শুভব্রত মুখার্জি: ২০২৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপের আসর𒁃 বসতে চলেছে কর্নাটকে। ভারতের দক্ষিণের রাজ্যের বেঙ্গালুরুতে বসবে ২০২৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপের আসর। বিষয়টি নিশ্চিত করা হয়েছে এআইএফএফের তরফে। ২১ জুন থেকে বেঙ্গালুরুতে শুরু হবে এই সাফ🌄 চ্যাম্পিয়নশিপের আসর। ৩ জুলাই পর্যন্ত চলবে এবারের সাফ চ্যাম্পিয়নশিপের আসর। ভারতে চতুর্থবার আয়োজন হতে চলেছে দক্ষিণ এশিয়ার এই ‘মার্কি’ ফুটবল টুর্নামেন্টের।
আরও পড়ুন… WPL 2023: ছ⛄িল চিকিৎসকদের ছাড়ꦆপত্র, অকারণে বাদ দিয়েছে গুজরাট জায়ান্টস! জবাব দিলেন ডটিন
এআইএফএফের তরফে জানানো হয়েছে দক্ষিণ এশিয়ার ফুটবল ফেডারেশনের সমস্ত সদস্য দেশগুলো এই টুর্নামেন্টে অংশ নেবে। এই টুর্নামেন্টে সমস্ত ജসদস্য দেশগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হবে। গ্রুপ পর্যায়ে রাউন্ড রবিন পর্যায়ে খে꧙লা হবে। এরপর দুটি গ্রুপের প্রথম দুই দল সরাসরি যাবে সেমিফাইনালে। এই টুর্নামেন্টের ড্রয়ের তারিখও কিছুদিনের মধ্যেই ঘোষণা করা হবে।
এআইএফএফের সভাপতি কল্যান চৌবে জানিয়েছেন, ‘সাফ চ্যাম্পিয়নশিপ আমাদের কাছে দারুন একটা সুযোগ। এই টুর্নামেন্টের মধ্যে দিয়ে ভালোবাসা এবং সৌভ্রাতৃত্বের প্রচারের এটা একটা দারুন সুযোগ আমাদের কাছে। আমি নিশ্চিত এই বিষয়ে আমরা প্রতিটা দেশের প্রতিটা ফুটবলারের সাহায্য পাব। তারাও মুখিয়ে থাকবে এই বিষয়ে তাদের দেশের সম্মান বৃদ্ধিতে। আমি দু হাত খুলে খেলতে আসা দলের প্রতিটি সদস্যকে স্বাগত জানাতে চাই। বর্ডারের সবপাশেই আমরা সৌভ্রাতৃত্বের বার্তা দিতে চাই। ফুটবল সেই বার্তা দেওয়ার অন্যতম সেরা মাধ্যম। আমাদের কাছে প্রতিটি দেশকে আমাদের এখানে স্বাগত ♎জানানোর যে সুযোগ পাব তা অত্যন্ত গর্বের বিষয়।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।