꧒ ইউরো কাপের ম্যাচে শক্তিশালী ইংল্যান্ডের সঙ্গে ড্র করেছে স্লোভেনিয়া। মঙ্গলবার রাতে দুর্ধর্ষ লড়াই দিয়েই জার্মানির মাঠে হ্যারি কেনদের রুখে দেয় স্লোভেনিয়ার সেসকো স্টোজানোভিচরা। এই গ্রুপে দুর্দান্ত ফুটবল খেলেছে তাঁরা। একটি ম্যাচেও না হেরে পরের রাউন্ডে গেছে তাঁরা। ডেনমার্কের সঙ্গেও ড্র করেছিলেন স্লোভেনিয়া দল, এরপর হেভিওয়েট ইংরেজদেরও আটকে দিয়েছে তাঁরা। ম্যাচে বল পজিশন তাঁদের দখলে ছিল মাত্র ২৫ শতাংশ মতো, কিন্তু তাতে কি? দিনের শেষে গোলই কথা বলে, আর সেই গোল ইংল্যান্ডকে তাঁরা করতে দেননি। নিজেরা গোল না পেলেও গ্রুপ স্টেজে অপরাজিত থেকেই পরের রাউন্ডে যাচ্ছে স্লোভেনিয়া দল। এরই মধ্যে সাপে বর হল তাঁদের।
ꦓআরও পড়ুন-বিশ্বকাপে ডাহা ফেল অজিরা, টি২০ দলে কি আসবে বড় বদল?ভেতরের কথা ফাঁস করলেন হেজেলউড
🤪স্লোভেনিয়ার পাশাপাশি এবারের ইউরো কাপের গ্রুপ সিতে ডেনমার্ক দলও একটি ম্যাচেও হারেনি। ইংল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল এরিকসেন, হোজবার্গরা। স্লোভেনিয়াকেও আটকে দেয় তাঁরা। গ্রুপ লিগের শেষ ম্যাচে তাঁরা সার্বিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করে। সেই সঙ্গে এই গ্রুপ থেকে স্লোভেনিয়াকে টপকে দ্বিতীয় স্থানে শেষ করল ডেনমার্ক, অবশ্য তাতে তাঁদের কতটা লাভ হল বলা যাচ্ছে না। উয়েফার তরফে ম্যাচের কিছুক্ষণ পর ঘোষণা করা হয় গোল পার্থক্য এবং পয়েন্টে স্লোভেনিয়া এবং ডেনমার্ক, দুই দল এক জায়গায় থাকলেও ড্যানিশরাই দ্বিতীয় স্থানে শেষ করে পরের রাউন্ডে যাচ্ছে, কি সেই কারণ?
༒আরও পড়ুন-‘ওদের সেমিতে খারাপ অভিজ্ঞতা আছে, আমাদের নেই’, দঃ আফ্রিকা ম্যাচের আগে হুঙ্কার ট্রটের
ꦺউয়েফার তরফে জানানো হয়েছে, গোল পার্থক্য এবং পয়েন্টের নিরিখে স্লোভেনিয়া এবং ডেনমার্ক একই জায়গায় থাকায় তাঁদের মধ্যে কোন দল বেশি গোল করেছে সেটা দেখা হয়েছিল। সেখানেও দেখা যায় দুই দলেরই গোলের সংখ্যা এক। অর্থাৎ দুই দলই ২টি করে গোল করেছে এবং সমসংখ্যাক গোল হজম করেছে। এরপর হলুদ কার্ডের সংখ্যা মিলিয়ে দেখা যায় সেখানেও দুই দলেরই সংখ্যা মিলে যাচ্ছে। এরপরই স্লোভেনিয়া দলের সাপোর্ট স্টাফের এক সদস্য হলুদ কার্ড খাওয়ায়, তাঁদের কার্ড সংখ্যা বেশি দাঁড়ায়। সেই সুবাদেই স্লোভেনিয়ার আগে ডেনমার্ককে স্থান দেওয়া হয় গ্রুপ সি-তে ইংল্যান্ডের পিছনেই। স্লোভেনিয়ার অ্যাসিস্ট্যান্ট কোচ মিলিভোজে নোভাকোভিচ হলুদ কার্ড দেখেছিলেন গ্রুপ স্টেজের ম্যাচে।
🔥আরও পড়ুন-অতীতে বিশ্বকাপের সেমির গণ্ডি পার করেনি প্রোটিয়ারা, এবার কি কাটবে ফাঁড়া?
ꦑডেনমার্ক দল অবশ্য গ্রুপ স্টেজে দ্বিতীয় স্থানে শেষ করায় তাঁদের ঝামেলা বাড়ল। কারণ শেষ ষোলোয় তাঁরা মুখোমুখি হবে আয়োজক দেশ তথা শক্তিশালী জার্মানির। অন্যদিকে স্লোভেনিয়া পরের রাউন্ডে মুখোমুখি হবে বেলজিয়াম, অস্ট্রিয়া অথবা তুরস্কের।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।