রবিবার আলাভেসের বিরুদ্ধে ম্য💞াচে সকলকে চিন্তায় ফেলে দিয়ে বার্সেলোনা ফরোয়ার্ড ম্যাচের মাঝেই বুক ধরে মাটিতে শুয়ে পড়েন। বুকে ব্যাথা অনুভব হওয়ায় তিনি খেলা চালিয়ে যেতে পারেননি। সঙ্গে সঙ্গেই বার্সেলোনার মেডিক্যাল দল গোটা বিষয়ে খতিয়ে দেখে আগুয়েরোর সাময়িক চিকিৎসা করেন এবং পর🎶ে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও ক্লাবের তরফে জানানো হয়।
আগুয়েরো এই গ্রীষ্মেই বার্সেলোনায় যোগ দেওয়ার পর সদ্য চোট সারিয়ে মাঠে ফিরেছিলেন। কাতালা🃏ন ক্লাবের হয়ে এখনও অবধি মাত্র পাঁচটি ম্যাচ খেলেছেন তিনি। এরপর হঠাৎই তাঁর এই সমস্যায় উদ্বেগ প্রকাশ করেন সকলেই। তার হার্টের সমস্যা কতটা গুরুতর, তা খতিয়ে দেখতে নানা পরীক্ষা নিরীক্ষাও করা হয়। সেই রিপোর্টের ভিত্তিতেই আসন্ন তিন মাসের জন্য সম্পূর্ণভাবে মাঠের বাইরে চলে গেলেন ৩৩ বছর বয়সী ফুটবলার।
চিকিৎসাধ🐟ীন আগুয়েরো কেমন চিকিৎসায় সাড়া দিচ্ছেন, 💝সেই অনুযায়ীই তিন মাস পরে তাঁর রিকোভরি প্রক্রিয়া শুরু হবে বলে জানায় বার্সা। ক্লাবের তরফে এক বিবৃতিতে জানানো হয়, ‘ডাক্তার জোসেফ ব্রুগাডা আগুয়েরোকে ওষুধ ও থেরাপির মাধ্যমে সারিয়ে তোলার কাজ করছেন। ও আপাতত খেলার জন্য প্রস্তুত নয় এবং পরবর্তী তিন মাসে ও চিকিৎসায় কেমন সাড়া দিচ্ছে তা পর্যবেক্ষণ করেই ওর রিকভারির প্রক্রিয়া কার্যকর করা হবে।’
বার্সার অস্থায়ী ম্যানেজার সার্জি বারহুয়ানও এই বিষয়ে আর্জেন্তাইন তরকার সঙ্গে সোমবার কথা বলেছেন বলেই জানান। তিন♔ꦏি বলেন, ‘আমি ওর সঙ্গে কথা বলেছি এবং ও ঠিক আছে। নিজের ঘরেই রয়েছে ও এবং বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে বলতেই হবে ও কিন্তু সবকিছু নিয়ে বেশ শান্তই রয়েছে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।