উরুগুয়ের সময়টা একেবারেই ভালো যাচ্ছে ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚনা। প্রথমে কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ জিতেও, গোল ব্যবধানে পিছিয়ে থাকায় গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে দু'বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে। 🦩এ বার তারা বড় শাস্তির মুখে পড়তে পারেন বলে খবর।
জানা গিয়েছে, কাভানি, জোস মারিয়া গিমেনেজ, দিয়েগো গডিন এবং ফার্নান্দো মুসলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে ফিফা। শুধু তাঁদের চার জনকে নয়, উরুগুয়ে ফুটবল সংস্থাকেও বৈষম্যমূলক ব্যবহারের জন্য ফিফার প্রশ্নের মুখে🐼 পড়তে হয়েছে।
আরও পড়ুন: টাইব্রেকারে স্পেনকে রুখে নায়ক বুনো- অঘটন ঘটি🐻য়ে শেষ আটে মরক্কো
ঘানার বিরুদ্ধে নিজেদের শেষ ম্যাচের পর অফিসিয়ালদের সঙ্গে উত্তপ্ত বাকযুদ্ধে জড়িয়ে পড়েন উরুগুয়ের ফুটবলাররা। তাদের আগ্রাসী মনোভাব ধরা পড়ে ক্যামেরাতেও। যার ফলে এডিনসন কাভানি, জোস মারিয়া গিমেনেজ, দিয়েগো গডিন এবং ফার্নান্দো মুসলেরকে পড়তে হতে প𓃲ারে বড় শাস্তির কবলে।
গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে উরুগুয়ে। তবে ঘানার বিরুদ্ধে ২-০ গোলে জিতেও বিদায় নিতে হয় কাভানিদের। সেই ম্যাচে আর একটি গোল করতে পারলেই প্রি-কোয়ার্টার ফাইনা⛎লে পৌঁছে যেত উরুগুয়ে। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। দক্ষিণ কোরিয়া পৌঁছে যায় প্রি-কোয়ার্টারে। গোল পার্থক্যের বিচারে জায়গা করে নেয় এশিয়ার দেশ।
আরও পড়ুন: টাইব্ꦆরেকারে ছন্দপতন, সূর্যাস্ত জাপানের, লিভাকোভ💜িচ মান বাঁচালেন ক্রোটদের
ঘানার বিরুদ্ধে শেষ বাঁশি বাজতেই রেফারির সঙ্গে তর্ক জুড়ে দেন কাভানিরা। পেনাল্টির আবেদন করেছিল উরুগুয়ে। কিন্তু সেই দাবি মানেননি রেফারি। প্রথমার্ধে ডারউইন নুনেজ এবং ম্যাচের শেষের দিকে কাভানিকে অনৈতিক ভাবে আটকে দেওয়া হ𝓡য়েছিল বলে দাবি উরুগুয়ের। লুইস সুয়ারেজ এই প্রসঙ্গে আবার দাবি করেছেন, ‘ফিফা উরুগুয়ের বিরুদ্ধে।’ কাভানি সহ চার ফুটবলারের বিরুদ্ধে খেলার স্বচ্ছতা নষ্ট করার অভিযোগ রয়েছে। সেই ব্যাপার নিয়ে তারা ভাবতে শুরু করে দিয়েছে বলেও জানিয়েছে ফিফা। উরুগুয়ের কাছে ১০ দিন সময় আছে উত্তর দেওয়ার জন্য।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।