চুরি নয়, ডাকাতি- কাতারে ভারতের সঙ্গে ‘ডাকাতি’ হল। তাও পাড়ার কোনও ফুটবল ম্যাচে নয়, ফিফা বি☂শ্বকাপের যোগ্যতা-অর্জন পর্বের ম্যাচে সেরকম ‘ডাকাতি’ হল। যে বলটা স্পষ্টতই মাঠের বাইরে বেরিয়ে গিয়েছিল, সেটায় গোল দিলেন রেফারি। তিনি ছাড়া সম্ভবত সবাই জানতেন যে বলটা মাঠের বাইরে বেরিয়ে গিয়েছিল। তারপর কাতারের খেলোয়াড় আহমেদ আলায়েদিন বলটা ভিতরের দিকে ঠেলে দেন। যে বল থেকে গোল করে যান ইউসুফ আয়মেন। আলায়েদিন এবং আয়মেনের মুখভঙ্গি দেখেই স্পষ্ট বোঝা গিয়েছিল যে তাঁরা জানতেন, বলটা মাঠের বাইরে চলে গিয়েছে। সম্ভবত তাঁরাও ভাবতে পারেননি যে রেফারি ভালোবাসায় মুড়িয়ে তাঁদের এত বড় ‘উপহার’ দেবেন। কারণ ওই গোলের সুবাদেই ম্যাচে কামব্যাক করে কাতার। আর শেষপর্যন্ত ২-১ গোলে ভারতকে হারিয়ে দেয়। সেই হারের ফলে স্বপ্নভঙ্গ হল ভারতের।
‘ডাকাতি’ গোল কাতারের
মঙ্গলবার কাতারের বিরুদ্ধ🍃ে লালিয়ানজুয়ালা ছাংতের ৩৭ মিনিটের গোলে এগিয়ে যায় ভারত। ১-০ এগিয়ে থেকেই বিরতিতে যায় টিম ইন্ডিয়া। তারপরও প্রায় ৩০ মিনিট লিড ধরে রেখেছিল। কিন্তু ৭৩ মিনিটে রেফারির ডাকাতি এবং কাতারের খেলোয়াড়দের নির্লজ্জতায় খেলায় সমতায় ফিরে আসে। যাঁরা স্পোর্টসম্যানশিপ তো দূর অস্ত, ফুটবলের আইনকেও বুড়ো আঙুল দেখান।
আরও পড়ুন: Mohun Bagan new head coach: ATK-র প্রাক্তনীকে হেড কোচ করল মোহনবাগান! দায়িত্🔴বে থাকছেন না হাবাস
কাতারের ‘ডাকাতি’-র ধারাটা শুরু হয়েছিল বক্সের বাইরে থেকে নেওয়া একটি ফ্রি-কিক থেকে। বক্সের বাইরে ডানদিক একটা নির্বিষ ফ্রি-কিক নেয় কাতার। বলটা বাড়ানো হয় বক্সের বাঁ-দিকে দাঁড়িয়ে থাকা কাতারের খেলোয়াড় আয়মেনের দিকে। মেহতাব সিং বলটার নাগাল পাননি। আয়মেন একটা নির্বিষ হেডার করেন। প্রথম পোস্টে গুরপ্রীত সিং সান্ধুর দিকে বলটা যায়। বলটা তাঁর ধরা উচিত ছিল। তিনি ধরতে না পারলেও বলটা মাঠের বাইরে চলে যায়। পরিষ্কার বলের পুরো অংশটা মাঠের 🌺বাইরে ছিল।
আরও পড়ুন: India vs Qatar, FIFA WC Qualifiers: বিতর্কিত গোলে কপাল পুꦗড়ল, ১-২ হ🔴েরে স্বপ্নভঙ্গ হল ভারতের
তারইমধ্যে কাতারের আলায়েদিন বলট🎶া ঠেলে দেন ভিতরের দিকে। আর তারপর ছোট্ট টোকায় বলটা জালে জড়িয়ে দেন আয়মেন। প্রাথমিকভাবে তাঁরা যখন সেই কাজটা করেন, তখন সম্ভবত নিজেরাও ভাবেননি যে ওটায় গোল দেবেন রেফারি। আয়মেন তো দুলকি চালে নিজেদের অর্ধে ফিরে যাচ্ছিলেন। আলায়েদিন মিইয়ে-মিইয়ে গোলের আবেদন করেন। আর গোল দিয়ে দেন রেফারি। তারপর কাতারের খেলোয়াড়রা উচ্ছ্বাস প্রকাশ করতে থাকেন। ভারতীয় খেไলোয়াড়রা প্রতিবাদ করলেও কোনও লাভ নেই।
নেটিজেনদের প্রতিক্রিয়া
সেই ‘ডাকাতি’ গোলে রীতিমতো চটে গিয়েছেন নেটিজে🔴নরা। এক নেটিজেন বলেন, ‘জঘন্য। জঘন্য। এটা ফিফা বিশ্বকাপের যোগ্যতা-অর্জন পর্বের ম্যাচ!! ছি! ছি!’ অপর এক নেটিজেন বলেন, ‘ভার নেই। কোনও স্পোর্টসম্যানশিপ নেই। রেফারির কোনও ম🌠ান নেই। জঘন্য। ভয়ংকর।’ একইসুরে অপর এক নেটিজেন বলেন, ‘ভারতীয় দলের বিরুদ্ধে পুরোপুরি চিটিং হল। বলটা পরিষ্কার মাঠের বাইরে ছিল।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।