আইএসএল শুরুর আগেই বড় ধাক্কা ইস্টবেঙ্গলের। শনিবার বেঙ্গালুরু এফসির বিপক্ষে এবারের আইএসএল অভিযান শুরু করবে ইস্টবেঙ্গল। তাঁর আগে চার মাসের জন্য নির্বাসিত হলেন ফুটবলার আনোয়ার আলি। শেষ কয়েক♋ সপ্তাহ ধরেই এই ফুটবলারকে নিয়ে টানাপোড়েন চলছিল মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসির রঞ্জিত বাজাজের মধ্যে। অবৈধভাবে মোহনবাগান সুপার জায়ান্টস দলের সঙ্গে চুক্তিভঙ্গের অভিযোগ উঠেছিল জাতীয় দলের এই ডিফেন্ডারের বিরুদ্ধে। মোহনবাগানও পাল্টা ক্ষতিপূরণ এবং শাস্তির দাবি করেছিল। এবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের গড়ে দেওয়া পিএসসিতে জয় হল মোহনবাগানেরই।
আরও পড়ুন-৬৭ মি🐬নি﷽টে মাঠে নামলেন এমবাপে! তার আগেই খেলা শেষ করলেন দেম্বেলেরা!ফ্রান্স ২-০ হারাল বেলজিয়ামকে…
আগেই জানানো হয়েছিল ইস্টবেঙ্গল বা কোনও ক্লাব যদি আনোয়ারকে নেয়, তাহলে সেটা তাঁদের নিজেদের দায়িত্বে নিতে হবে। কারণ সꦿংশ্লিষ্ট ফুটবলারকে নিয়ে একটা বিতর্ক চলছে। এই আবহেই মোহনবাগানে শেষ কয়েক বছর খেলা জাতীয় দলের ডিফেন্ডারের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করেছিল🌳 লালহলুদ শিবির। তাঁকে শহরে নিয়ে এসেছিলেন খোদ দিল্লি এফসির কর্ণধার রঞ্জিত বাজাজ। তাঁর দাবি ছিল আনোয়ার যেহেতু মোহনবাগানে লোনে গেছিল তাই ফিফার নতুন নিয়ম অনুযায়ী আনোয়ার ফের দিল্লি এফসির ফুটবলার হয়ে গেছে। এই আবহেই বিষয়টি গড়িয়েছিল এআইএফএফের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির কাছে। সেখানেই শেষ পর্যন্ত নির্বাসনের মুখে পড়লেন এই সেন্ট্রাল ডিফেন্ডার।
আরও পড়ুন-ISL শুরুর ৩দিন আগেও চোট চিন্তায় মোহনবাগান! মুম্বই ম্যাচে নে♔ই ম্যাকলারেন! ফুল ফিট নন রদ্রিগেজও…
আগামী দুই রেজিস্ট্রেশন পিরিয়ড বা উইন্ডোর জন্য ইস্টবেঙ্গল ক্লাবের ফুটবলার সই করানোর ওপরেও রাশ টানা হল, ফলে লালহলুদ কোনও ফুটবলারকে সই করাতে পারবে না। এছাড়াও পিএসসির তরফে জানানো হয়েছে মোহনবাগান ১২🔯.৯ কোটি টাকা ক্ষতিপূরণ পাবে, যেটা আনোয়ার আলির পাশাপাশি ইস্টবেঙ্গল ক্লাব এবং দিল্লি এফসিকে মিটিয়ে দিতে হবে।
আরও পড়ুন-Nations League- ইজরায়েলের মাঠে দুরন্ত জয় ইত🎀ালির! আজ মুখোমুখি জার্মানি-নেদারল্যান্ডস! নামছে ইংল্যান্ডও…
ইতিমধ্যেই ইস্টবেঙ্গল ক্লাবও আসরে 🦩নেমে পড়েছে। তাঁꦯরা এআইএফএফের প্লেয়ার্স স্ট্যাটাশ কমিটির এই রায়ের বিরুদ্ধে আবেদন জানাতে চলেছে। প্রাথমিকভাবে এই রায়ের ওপর স্থগিতাদেশ চাইবে লালহলুদ। আগেই দিল্লি এফসির কর্ণধার জানিয়েছিলেন পিএসসির সিদ্ধান্ত যাই হোক না কেন, সব পক্ষের কাছেই রাস্তা খোলা থাকছে সেই রায়ের বিরুদ্ধে আবেদন করার উচ্চতর ক্ষেত্রে। ফলে আনোয়ার,দিল্লি এফসিও ইস্টবেঙ্গলের মতোই এই রায়ের বিরুদ্ধে আবেদন করতে চলেছে। এসবের মধ্যে অবশ্য সব থেকে বেশি ক্ষতি হল ইস্টবেঙ্গলেরই। কারণ একজন ফুটবলারের জন্য অযথা ট্রান্সফার ব্যানের মুখে পড়তে হল লালহলুদকে। আর দলের খেলোয়াড়দের যদি ফোকাস নষ্ট হয়, সেটাও খারাপ বিষয়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।