ড। তার পর হ্যারি ব্রুক এবং জো রুট মিলে লড়াই চালিয়ে যাচ্ছিলেন। এবং ইংল্যান্ড তাদের রান রেটের উচ্চতা বজায় রেখেছিল।
আরও পড়ুন: এক ওভারে ৬ উইকেট- ডবল হ্যাটট্রিক করে চম༺ক ১২ বছরের বিস্ময় বালকের
তবে মধ্যাহ্নভোজের বিরতির পর মিডল-অর্ডার প্লেয়ার হ্যারি ব্রুক একেবারে অদ্ভূত ভাবে আউট হন। ব্রুক ৩৭ বলে ৩২ রান করে আক্রমণাত্মক নক খেলছিল﷽েন। তবে লিয়ন ৩৮তম ওভারের দ্বিতীয় বলে ব্রুককে ফেরান। লিয়ন ভালো লেন্থে বলটি রেখেছিলেন। অতিরিক্ত বাউন্স ও স্পিন ছিল বলে। ব্রুক বলটি ঠিক করে বুঝতে൲ই পারেনি।
আরও পড়ুন: 🔯আমার বোল🅠ার হওয়াই উচিত হয়নি- হঠাৎ করে কেন বললেন অশ্বিন?
স🀅ংক্ষিপ্ত দৈর্ঘ্যের ডেলিভারি পেয়ে ব্রুক সেটি ছেড়ে দিতে চান। কিন্তু বলটি তাঁর উরুর দিকে প্যাডে লেগে বাতাসে উঠেছিল। ব্যাটার এবং উইকেটরক্ষক সহ সবাই বলটি হারিয়েই ফেলেছিলেন। বলটি হঠাৎ নীচে নেমে এসে সানরাইজার্স হায়দরাবাদের তারকার পায়ের পিছনে লেগে স্টাম্প ভেঙে দেয়। ব্রুক হয়তো নিজেও ভাবেননি, এই ভাবে আউট হতে পারেন তিনি। অজিরা আনন্দে আত্মহারা হলেও, ক্রিকেট ভক্তরা ব্রুকের প্রতি সহানুভূতিশীল। তাঁদের দাবি, ভাগ্য খারাপ হওয়ার কারণেই এমন ভাবে আউট হয়েছেন ব্রুক।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।