🃏 মোহনবাগান সুপার জায়ান্ট? ওড়িশা এফসি? নাকি বসুন্ধরা কিংস? এএফসি কাপের গ্রুপ ‘ডি’ থেকে কোন দল ইন্টার-জোনাল সেমিফাইনালে যাবে, তা নির্ধারণের ক্ষেত্রে সোমবারের দুটি ম্যাচ (বসুন্ধরা বনাম মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব এবং মোহনবাগান বনাম ওড়িশা) অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃতীয় রাউন্ড পর্যন্ত সেই দৌড়ে মোহনবাগান অনেকটা এগিয়ে থাকলেও ঢাকায় বসুন্ধরার বিরুদ্ধে হারের পরই ছবিটা পালটে গিয়েছে। গ্রুপের শীর্ষে উঠে গিয়েছে বাংলাদশের দল (মুখোমুখি রেকর্ডের কারণে)। সমসংখ্যক পয়েন্ট নিয়ে গ্রুপ তালিকার দুই নম্বরে আছে মোহনবাগান। এক পয়েন্ট কম থাকায় তিন নম্বরে আছে ওড়িশা। আপাতত যা পরিস্থিতি, তাতে ইন্টার-জোনাল সেমিফাইনালে ওঠার ক্ষেত্রে নিজেদের ভাগ্য নিজেরাই নির্ধারণ করতে পারবে বসুন্ধরা। মোহনবাগান এবং ওড়িশাকে অন্যদের দিকে তাকিয়ে থাকতে হবে।
(Mohun Bagan vs Odisha FC Live Updates: এএফসি কাপে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম ওড়িশা এফসির ম্যাচের লাইভ আপডেট দেখুন- ক্লিক করুন এখানে)
এএফসি কাপের গ্রুপ ‘ডি’-র পয়েন্ট তালিকা
কীভাবে ইন্টার-জোনাল সেমিফাইনালে উঠতে পারবে মোহনবাগান?
💎নিজেদের দুটি ম্যাচেই জিততে হবে মোহনবাগানকে। তাহলে ছয় ম্যাচের শেষে পয়েন্ট দাঁড়াবে ১৩। আর বসুন্ধরাও নিজেদের শেষ দুটি ম্যাচ জিতলে ১৩ পয়েন্টে পৌঁছে যাবে। যেহেতু হেড-টু-হে়ড রেকর্ডের নিরিখে দলের অবস্থান নির্ধারিত হচ্ছে, তাই ইন্টার-জোনাল সেমিফাইনালে চলে যাবে বসুন্ধরা।
🅘 সেই পরিস্থিতিতে মোহনবাগান চাইবে যে যতটা কম সম্ভব, ততটা কম পয়েন্ট যেন পায় বাংলাদেশের দল। নিদেনপক্ষে একটি ম্যাচ যেন ড্র করে। তাহলেই ১১ পয়েন্টে আটকে থাকবে বসুন্ধরা। আর ১৩ পয়েন্ট নিয়ে এএফসি কাপের ইন্টার-জোনাল সেমিফাইনালে উঠে যাবে মোহনবাগান। অর্থাৎ একটা বিষয় স্পষ্ট যে গ্রুপের শেষ দুটি ম্যাচে বসুন্ধরার থেকে বেশি পয়েন্ট পেতেই হবে মোহনবাগানকে (ওড়িশার বিরুদ্ধে আজ হারবে না ধরে)।
ไ তবে শুধু বসুন্ধরা নয়, পয়েন্ট তালিকায় মোহনবাগানের ‘বিপদ’ হয়ে দাঁড়াতে পারে ওড়িশাও। আর সেটা যাতে না হয়, তাহলে আজ ওড়িশাকে হারাতেই হবে মোহনবাগানকে। সেই পরিস্থিতিতে এএফসি কাপের ইন্টার-জোনাল সেমিফাইনালে ওঠার দৌড় থেকে ছিটকে যাবে ওড়িশা। তারপর গ্রুপ লিগের শেষ ম্যাচে ওড়িশার হয়ে গলা ফাটাবে মোহনবাগান। কারণ বসুন্ধরার বিরুদ্ধে গ্রুপ লিগের শেষ ম্যাচ খেলবে ওড়িশা। জুয়ান ফেরান্দোরা চাইবেন যে সেই ম্যাচে ওড়িশা জিতে যাক। ফলে সেমিফাইনালে উঠে যাবে মোহনবাগান (গ্রুপের শেষ ম্যাচে মাজিয়াকে হারাবে ধরে)।
পঞ্চম রাউন্ডে এএফসি কাপের গ্রুপ ‘ডি’-র ম্যাচের তালিকা
🐭১) মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব বনাম মোহনবাগান সুপার জায়ান্টস: ১১ ডিসেম্বর, বিকেল ৩ টে ৩০ মিনিট, মালে।
𒆙 ২) ওড়িশা এফসি বনাম বসুন্ধরা কিংস: ১১ ডিসেম্বর, সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট, ভুবনেশ্বর।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।