ডুরান্ড কাপের গ্রুপ লিগ থেকে ছিটকে যাওয়াটা হজম করতে পারেনি মহমেডান স্পোর্টিং। গোলপার্থক্যে পিছিয়ে থাকার জন্যই তাদের ছিটকে যেতে হয়েছিল। তবে কলকাতা লিগে নিজেদের ছন্দ ধরে ✅রেখেই সুপার সিক্সে পৌঁছে গেল মহমেডান স্পোর্টিং। ১১ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে ডায়মন্ড হারবারকে টপকে এক নম্বর স্থান দখল করে কলকাতার তৃতীয় প্রধান।
সোমবার নিজেদের ঘরের মাঠে ডালহৌসি এসি-র মুখোমুখি হয়েছিল মহমেডান। এই দিন অপেক্ষাকৃত কম শক্তিশালী দলটিকে ৩-০ গোলে হারিয়ে সুপার সিক্সে নিজেদের জায়গা পাকা করে ফেলল সাদা-কালো ব্রিগেড। সদ্য সমাপ্ত ডুরান্ড কাপে ‘গোল্ডেন বুট’ জয়ী ডেভিড লালানসা✤ঙ্গা এদিন জোড়া গোল করেছেন। এছাড়া ডেটল মৈরাংথেম একটি গোল করেন।
ডুরান্ড কাপের পরে মহমেডানের কোচ বদলে গিয়েছে। ডুরান্ড থেকে ছিটকে যাওয়ার পরে মেহরাজউদ্দিন ওয়াডু♔কে তাড়িয়ে দেয় সাদা-কালো শিবির। তাঁর বদলে নতুন কোচ হয়ে এসেছেন আন্দ্রে চের্নিশভ। এদিন চের্নিশভের কোচিংয়েই সুপার সিক্সে জায়গা করেন নিল মহমেডান।
আরও পড়ুন: 🏅ম্যাচ হেরেও বাগানকে খোঁচা, তবে মানের তফাতের কথা স্বীকার করে নিলেন ইস্টবেঙ্গল কোচ
সাদা-কালো জার্সিতে ডেভিড দুরন্ত ছন্দ রয়েছেন। সোমবার কার্যত তাঁর সৌজন্যেই কলকাতা লিগের শেষ ছয়ে জায়গা পাকা করে ফেলল সাদা-কালো ব্রিগেড। ম্যাচ শুরুর ৩৫ মিনিটের মধ্ꦯযেই দলকে ২-০ এগিয়ে গেন ডেভিড। এতেই মানিক ভাবে ধাক্কা খায় ডালহৌসি।
মহমেডান এদিন শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন। ম্যাচের ২৩ মিনিটের মাথায় তিনি প্রথম গোল করে দলকে🌌 এগিয়ে দেন। এর পর ৩৪ মিনিটে দ্বিতীয় গোলটি করেন তরু🐭ণ তারকা। ডেভিডের হাত ধরেই বিরতিতে ২-০ এগিয়ে গিয়েছিল মহমেডান।
আরও পড়ু🎐ন: নিয়মটা উনি আগে পড়ে দেখুন- কুয়াদ্রাতকে সপাটে জবাব ❀ফেরান্দোর
২-০ এগিয়ে থাকায় মহমেডান আত্মবিশ্বাসী ছিল। দ্বিতীয়ার্ধেও তারা আক্রমণাত্মক মেজাজেই ফুটবল খেলতে থাকে। নিজেদের মধ💮্যে ছোট-বড় পাস খেলে একাধিকবার ডালহৌসির রক্ষণ ভেঙে গোলের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। তবে সে ভাবে বিশেষ কিছু করে উঠতে পারেনি মহমেডান। দ্বিতীয়ার্ধে তারা একাধিক সুযোগ নষ্ট করে বসে থাকে। এই সুযোগগুলো হাতছাড়া না হলে অন্তত ৫-০ গোলে জিততে পারত মহমেডান। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে (৮৭ মিনিট) একটি গোল করেন ডেটল। ডালহৌসি সেভাবে গোলের সুযোগই তৈরি করতে পারেনি। যার ফলে ৩-০ ম্যাচ জিতে মাঠ ছাড়ে সাদা-কালো ব্রিগেড। মোহনবাগানের বিরুদ্ধে শেষ ম্যাচ বাকি মহমেডানের।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।