শুভব্রত মুখার্জি:- ভেনেজুয়েলার অলিম্পিক গেমসের ইতিহাসে অন্যতম তারকা তাদের সাইক্লিস্ট ড্যানিয়েলা চিরিনোꦿস। দেশের হয়ে পাঁচ পাঁচবার অলিম্পিক গেমসে খেলেছেন তিনি। তাঁর মৃতদেহ উদ্ধার হল আমেরিকাতে তাঁর অ্যাপার্টমেন্ট থেকে। পুলিশের প্রাথমিক অনুমান, গলায় খাবার আটকে মৃত্যু হয়েছে তার। কারণ তাঁর খাদ্যনালিতে সলিড খাবারের উপস্থিতি পাওয়া গিয়েছে।
চিকিৎসা বিজ্ঞানের ভাষাতে যাকে বলে 'অ্যাসফিজিয়াশান'। আমেরিকার লাস ভ🐼েগাসে তিনি নিজের অ্যাপার্টমেন্টে থাকতেন। সেখান থেকেই উদ্ধার হয়েছে তাঁর মৃতদেহ। তাঁর মৃত্যু অনেকদিন আগেই ঘটেছে বলে অনুমান। বিশেষজ্ঞদের মতে সম্ভবত ১১ অগস্ট মারা গিয়েছেন।
ইতিমধ্যেই তিনি তাঁ🃏র সাইক্লিংয়ের জগত থেকে অবসর নিয়েছেন। ৫০ বছর বয়সী এই অলিম্পিয়ান লাস ভেগাসে একটি হোটেলে কাজ করতেন। সেখানে তিনি কাজে যোগ দেননি তাঁর রোস্টার মতন। এরপরেই তাঁর খোঁজ পড়ে। তার অ্যাপার্টমেন্টে যাওয়া হয়। সেখান থেকেই উদ্ধার হয় তাঁর প্রাণহীন নিথর দেহ। পুলিশের প্রাথমিক অনুমান গলাতে খাবার আটকে যাওয়াতেই এই মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে তারা চূড়ান্তভাবে এখনও কোন কিছু বলতে নারাজ।
প্রসঙ্গত ১৯৯২ বার্সেলোনা অল🐻িম্পিক গেম♔সে অভিষেক হয়েছিল চিরিনোসের। এরপর তিনি ১৯৯৬ আটলান্টা, ২০০০ সিডনি, ২০০৪ এথেন্স এবং ২০১২ লন্ডন অলিম্পিক গেমসে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। ২০০২ সালে তিনি সেন্ট্রাল আমেরিকান গেমস এবং ক্যারিবিয়ান গেমসে সোনা জিতেছিলেন।
আরও পড়ুন:- IPL 2025 Player Retention: এই ৫ ক্রিকেটারকে নিলামের আ🧸গে ছেড়ে দিতে পারে RCB
পাশাপাশি ভেনেজুয়েলার ঘরোয়া রাজনীতির ক্ষেত্রেও তিনি সক্রিয় ছিলেন যথেষ্ট। প্রাক্তন সভাপতি হুগোকেও একহাত নিয়েছিলেন তিনি। তাঁর অভিযোগ ছিল হুগো সাভেজ এবং ক্রীড়ামন্ত্রী হেক্টর রদ্রিগেজ বাস্তবে অস্তিত্ব নেই এমন 🍌রেসিং ডাইভারের নামে টাকা দেশ থেকে চালান করা হত। ২০১৩ সালে ভেনেজুয়েলাতে নয়া নির্বাচন হয়। দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হন নিকোলাস মাদুরো। তাঁর রাজত্বকালকে সৈরাচারী রাজত্বকাল বলে আখ্যা দেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।