দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া দশা থেকে কলকাতা প্রিমিয়ার লিগে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে মোহনবাগান। আগের ম্যাচে টালিগঞ্জকে ৫ গোল দিয়েছিল তারা। তবে ১ গোল হজম করতে হয়েছিল। আর সোমবার ইস্টার্ন রেলকে ৫-০ উড়িয়ে দিল সবুজ-মেরুন ব্রিগেড। পরপর দু'ম্যাচে বড় জয় পেয়ে লিগ টেবলের প্রথম ছয়ে ঢুকꩲে পড়ল মোহনবাগান।𝔍
টলিগঞ্জের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন সুহেল ভাট। আর ইস্টার্ন রেলের বিরুদ্ধে হ্যাটট্রিক করলেন সালাউদ্দিন। বাগানের কেঁপে গেল রেলের রক্ষণ। একেবারে বেলাইন হয়ে গেল তারা। তবে প্রথমার্ধে বাগান ১-০ এগিয়ে ছিল। বাকি চার গোল হয় বিরতির পর। তবে প্রথম থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল বাগান। কিন্তু রেলের বুটের জঙ্গল পেরিয়ে গোলের মুখ খুলতে লেগে গেল ৩১ মিনিট। আধঘম্টা 𝕴পার হওয়ার পরেই দলকে এগিয়ে দেন ফারদিন আলি। টাইসনের পাস থেকে রেলের পায়ের জঙ্গলের মধ্যে থেকে গোল করেন ফারদিন। বিরতির আগে আর ব্যবধান বাড়াতে পারেনি মোহনবাগান।
কিন্তু দ্বিতীয়ার্ধে তারা একেবারে ঝড় তোলে। মুহুর্মুহু আক্রমণ শানাতে শুরু করে বাগানের স্ট্রাইকিং ফোর্স। তাতে না🀅জেহাল হয়ে পড়ে রেলের রক্ষণ। ম্যাচের ৬৪ মিনিটে মোহনবাগান এসজির হয়ে দ্বিতীয় গোল করেন সালাউদ্দিন। এর পর ৭৯ মিনিটে তৃতীয় গোল আসে রাজ বাসফোরের পা থেকে। ৩-০ মোহবাগান এগিয়ে যাওয়ায় আত্মবিশ্বাস খেলার ঝাঁজ তারা আরও বাড়ায়। উল্টোদিকে একেবারে কোণঠাঁসা হয়ে পড়ে ইস্টার্ন রেল। সেই সুযোগে আরও দু'টি গোল করে হ্যাটট্রিক পূরণ করেন সালাউদ্দিন। ৮২ মিনিটে নিজের দ্বিতীয় গোল এবং দলের হয়ে চতুর্থ গোলটি করলেন সালাউদ্দিন। অতিরিক্ত সময়ে তিনি নিজের হ্যাটট্রিক পূরণ করে ফেলেন। ম্যাচে সেরার পুরস্কার তুলে দেওয়া হয় সালাউদ্দিনকেই।
আরও পড়ুন: আনোয়ারের ট্রান্সফারের ওপর স্থগিতাদেশ পেল মোহনবাগান, পরবর্তী শ♏ুনানি ১০ অগস্ট
একটা সময়ে ইস্টার্ন রেল থেকে বহু নামী ফুটবলার উঠে এসেছে। মাঝে একবার পিয়ারলেস ছাড়া, ছোট দলগুলোর মধ্যে একমাত্র ইস্টার্ন রেল কলকাতা লিগ জিতেছিল। কিন্তু বর্তমান পরিস্থিতি বদলে গিয়েছে। এখন তিন প্রধানের ব🅷াইরে ছোট দলগুলির লিগ জেতার স🧸ম্ভাবনা কম। কারণ দলের মানের আকাশ-পাতাল পার্থক্য।
এবারের লিগের শুরুটা মোহনবাগান অত্যন্ত খারাপ করেছিল। সিএফএলের ডার্বিও তারা হেরেছে। তবে পিছিয়ে পড়ার পরেও, ফের তারা লড়াই করে প্রত্যাবর্তন করছে লিগে। শেষ দু'টি ম্যাচে দাপুটে জয় পেয়ে, অক্সিজেন পেল মোহনবাগ༺ান। সেই সঙ্গে গোলসংখ্যাও বাড়িয়ে নিল। এই মুহূর্তে গ্রুপ বি-তে সবুজ মেরুন রয়েছে পঞ্চম স্থানে। আর এই গ্রুপের শীর্ষে রয়েছে ভবানীপুর ক্লাব।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।