ডুরান্ড কাপে পরপর দুই ম্যাচে জয় পেল ইস্টবেঙ্গল এফসি। বুধবার কলকাতার কিশোরভারতী স্টেডিয়ামে তারা কাশ্মীরের ডাউনটাউন হিরোজকে ৩-১ হারিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে উঠে এসেছে। চোটের জন্য কাশ্মীরের দলের বিরুদ্ধে প্রথম থেকে দিমিত্রিয়স দিয়ামান্তাকোসকে শুরু থেকে নামাননি ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত। আগামী ১৪ অগস্ট এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ থাকায় ঝুঁকি নিতে💛 চাননি ইস্টবেঙ্গল কোচ। চোটের জন্য এদিন খেলেননি নন্দকুমার, প্রভাত লাকড়াও। ꦅতবু সহজ জয় ছিনিয়ে নিল কুয়াদ্রাতের দল।
গত বারের ডুরান্ডে রানার্স আপ ইস্টবেঙ্গল এফসি এদিন শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল। ডাউনটাউন হিরোজের রক্ষণকে তারা চাপে রেখেছিল শুরু থেকেই ২৩ মিনিটে ফরাসি মিডফিল্ডার মাদিহ তালাল ইস্টবেঙ্গলকে এগিয়ে দিলেও, তার সাত মিনিট পরেই তাদের রক্ষণের ভুলে সমতা ফেরান ডাউনটাউনের ফরোয়ার্ড আফরিন। তবে ৩৩ মিনিটের🅰 মাথাতেই পেনাল্টি আদায় করে নেন পিভি বিষ্ণু এবং সেই পেনাল্টি থেকে গোল করে দলকে ফের এগিয়ে দেন স্প্যানিশ মিডিও সাউল ক্রেসপো। ম্যাচের একেবারে শেষে অনবদ্য গোল করে দলের জয় নিশ্চিত করেন তরুণ ফরোয়ার্ড জেসিন 🦩টিকে।
আরও পড়ুন: সালাউদ্𝔍দিনের হ্যাটট্রিক, টালিগঞ্জের পর ইস্টার্ন রেলকে পাঁচ গোলের মালা প💝রাল মোহনবাগান
তবে ডাউনটাউন হিরোজ যে একেবারে চুপচাপ হাত গুটিয়ে রক্ষণ সামলে গিয়েছে, তা একেবারেই নয়। তারা কিন্তু প্রতি আক্রমণে উঠে বেশ কয়েক বার চ্যালেঞ্জের মুখে ফেলেছে ইস্টবেঙ্গলের রক্ষণকে। তবে ম্যাচের ২৩ মিনিটে প্রথম গোলের মুখ খোলে লাল-হলুদই। ফ্রি কিক থেকে𝕴 চোখ ধাঁধানো একটি গোল করেন তালাল। কাশ্মীরের দলের পেনাল্টি বক্সের সামনেই তালালকে ফাউল করা হলে, রেফারি ফ্রি কিকের বাঁশি বাজান। বিপজ্জনক জায়গা থেকে নেওয়া ফ্রি কিক সরাসরি গোলে ঢোকান ফরাসি মি🥀ডফিল্ডার।
২৫ মিনিটের মাথায় ডেভিড লালনসাঙ্গা ছ’গজের বক্সে ঢুকেও গোলে বল ঠেলতে পারেননি। আক্রমণে শক্তিশালী হলেও ইস্টবেঙ্গলের রক্ষণকে যে আরও শোধরাতে হবে, তা ফের প্রমাণ পাওয়া গেল এই ম্যাচে। গত ম্যাচে তারা শুরুতেই গোল খাওয়ার পর ৩-১-এ জিতেছিল। এ দিন গোল করে এগিয়ে যাওয়ার সাত মিনিটের মধ্যেই গোল খায় রক্ষণের ব্যর্থতায়। ডানদিক থেকে নেওয়া ফ্রি কিক ডিফ্লেকশনের পর আসে দ্বিতীয় পোস্টে, যেখানে সামনে ছিলেন মহম্মদ রকিপ ও তাঁর পিছনে ডাউনটাউনের ফরোয়ার্ড আফরিন। রকিপ উড়ে আসা বল ক্লিয়ার করতে না পার♚ায়, আফরিন সেই সুযোগ কাজে লাগান এবং বাঁ-পা বাড়িয়ে দেন। তাঁর পায়ে লেগে বল গোলে ডুকে যꦺায়।
আরও পড়ুন: আনোয়ারের ট্রান্সফারের ওপর স্থগিতাদেশ পেল মোহনবাগান, পরবর্ꦓতী শুনানি ১০ অগস্ট
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।