ডুরান্ড ডার্বির আগে ইস্টবেঙ্গল সিনিয়ার দলের মরশুমের প্রথম বড় ম্যাচে সব ফুটবলারকে কার্যত পরীক্ষা-নিরীক্ষার আতস কাঁচের♕ নীচে রাখলেন ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত। এদিন ম্যাচের দ্বিতীয়ার্ধে মোট পাঁচটি পরিবর্তন আনেন তিনি। কিন্তু জয় দিয়ে ডুরান্ডের যাত্রা শু♌রু করাতে ব্যর্থ হলেন স্প্যানিশ কোচ। ডুরান্ড কাপের প্রথম ম্যাচ খেলতে নামায়, সমর্থকদের মধ্যে উৎসাহ এবং উল্লাস ছিল চোখে পড়ার মত। কিন্তু জয়ের স্বাদ না চেখেই ফিরতে হল তাঁদের।
আরও পড়ুন: EB vs BAF, Durand 2023: কুয়াদ্রাতের একটা ভুলেই জয়ের সুযোগ হাত🍃ছাড়া, ড্র করল ইস্টবেঙ্গল
গত মরশুমে ভরাডুবির পর এই মরশুমে দলের খোলস বদ🐽লে ফেলেছিলেন লাল-হলুদ কর্তারা। নতুন কোচ, ঝাঁ-চকচকে বিদেশি-খচিত দল, দেশীয় নামী প্লেয়ারেরও অভাব ছিল না। কিন্তু ডার্বির আগে সমর্থকদের আশা জোগাতে ব্যার্থ ইস্টবে𝐆ঙ্গল।
আরও পড়ুন: মোহনবাগান ফেভারিট, তবে আমরা স🐼েরাটা দেব, শুরুতেই বলে দিলেন ইস্টবেঙ্গল কোচ
গত মরশুমে নর্থ-ইস্ট ইউনাইটেড এবং কেরল ব্লাস্টার্সের হয়ে কাঁপানো ফুটবলার সল ক্রেস্পো এদিন মাঝমাঠে বল দখলের লড়াইয়ে বারবার হেরে যান। যা ডার্বির আগে সমর্থক-সহ কর্মকর্তাদের💧 কপালেও চিন্তার ভাঁজ ফেলতে বাধ্য। কেরল ব্লাস্টার্সের আর এক মিডফিল্ডার গুইতে পেকা এই মরশুমে লাল-হলুদℱ ব্রিগেডে যোগ দিলেও তিনিও নজর কাড়তে ব্যর্থ।
গত মরশুমে ভারতীয় ফুটবল সার্কিটে সবচেয়ে নজরকাড়া ফুটবলার ছিলেন নন্দকুমার। কিন্তু রবিবার বাংলাদেশ আর্মির বিরুদ্ধে আশানুরূপ ছন্দে দেখা গেল না তাঁকে। তবে এদিন নজর কাড়লেন ভারতীয় লেফট উইঙ্গার নাওরেম মহেশ। বাংলাদেশের বক্সে একের পর এক ক্রস সাজিয়ে দিচ্ছিলেন তিনি কিন্তু গোল ব্যাবধান বাড়াতে পারেনি ইস্টবেঙ্গল। তাঁকে যোগ্য সঙ্গত দেন অধিনায়ক হরমনজোৎ সিং খাবরা। তবে রবিব🔴ার যুবভারতী ক্রীড়াঙ্গনে একের এক বল মিস করে দিনশেষে কার্যত ভিলেন মন্দার দেশাই।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।