গলায় জড়িয়ে সবুজ-মেরুন পতাকা। তা নিয়েই হাসিমুখে বলে উঠলেন, ‘জয় মোহনবাগান’। তারপর চুমু খেয়ে নিলেন সেই ঐতিহাসিক সবুজ-মেরুন পতাকায়। মোহনবাগান সুপার জায়েন্টসের হয়ে সই করার পরে প্রথম দর্শনে এভাবেই সবুজ-মেরুন সমর্থকদের মন জয় করে নিলেন ভারতের তারকা সেন্টার ব্🔯যাক আনোয়ার আলি। যিনি ভারতের জার্সি পরে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে খেলেছিলেন। সিনিয়র জাতীয় দলেরও তারকা হয়ে উঠেছেন। সেই আনোয়ার মোহনবাগানে যোগ দেওয়ার জানালেন, কলকাতার দলের জার্সি পরে খেলার স্বপ্ন ছিল। সামনে থেকে কলকাতার সমর্থকদের ভালোবাসা, আবেগ সিক্ত হতে চেয়েছিলেন। তাই মোহনবাগানে যোগ দিয়েছেন বলে জানান আনোয়ার।
এবার যে ভারতের তারকা ডিফেন্ডার আনোয়া🎶র মোহনবাগানে যোগ দিতে চলেছেন, তা নিয়ে দীর্ঘদিন ধরেই কানাঘুষো চলছিল। শেষপর্যন্ত ১৯১১ সালে মোহনবাগানের আইএফএ শিল্ড জয়ের মাসে আনুষ্ঠানিকভাবে সেই ঘোষণা করা হয়। তবে কত বছরের চুক্তি হয়েছে, চুক্তির অঙ্ক কত, তা আপাতত সরকারিভাবে কি▨ছু জানানো হয়নি। সংশ্লিষ্ট মহলের ধারণা, ভারতের অন্যতম প্রতিভাবান ডিফেন্ডারকে নিশ্চয়ই বড় সময়ের জন্য নেবে না মোহনবাগান।
আরও পড়ুন: ফেরান্দোর কাজে নাক গলাবেন না হাবাস, এমনই দাবি মোহনবাগানের, তাতেও চাপ🏅ে থাকবেন জ💝ুয়ান
আর মোহনবাগানে যোগ দেওয়ার স্পোর্টসস্টারে ২২ বছরের ভারতীয় তারকা আনোয়ার বলেছেন, ‘প্রত্যেক🐟 ভারতীয় ফুটবলারের কলকাতায় খেলার স্বপ্ন থাকে। আমার শুধু কলকাতায় খেলার স্বপ্ন ছিল না, আমি কলকাতার দলের জার্সি পরে খেলতে চেয়েছিলাম। আমি শহরের সমর্থ൩কদের ভালোবাসা অনুভব করতে চাই। তাই আমি মোহনবাগানের হয়ে স্বাক্ষর করার সিদ্ধান্ত নিয়েছি।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।