কোপা আমেরিকার শুরুতেই মুখ থুবড়ে পড়ল ব্রাজিল। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই ৫২তম র্যাঙ্কিংয়ে থাকা কোস্টারিকার বিপক্ষে ড্র করে বড় ধাক্কা খেল নেমারহীন ব্রাজিলিয়ান ব্রিগেড। খুব খারাপ, ছন্নছাড়া ফু🤪টবল খেলেই এদিন ডুবল তারা।
চোটের কা꧋রণে এবারের কোপা আমেরিকায় খেলতে পারছেন না নেমার। কিন্তু তিনি দর্শকাসনে উপস্থিত 🌠ছিলেন দলকে তাতাতে। তবে নেমারের উপস্থিতি কোনও ভাবেই অনুপ্রাণিত করতে পারেনি ব্রাজিলকে। তারা এতটা খারাপ ফুটবল খেলল যে, গ্যালারিতে বসে নেমারকে হাত কামড়াতে হল।
একের পর এক গোল মিস, ভুল পাস, ছন্নছাড়া পরিকল্পনাহীন ফুটবল- এই সবই এদিন বডܫ়✤ স্পষ্ট ভাবে ধরা পড়েছে ব্রাজিলের খেলায়। ৪৭ ধাপ পিছিয়ে থাকা দলের বিপক্ষে ব্রাজিলের এমন ফুটবল হয়তো আশা করেনি কোস্টারিকার সমর্থকেরাও।
লুক🍰াস পাকেতা, রদ্রিগো, ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহাদের নিয়ে আক্রমণভাগ সা𓃲জিয়েছিলেন কোচ দোরিভাল জুনিয়র। বদলি হিসেবে নেমেছিলেন এন্ড্রিক ফিলিপে। শেষ দিকে গোলের আশায় গ্যাব্রিয়েল মার্টিনেল্লিকেও নামানো হয়েছিল। কিন্তু গোলের মুখ খুলতে পারেনি ব্রাজিল। যার নিটফল, ম্যাচ শেষ হল গোলশূন্য ড্রয়ে।
আরও পড়ুন: জামাইকার বিরুদ্ধে কষ্টসাধ্য জয় দিয়ে অভ🌜িযান শুরু মেক্সিকোর, ১০ জনের ইকুয়েডরকে হারাল ভেনিজুয়েলা
অথচ ব্রাজিল যে সুযোগ পায়নি এমনটা নয়। যদিও প্রথমার্ধে ব্রাজিলের বলার মতো সুযোগ ছিল কম। ৯টি শট নিয়ে কেবল ২টিই ছিল অন টার্গেটে। মাঝে ৩০ মিনিটের মাথায় কো🐎স্টারিকার জালে বলও জড়িয়ে দিয়েছিলেন ব্রাজিলের মারকুইনেস। কিন্তু অফসাইডের কারণে সেই গোল বাতিল করেন রেফারি। ভারের সাহায্য নিয়ে গোল বাতিল করা হয়। প্রথমার্ধে আরও একটি সুযোগ পেয়েছিল 🐷ব্রাজিল। রদ্রিগো গোল করার সুযোগ পেলেও ক্রসবারে মারেন। ফলে গোল আসেনি। তবে দ্বিতীয়ার্ধে ব্রাজিল কিন্তু হয়ে অনেক বেশি আক্রমণাত্মক খেলতে শুরু করেছিল।
বিরতির পর শুরু থেকেই কোস্টারিকার কঠিন পরীক্ষাই নিয়েছে ব্রাজিলের অ্যাটাকিং লাইনআ𒊎প। বল দখল, গোলে শট সব কিছুতেই এগিয়ে ছিল ভিনিসিয়াসরা। কিন্তু কাজের কাজটাই করে উঠত😼ে পারেনি। এমন কী ৬৩ মিনিটে লুকাস পাকেতার শটও পোস্টে লেগে ফিরে আসে। এর পরেই ব্রাজিল কোচ মাঠে নামান এন্ড্রিককে। ব্রাজিলের খেলার ধার বাড়ে ঠিকই, কিন্তু গোলের দেখা মিলল না।
আরও পড়ুন: টিয়েলেম্যানস, ব্রুইনের গোলে 𝄹রোমানিয়াকে হারিয়ে জয়ে ফিরল বেলজিয়াম, জমে ক্ষীর ইউরোর গ্রুপ ‘ই’র লড়াই
এন্ড্রিক অবশ্য মাঠে নেমেই ব্রাজিলকে এগিয়ে দিতে ꦺপারতেন। কিন্তু কোস্টারিকার গোলকিপার প্যাট্রিক সেকুইয়েরা বল বাঁচিয়ে দেন। সত্যি কথা বলতে গেলে, তিন কাঠির তলার প্যাট্রিকের দুরন্ত পারফরম্যান্সই কোস্টারিকাকে ড্♏রয়ের দিকে নিয়ে যায়। দ্বিতীয়ার্ধে অন্তত দু'বার দলকে নিশ্চিত গোলের হাত থেকে বাঁচিয়েছেন তিনি।
এদিকে গোটা ম্যাচে বলের নিয়ন্ত্রণ ছিল ব্রাজিলের দখলে। গোলমুখী শটও তাঁরা বেশি নিয়েছেন। দীর্ঘ সময় খেলা হয়েছে কোস্টারিকার অর্ধেই। কিন্তু গোল করতে পারেনি দোরিভাল টিম। কখনও ক্রসবারে লেগেছে বল, কখনও বল বাঁচিয়েছেন কোস্টারিকার গোলরক্ষক। কিন্তু গোলের সামনে খেই হারিয়ে নিজেদের ডুবিয়েছে ব্রাজিল। প্রথম ম্যাচ তাই ড্র করেই মাঠ ছাড়তে হয়েছে তাদের। ব্রাজিলের পরের ম্যাচ ২৯ জুন প্যারাগুয়ের বিরুদ্ধে। গ্রুপ পর্বে 🔴তাদের শেষ ম্যাচ ৩ জুলাই কলম্বিয়ার বিরুদ্ধে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।