ভারতসেরার স্বপ্নপূরণ হয়েছে (এটিকে মোহনবাগান হিসেবে)। এবার মোহনবাগান সুপার জায়েন্টসকে এশিয়ার সেরা দল করে তুলতে চান মালিক সঞ্জীব গোয়েঙ্কা। আর সেই লক্ষ্যপূরণের জন্য কোনও খামতি রাখতে চান না। লক্ষ্যপূরণের প্রথম ধাপ হিসেবে একাধিক প্রথমসারির আর্মান্দো সাদিকু, জেসন কামিংসের মতো খেলোয়াড়দের দলে নেওয়া হয়েছে। তবে সেখানেই থামতে চান না গোয়েঙ্কা। তাই এশিয়ার সেরা দল হওয়ার জন্য সেরা-সেরা খেলোয়াড়দের দলে নিতে ‘ফ্রি-হ্যান্ড’ দিয়েছেন। একটি রিপোর্ট অনুযায়ী, এশিয়ার সেরা দল করে তোলার জন্য ম্যানেজমেন্টকে ‘অল-আউট’ ঝাঁপাতে বলেছ🧜েন মোহনবাগানের মালিক। তিনি স্পষ্ট বলে দিয়েছেন যে টাকা নিয়ে কোনও সমস্যা হবে না। বরং মোহনবাগানকে এশিয়ার চ্যাম্পিয়ন করত🉐ে সেরা দল গঠনের বার্তা দিয়েছেন গোয়েঙ্কা।
এবার বেশ শক্তিশালী দল গড়ছে মোহনবাগান। ইতিমধ্যে অস্ট্রেলিয়ার তারকা কামিংস এবং ২০১৬ সালে ইউরো চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়া আলবানিয়ার তারকা সাদিকুকে 💧দলে নিয়ে নিয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। কামিংস এবং সাদিকুকে দলে নেওয়ার ফলে মোহনবাগানের আক্রমণভাগ অত্যন্ত শক্তিশালী হয়ে উঠবে। গতবার আক্রমণভাগের ‘রোগ’-এ ভুগতে হয়েছিল সবুজ-মেরুন ব্রিগেডকে, তা এবার সেরে যাবে বলে সংশ্লিষ্ট মহলের বক্তব্য। শুধু তাই নয়, সার্বিকভাবে আরও একাধিক তারকাকে দলে নেওয়ার চেষ্টা করছে🍰 মোহনবাগান।
আরও পড়ুন: Mohun Bagan Transfer News: জেসন কামিংস🌼 দলে আসতেই মোহনবাগান ছাড়তে চলেছ🦩েন লিস্টন কোলাসো! রিপোর্ট
আর সেই যে একাধিক তারকাকে দলে নিচ্ছে মোহনবাগান, সেটার পিছনে গোয়েঙ্কার স্পষ্ট নির্দেশ আছে। সংবাদমাধ্যম এক্সট্রা টাইমের প্রতিবেদন অ✅নুযায়ী, মরশুম শুরুর আগে থেকেই মোহনবাগানের লক্ষ্যটা স্পষ্ট করে দিয়েছেন গোয়েঙ্কা। বাগান ম্যানেজমেন্টকে নির্দেশ দিয়েছেন যে ভারতসেরা হয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। এবার মোহনবাগানকে এশিয়ার চ্যাম্পিয়ন করতে চান। সেজন্য ভালো-ভালো খেলোয়াড়দের নিতে হবে। যাঁরা এশিয়ার সেরা দলগুলির সঙ্গে টক্কর দিতে পারবেন। তাঁদের হারিয়ে দিতে পারবেন। আর সেরা খেলোয়াড়দের নেওয়ার জন্য বাগান ম্যানেজমেন্টকে অল-আউট ঝাঁপাতে বলেছেন। সেজন্য টাকার কোনও অভাব হবে না বল༺েও জানিয়েছেন তিনি।
তবে এশিয়ার সেরা কাজটা খুব একটা সহজ নয় মোহনবাগানের পক্ষে। কারণ যোগ্যতা-অর্জন পর্বের গণ্ডি পেরিয়ে মোহনবাগানকে মূলপর্বে উঠতে হবে। সেজন্য আগামী ১৫ অগস্ট মাঠে নামতে হবে। নেপালের মাচিন্দ্রা এফসি এবং ভুটানের পারো এফসির জয়ী দলের বিরুদ্ধে খেলবে মোহনবাগান। সেই ম্যাচে জিতলে বাংলাদেশের আবাহনী ঢ🌞াকা এবং মলদ্বীপের ইগলসের মধ্যে যে দল জয়ী হবে, সেই দলের বিরুদ্ধে সবুজ-মেরুন ব্রিগেড। সেই ম্যাচ জিতলে গ্রুপপর্বে খেলার টিকিট পাবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।