HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমত⭕ি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > ATKMB vs HFC: ৯১ মিনিটে সিভেরিয়োর নাটকীয় গোলে শীর্ষে পৌঁছনোর স্বপ্নভঙ্গ সবুজ-মেরুনের

ATKMB vs HFC: ৯১ মিনিটে সিভেরিয়োর নাটকীয় গোলে শীর্ষে পৌঁছনোর স্বপ্নভঙ্গ সবুজ-মেরুনের

২-২ গোলে ম্যাচ ড্র করে ইতিহাসে প্রথমবার লিগ তালিকার শীর্ষে পৌঁছে গেল হায়দরাবাদ।

 হায়দরাবাদ ম্যাচে বল দখলের লড়াইয়ে জনি কাউকো। ছবি- টুইটার (@IndSuperLeague)।

১৩ সেকেন্ডেই ডেভিড উইলিয়ামসের গোলে পিছিয়ে পড়ার পর, অমরিন্দরের ভুল থেকে বার্থোলোমিউ ওগবেচের গোলে সমতায় ফেরে হায়দরাবাদ। প্রথমার্ধ শেষে স্কোর ছিল ১-১। দ্বিতীয়ার্ধে ৬৪ মিনিটে ফের লিড নিয়ে নেয় সবুজ-মেরুন। প্রথমে জনি কাউকো গোলদাতা হিসেবে ঘোষণা করা হলেও পরে আশিস রাইয়ের আত্মঘাতী গোল হিসাবেই তা স্কোরবোর্ডে লেখা হয়। এরপর ৯১ মিনিটে হাভিয়ের সিভেরিয়োর গোলে মোহনবাগানের জয়ের আশা ভঙ্গ হয়। ২-২ স্কোরলাইনে ম্যাচ ড্র করে প্রথমবার আইএসএলের ইতিহাসে লিগ তালিকায় শীর্ষে পৌঁছ🎐ে গেল নিজামের শহরের দল হায়দরাবাদ এফসি।

05 Jan 2022, 09:56 PM IST

৯১ মিনিটে সমতায় ফিরে উচ্ছ্বাস হায়দরাবাদ ফুটবলারদের

05 Jan 2022, 09:56 PM IST

ম্যাচে ২-১ এগিয়ে গিয়ে এটিকে মোহনবাগান ফুটবলাদের উচ্ছ্বাস

05 Jan 2022, 09:45 PM IST

ম্যাচ শেষ 

দুই উচ্চস্তরের দলের মধ্যে ৯০ মিনিট টানটান ম্যাচ শেষে স্কোর ২-২। দ্বিতীয়ার্ধে এটিকে মোহনবাগান 💖বেশি ভাল খেললেও হায়দরাবাদ নিজেদের সুযোগ কাজে লাগ🌺াতে সক্ষম হয়।

05 Jan 2022, 09:43 PM IST

৯০+১ মিনিট- সমতায় ফিরল হায়দরাবাদ

ম্যাচে সাবস্টিটিউট হিসেবে মাঠে নামা সিভেরিয়ো সম্ভবত নিজের প্রথম টাচেই দুরন্ত হেডারে গোল করলেন। ♒আরেক স্বদেশীয় তিরিকে মাত দিয়ে নিখুঁত রান নিয়ে হেডে বল জালে জড়িয়ে দেন ২৪ বছরে🏅র স্প্যানিয়ার্ড। অ্যাসিস্ট প্রদান করেন আকাশ মিশ্রা।

05 Jan 2022, 09:39 PM IST

অতিরিক্ত পাঁচ মিনিট

৯০ মিনিট শেষে অতিরিক্ত পাঁচ মিনিট যোগ করা হল।

05 Jan 2022, 09:39 PM IST

৯০ মিনিট- সবুজ-মেরুনের পরিবর্তন

লিস্টন কোলাসোর বদলে এটিকে মোহনবাগানের হয়ে মাঠে নামলেন শুভꦉাশিস বসু।

05 Jan 2022, 09:35 PM IST

৮২ মিনিট- অমরিন্দরের ভাল সেভ

হুয়ানানের হেডার ডান দিকে ঝাঁপিয়ে বেশ ভাল স♒েভ করেন অমরিন্দর।

05 Jan 2022, 09:32 PM IST

৭৭ মিনিট- হায়দরাবাদের পরিবর্তন

জাও ভিক্টরের বদলে হাভি সিভেরিয়ো মাঠে নামলেন।

05 Jan 2022, 09:29 PM IST

৭৭ মিনিট- সুযোগ নষ্ট

পেনাল্টি বক্সের বাইরে থেকে আকাশ মিশ🐭্রার শট গোলের অনেকটাই ওপর দিয়ে চলে যায়।

05 Jan 2022, 09:27 PM IST

৭৪ মিনিট- এটিকে মোহনবাগানের বদল

গোলদাতা উইলিয়ামসের বদলে মাঠে নামলেন রয় কৃষ্ণ।

05 Jan 2022, 09:26 PM IST

৭১ মিনিট- সবুর্ণ সুযোগ নষ্ট কোলাসোর

উইলিয়ামসনের সঙ্গে দারুণ ওয়ান-টু খেলে গোলকিপার কাট্টিমানির সঙ্গে ♔এক-একে গোল করার সুযোগ পেয়েছিলেন কোলাসো। তবে বাঁ-দিক থেকে তাঁর বাঁখ খাওয়ানো শট অল্পে🧸র জন্য গোলের বাইরে চলে যায়।

05 Jan 2022, 09:26 PM IST

৭০ মিনিট- হায়দরাবাদের জোড়া পরিবর্তন

অনিকেতের জায়াগায় মাঠে নামলেন রোহিত দানু☂ ও নিখিল পূজারির বদলে এলেন সত্যসেন সিং।

05 Jan 2022, 09:10 PM IST

৬৪ মিনিট- গোওওওওললললল

ভারতীয় ফুটবলে প্রথম গোল জনি কাউকোর। বক্সের ডান দিক থেকে ডেভিড উইলিয়ামসের ক্রস থেকে মাপা হেডারে কাট্টিমানি🍎কে পরাস্ত করেন কাউকো। ২-১ গোলে এগিয়ে গেল এটিকে মোহনবাগান।

05 Jan 2022, 09:10 PM IST

৬৩ মিনিট- মনবীরের ভাল প্রচেষ্টা

ডান দি🔥ক থেকে ভাল স্কিল দেখিয়ে মনবীর সিং নিজের জন্য জায়গা তৈরি করলেও, তা🥃ঁর বাঁ-পায়ের শট অল্পের জন্য গোলের বাইরে দিয়ে চলে যায়।

05 Jan 2022, 09:04 PM IST

৬০ মিনিট- ম্য়াচের স্কোর ১-১

দ্বিতীয়ার্ধের প্রথম ১৫ 🤪মিনিটে খুব বড💛় সুযোগ তৈরি করতে দুই দলই ব্যর্থ হয়েছে।

05 Jan 2022, 08:58 PM IST

৫১ মিনিট- শট বল্ক

বক্সে🔯র বাইরে থেকে জনি কাউকোর শট রুখে দেয় হায়দরাবাদ ডিফেন্স।

05 Jan 2022, 08:56 PM IST

দ্বিতীয়ার্ধের খেলা শুরু

দ্বিতীয়ার💮্ধের শুরুতেই এটিকে মোহনবাগানের বদল। দীপক টাংরির বদলে মাঠে ন🅘ামলেন লেনি রডরিগেজ।

05 Jan 2022, 08:53 PM IST

প্রথমার্ধে আহত হয়ে মাঠ ছাড়েন ম্যাকহিউ

05 Jan 2022, 08:46 PM IST

প্রথমার্ধের খেলা শেষ

১২ সেকেন্ডেই ডেভিড উইলিয়ামসের গোলে পিছিয়ে পড়ার পর, অমরিন্দরের ভুল থেকে বার্থোলোমিউ ওগবেচের গোল൩ে সমতায় ফেরে হায়দরাবাদ। প্রথমার্ধ শেষে স্ক🍸োর ১-১।

05 Jan 2022, 08:43 PM IST

৪৫+১৪ মিনিট- জোড়া হলুদ কার্ড

প্রতিআক্রমণ থেকে হু হু বল পায়ে হায়দরাবাদের গোলের দিকে ছুটছিলেন হুগো বৌমাস। ডিফেন্সে হায়দরাবাদের তুলনায় আক্🎶রমণে ♑এটিকে মোহনবাগানের ফুটবলারজের সংখ্যা বেশি ছিল। গোলের বড় সুযোগ তৈরি হতে পারে আন্দাজ করে বৌমাসের শার্ট টেনে ধরেন আশিস রাই। অবধারিত হলুদ কার্ড ছিলই তাঁর ভাগ্যে। তবে চতুর্থ অফিসিয়ালের পরামর্শে বৌমাসকেও তাঁর সেই ফাউলের পরে প্রতিক্রিয়ার জন্য হলুদ কার্ড দেখানো হয়।

05 Jan 2022, 08:38 PM IST

৪৫+১২ মিনিট- শট ব্লক

বক🦄্সের বাইরে থেকে জাও ভিক্টরের শট সহজেই রুখে দেয় মোহনবাগান ডিফেন্স।

05 Jan 2022, 08:38 PM IST

৪৫+১১ মিনিট- সুযোগ নষ্ট

বাঁ-দিক থেকে꧋ গতির প্রদর্শন করে লিস্টন কোলাসো গোলের কাছাকাছি পৌঁছে শট নিলেও তাঁর পক্ষে মুশকিল কোণা থেকে গোল করা প্রায় অসম্ভব ছিল।

05 Jan 2022, 08:38 PM IST

৪৫+১০- উইলিয়ামসের হলুদ কার্ড

ম্য🐷াচের দ্বিতীয় সবুজ-মেরুন ফুটবলার হিসেবে বাজে ফাউল করে হলুদ কার্ড দেখলেন ডেভিড উইলিয়া��মস।

05 Jan 2022, 08:33 PM IST

৪৫+৬ মিনিট- এটিকে মোহনবাগানের সাবস্টিটিউশন

আহত𝔉 ম্যাকহিউয়ের বদলে মাঠে নামলেন জনি কাউকো। অ্যাম্বুলেন্সে করে মাঠ ছ🎉াড়তে বাধ্য হয়েছেন ম্যাকহিউ। তবে আইরিশ মিডফিল্ডার নিজের পায়ে দাঁড়িয়ে অ্যাম্বুলেন্সে উঠেছেন, যা ইতিবাচক সংকেত।

05 Jan 2022, 08:29 PM IST

ইনজুরি টাইম হিসেবে অতিরিক্ত আট মিনিট যোগ করা হল

ম্যাকহিউ এখনও উঠে দা🉐ঁড়াতে পারেননি। ইতিমধ্যেই মাঠে অ্যꩲাম্বুলেন্সও চলে এসেছে। ইনজুরি টাইম হিসেবে আট মিনিট যোগ করা হয়েছে।

05 Jan 2022, 08:25 PM IST

আহত ম্যাকহিউ

হায়দরাবাদের সেট পিস থেকে পেনাল্টি বক্সের বাইরে মাথায় মাথায় সংঘর্ষ হয় 🐠ওগবেচে এবং কার𓆉্ল ম্যাকহিউয়ের। ওগবেচে উঠে পড়লেও ম্যাকহিউ মাঠেই শুয়ে থাকেন। দ্রুত এটিকে মোহনবাগানের মেডিক্যাল স্টাফ মাঠে ছুটে আসেন।

05 Jan 2022, 08:20 PM IST

৩৯ মিনিট- হলুদ কার্ড

প্রতিআক্রমণ রুখতে গিয়ে প্রতিপক্ষ ফুটবলারের জার্সি টেনে ধরায় হলুদ কার্ড দেখলেন সবুজ-মেরুনের আ♉শুতোষ মেহেতা।

05 Jan 2022, 08:16 PM IST

৩৭ মিনিট- শট সেভ

গোলের বেশ দಌূর থেকে হুয়ানানের হেডার সহজেই সেভ করে দেন অমরিন্দর।

05 Jan 2022, 08:13 PM IST

৩৫ মিনিট- শট ব্লক

বক্সের বাইরে থেকে ডেভিড উইলিꦕয়ামসের শট বল্ক করে﷽ দেয় হায়দরাবাদ ডিফেন্ডাররা।

05 Jan 2022, 08:11 PM IST

২৯ মিনিট- হলুদ কার্ড

বাজে ফাউল করে হলুদ কার্ড দেখলেন ওগবেচে।

05 Jan 2022, 08:08 PM IST

২৭ মিনিট- শট মিস

বক্সের বাইরে থেকে দীপক টাংরির শট অল্পেꦰর জন্য গোলের বাইরে দিয়ে বেরি🧸য়ে যায়।

05 Jan 2022, 08:02 PM IST

২৫ মিনিট- ফের ভুল অমরিন্দের

আজ অমরিন্দের মনসংযোগ একেবারেই সঠিক জায়গায় নেই বলে মনে হচ্ছে। সহজ ব্যাক পাস ক্লিয়ার ক൩রতে গিয়ে তিনি বক্সের ধারে দাঁড়ানো ওগবেচের পায়ে বল জমা দেন। ভাগ্যবশত ওগবেচের দুর্বল শট সোজা অমরিন্দরের হাতেই চলে যায়।

05 Jan 2022, 07:58 PM IST

১৯ মিনিট- একটুর জন্য বাঁচল এটিকে মোহনবাগান

ওগবেচে গোল করার প্রায় সঙ্গে সঙ্গেই হায়দরাবাদকে এগিয়ে দেওয়ার সু🅰যোগ পেয়েছিলেন অনিকেত যাদব। তবে তিনি নেটের সাইডে বল মারেন।

05 Jan 2022, 07:53 PM IST

১৮ মিনিট-  অমরিন্দরের ভুলে সমতায় ফিরল হায়দরাবাদ 

ফের ক্রস থেকে বল ক্লিয়ার করতে ব্যর্থ হয় মো♊হনবাগান। তিরির হেডার দূরে যাওয়ার বদলে বক্সের মধ্যেই উপরে উঠে যায়। তারপর অমরিন্দর যা করলেন, তা স্বপ্নেও কেউ ভাবতে পারবেন। একদম সহজ বল কোনো চ্যালেঞ্জ ছাড়াই দস্তানাবদ্ধ করতে ব্যর্থ হন সবুজ-মেরুন গোলরক্ষক। বল পেয়ে ফাঁকা গোলে বল জড়িয়ে দেন হায়দরাবাদ ট্যালিসমান বার্থোলোমিউ ওগবেচে।

05 Jan 2022, 07:48 PM IST

৬ মিনিট- অনিকেতের জঘন্য মিস

ক্রস থেকে বক্সের মধ্যে বল ক্লিয়ার করতে গি🐻য়ে একেবারে ব্যর্থ হয় এটিকে মোহনবাগান। গোলের একেবারে সামনে 🃏বল জালে জড়িয়ে হায়দরাবাদকে ম্যাচে ফেরানোর সুবর্ণ সুযোগ পেলেও অনিকেত যাদব অবিশ্বাস্যভাবে বল গোলের বাইরে মারেন।   

05 Jan 2022, 07:43 PM IST

ইতিহাস সৃষ্টি উইলিয়ামসের

কৃষ্ণকে বসিয়ে এই ম্যাচে ডেভিড উইলিয়ামসকে সুযোগ দিয়েছিলেন জুয়ান ফেরান্দো। সুযোগ পেয়েই ইতিহাস গড়লেন অজি স্ট্রাইকার। মাত্র ১৩ সেকেন্ডে আইএসএল ইতিহাসের দ্র😼ুততম গোল করে সবুজ-মেরুনকে এগিয়েꦚ দিলেন উইলিয়ামস।

05 Jan 2022, 07:09 PM IST

দল ঘোষণা

এটিক মোহ༒নবাগান দলে দুইটি পরিবর্তন। রয় কৃষ্ণকে ছাড়াই মাঠে নামছে সবুজ-মেরুণ। শুভাশিস বসুর জায়গায় দলে এলেন প্রবীর দাস। হায়দরাবাদ দলে মাত্র একটি পরিবর্তন। নিম দর্জে তামাংয়ের বদলে রাইট ব্যাকে প্রথম এগার𝐆োয় সুযোগ পেলেন আশিস রাই। 

05 Jan 2022, 06:43 PM IST

পৌঁছে গিয়েছেন কৃষ্ণরাও

05 Jan 2022, 06:43 PM IST

মাঠে উপস্থিত হায়দরাবাদ দল

05 Jan 2022, 06:40 PM IST

হায়দরাবাদের সাম্প্রতিক ফর্ম

গত সাত ম্যাচে অপꦐরাজিত নিজামের শহরের দল। গোয়া এবং ইস্টবেঙ্গলের সঙ্গে ড্রয়ের পর ওড়িশাকে হাফ ডজন গোল হারিয়েছে হায়দরাবাদ এফসি। লিগের কৃপণতম ডিফেন্স এখনও অবধি মাত্র সাতটি গোল খেয়েছে। কোনো ম্যাচেই একাধিক গোল খেতে হয়নি তাদের। উপরন্তু, শেষ চার ম্যাচে পাঁচ গোল এসেছে দলের ট্যালিসমান বার্থোলোমিউ ওগবেচের পা থেকে। বর্তমানে আট ম্যাচে চার জয় ও তিনটি ড্রয়ের জেরে ১৫ পয়েন্ট নিয়ে লিগ তালিকার দুই নম্বরে রয়েছে হায়দরাবাদ।

05 Jan 2022, 06:33 PM IST

মোহনবাগানের সাম্প্রতিক ফর্ম

দলের রিমোট কন্ট্রোল হাতে নিয়েই কামাল দেখাꦑচ্ছেন নতুন সবুজ-মেরুন কোচ জুয়ান ফেরান্দো। নর্থ ইস্ট ইউনাইটেড এবং এফসি গোয়াকে পর পর দুই ম্যাচে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে রয় কৃষ্ণরা। বর্তমানে আট ম্যাচে চার জয় ও দুই ড্র এবং সমসংখ্যাক হারের সুবাদে ১৪ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় চার নম্বরে রয়েছে এটিকে মোহনবাগান।

Latest News

২৭ কোটির উচ্ছ্বাসে নয়, DC-কে বিদায় জানাতে আবেগে 🍸ভাসলেন পন্ত, চোখ ভিজবে সমর্থকদ𒁏ের ‘ওরকম সাদা শাড়ি…’! হবে না কন্যাদান, রুবেলকে বিয়ে-বউভাতের๊ স൲াজ কেমন, ফাঁস শ্বেতার পন্টিংয়ের ক﷽াঁধে হাত দি✨য়ে PBKS-র মালিক! বিরক্ত হেড কোচ? ভাইরাল ছবি, কটাক্ষ নেসকে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ৯ পুলিশকর্মী সাসপ▨েন্ড, কোপ সিভিক ভলান্টিয়ারদের উপরও 'ভোট দিয়ে যারা সরকার গড়েছে বেলডাঙায় সেই নিরপরাধꦅ যুবকদের গ্রেফতার করেছে পুলিশ' কেন এমন সেলিব্রেশন করেন? আপনার অতীতটা কী? যশস্বীকে নিয়ে বাড়ছে 🐷বিশ্বের আগ্রহ দুর্বারের হাত ধরে ঘরছাড়া শ𝄹িঞ্জিনী! নেপথ্যে BMS-এর উন্মেষ! ‘ভূতমুখী’তে বড় চমক শোতে ইমন-সো꧒মলতার সাক্ষাৎকার নেওয়া হলেও উপেক্ষিত 🌞উজ্জয়িনী! প্রতিবাদ লগ্নজিতার চণ্ডীগড়🉐ে বাদশার পানশালার বাইরে বোমা বিস্ফোরণ! বাবা সিদ্দিকির পর নিশানায় ဣগায়ক? ৬০০০ কোটি খরচে চালু 'ওয়ান নেশন,ওয়ান সাবস্ক্রিপশন' প্রকল্প, লাভবান 🥀হবে কারা?

Women World Cup 2024 News in Bangla

AI দিয়ে মহিলা ক্রিকেটারদের সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং অনেক🥀টাই কমাতে পা🐠রল ICC গ্রুপ স্টেজ থেকে বিদায় নিলেও IC♕Cর সেরা মহিলা একাদশে ভারতের হরমনপ্রীত! বাকি কারা? বিশ্বকাপ জিতে নিউজিল্যান্ডের 🐽আয় সব থেকে বেশি, ভারত-সহ ১০টি দল কত টাকা হাতে পেল? অ☂লিম্পিক্সে বাস্কেটবল খেলেছেন, এবার নিউজিল্যান্ডকে T20 বিশ্বকাপ জেতালেন এই তারকা ꦐরবিবারে খেলতে চান না বলে 🉐টেস্ট ছাড়েন দাদু, নাতনি অ্যামেলিয়া বিশ্বকাপের সেরা বিশ্বচ্যাম্প🃏িয়ন হয়ে কত🐬 টাকা পেল নিউজিল্যান্ড? টুর্নামেন্টের সেরা কে?- পুরস্কার মুখোমুখি লড়াইয়ে পাল্লা ভারি নিউজিল্যান্ডের, বিশ্বকাপ ফাইনাল𓃲ে ইতি꧟হাস গড়বে কারা? ICC T20 WC ইতিহাসে প্রথমবার অস্ট্রেলি⛄য়াকে হারাল দক্ষিণ আফ্রিকা জেমিমাকে দেখতে পারে! নেতৃত্বে হরমন-স্মৃতি নয়, তারুণ্যের জয়গাꦍন মিতালির ভিলেন নেট রান-রেট, ভালো খেলেও বিশ্বকাপ থেকে ছিটক🔜ে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন নাইট

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.
প্রচ্ছদ ছবিঘর দেখতেই হবে ২২ গজ