শুক্রবার বিশ্বকাপের আটটি স্টেডিয়ামে ‘অ্যালকোহ🐭লিক’ বিয়ার বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। টুর্নামেন্ট শুরুর মাত্র দু’দিন আগেই ফিফার তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশে ফুটবল বিশ্বকাপ চলাকালীন বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্বকাপে অনুষ্ঠিত হতে যাওয়া ৬৪টি ম্যাচ চলাকালীন ‘অ্যালকোহল’ ফ্রি বিয়ার বিক্রি করা হবে বলে জানান হয়েছে।
আরও পড়ুন… ১২৮ বছর পরে অলিম🦩্পিক্🥃সে ক্রিকেট! জেনে নিন কতগুলো দল, কোন ফর্ম্যাটে খেলবে?
ফিফা এক বিবৃতিতে বলেছে, ‘আয়োজক দেশের কর্মকর্তাদের এবং ফিফার মধ্যে আলো💮চনার পর, স্টেডিয়ামের সামনে থেকে বিয়ার বিক্রি সরিয়ে দেওয়া হয়েছে। ফিফা ‘ফ্যান ফেস্টিভ্যাল’, অন্যান্য ফ্যান ভেন্যু এবং লাইসেন্সপ্রাপ্ত ভেন্যুতে নন অ্যালকোহলযুক্ত পানীয় বিক্রির অনুমতি দেওয়া হবে৷’ অ্যালকোহলযুক্ত বিয়ার বিক্রির দিকে বাড়তি মনোযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফিফা ও আয়োজক দেশ।
আরও পড়ুন… ICC T20 WC 2022: চাহালকে কেꦰন একটা ম্যাচও খেলায়নি রোহিত-রাহুল? উত্তর দিলেন ডিকে
শ্যাম্পেন, ওয়াইন, হুইস্কি এব൩ং অন্যান্য 'অ্যালকোহল' স্টেডিয়ামের 'লাক্সারি আতিথেয়তা এলাকায়' পরিবেশন করা হবে না। এই ভেন্যুগুলির বাইরে নিয়মিত টিকিটধারীদের কাছে যে বিয়ার বিক্রি হবে সেটিকে নন অ্যালকোহলিক হতে হবে। বিশ্বকাপ বিয়ার স্পনসর বুডওয়েজারের মূল সং🌌স্থা এবি ইনবেভ, মন্তব্যের জন্য অনুরোধের সঙ্গে সঙ্গে সাড়া দেয়নি। AB InBev প্রতিটি বিশ্বকাপে বিয়ার বিক্রির 'একচেটিয়া' অধিকারের জন্য প্রায় ৭৫ মিলিয়ন ডলার প্রদান করে এবং ভক্তদের জন্য যুক্তরাজ্য থেকে কাতারে প্রচুর স্টক পাঠিয়েছে। কিন্তু এবার তারা সমস্যায় পড়েছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।