গত বছর ওড়িশা এফসি থেকে ইস্টবেঙ্গলে যোগ দিয়েছিলেন সাউল ক্রেসপো। লাল-হলুদের ট্রফির খরা কাটাতে ক্রেসপো গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। কার্লেস কুয়াদ্রাতের দলের কার্যকরী স্প্যানিশ মিডফিল্ডারের সঙ্গে এবার আরও দু'বছরের জন্য চুক্তি বাড়াল লাল-হলুদ। তাঁর সঙ্গে ২০২৫-২৬ প🦩র্যন্ত চুক্তি বৃদ্ধি করেছে ইস্টবেঙ্গল।
দীর্ঘ ১২ বছর পর গত মরশুমে জাতীয় স্তরের ট্রফি জিতেছে লাল-হলুদ ব্রিগেড। লিঙ্গ সুপার কাপে চ্যাম্পিয়ন হয়েছিল। তেমনই ডুরান্ড কাপে রানার্স হয়েছিল তারা। ইন্ডিয়ান সুপার লিগে আগের মরশুমগুলির তুলনায় গত মরশুমে বেশি ম্যাচ জেতে লাল-হলুদ। আর গোটা মরশুম জুড়েই ইস্টবেঙ্গলের মাঝমাঠের প্রধান অস্ত্র ছিলেন ক্রেসপো। খুব কম সময়ౠেই লাল-হলুদের প্রাণের ফুটবলার হয়ে উঠেছিলেন তিনি। এমন ফুটবলারকে আর হা𒀰তছাড়া করতে পারেননি কার্লেস কুয়াদ্রাত।
লাল-হলুদের স্প্যানিশ কোচ বলেছেন, ‘সাউল আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ফুটবলার। গত বছর ও দুরন্ত ফর্মে ছিল। যদি সাউল মাঝমাঠ🍰ের দখলꦕ নিতে পারে, তাহলে আমাদের আক্রমণ ভাগের প্লেয়াররা ঠিকঠাক বল পায়। আর তাতেই বিপক্ষের উপর চাপ তৈরি করা যায়।’
হিজাজি মাহের, সাউল ক্রেসপো, ক্লেটন সিলভা আর মাদিহ তালাল- এই চার বিদেশি যে পরের মরশুমেও দলে থাকবেন, তা আগেই কার্যত নিশ্চিত হয়ে গিয়েছিল। মঙ্গলবার সর💛কারি ভাবে সাউল ক্রেসপোর চুক্তি বাড়ানোর কথা ঘোꦰষণা করা হল।
আরও পড়ুন: 🃏গর্ব করার মতো দল গড়ছি, আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল- মরশুম শুরুর অনেক আগেই হুঙ্কার EB কোচ কুয়াদ্রাতের
ইমামি ইস্টবেঙ্গেলের তরফে এক প্রেস বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে এই খবর। ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তি বৃদ্ধির পর ক্রেসপো বলছেন, ‘লাল-হলুদ জার্সিতে ফের খেলতে পারব। খুবই ভালো লাগছে। ইস্টবেঙ্গল আর আমার কাছ♚ে টিম নয়, একটা পরিবার। সমর্থকদের প্রচুর ভালোবাসা পেয়েছি। ওদের কাছে আমি কৃতজ্ঞ। চাইব, ওরা এভাবেই সমর্থন করে যাক।’
গোটা মরশুমে সাতটি গোল রয়েছে ক্রেসপোর। সঙ্গে একটি অ্যাসিস্ট। কলকাতা ডার্বিতেও দুরন্ত গোল রয়েছে তাঁর। ইস্টবেঙ্গলের মাঝমাঠের রিমোট কন্ট্রোলটা কিন্তু গত মরশুমে ক্রেসপোর হাতেই ছিল। নতুন মরশুমে ক্রেসপোর থেকে🌳 আরও ভালো পারফরম্যান্স আশা করছে লাল-হলুদ শিবির। তাদের এবার পাখির চোখ, আইএসএলের শিরোপা জয়।
আরও পড়ুন: রেকর্ড আমার পিছনে ছোটে… সৌদি প্রো লিগে꧋ নতুন রেকর্ড গড়ে চাঞ্চল্ౠযকর দাবি রোনাল্ডোর
এদিকে নতুন মরশুমের আগে পাঁচ ফুটবলারকে পাকাপাকি ভাবে ছেড়ে দিল ইস্টবেঙ্গল। তাঁরা হলেন মন্দার রাও দেশাই, অজয় ছেত্রী এবং তিন বিদেশি ভিক্টর ভাসকেজ, ফেলিসিয়ো ব্রাউন এবং আলেকজান্ডার প্যান্টিচ। ইস্টবেঙ্গল ক্লা💞বের পক্ষ থেকে এ বিবৃতিতে বলা হয়েছে, ‘মন্দার, ফেলিসিও, ভিক্টর, অ্যালেক্স এবং অজয়- ক্লাবে তোমাদের পরিষেবার জন্🅺য অসংখ্য ধন্যবাদ জানাই। ভবিষ্যতের জন্য তোমাদের শুভেচ্ছা।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।