বাংলার ফুটবল ভক্তদের জন্য সুখবর, ফিফা বিশ্বকাপ ২০২৬ কোয়ালিফায়ারে ভারত বনাম কুয়েত ম্যাচটি কলকাতাতে আয়োজন করা হবে। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে জানিয়েছেন, ৬ জুন অনুষ্ঠিত ভারত বনাম কুয়েতের ম্যাচটি কলকাতায় আয়োজন করা হবে। গুরুত্বপূর্ণ এই ম্যাচটি আয়োজের জন্য তিনি জাতীয় কোচ ইগর স্টিমাচের অনুরোধে সম্মত হ💛য়েছেন।
আগামী ৬ই জুন ফিফা বিশ্বকাপ ২০২৬ কোয়ালিফায়ারের ম্যাচে ভারত নিজেদের ঘরের মাঠে কুয়েতের বিরুদ্ধে খেলতে নামবে। এই ম্যাচটি কোথায় অনুষ্ঠিত হবে সেটি এখনও ঠিক হয়নি, তবে এই ম্যাচটি কলকাতাতেই খেলতে চেয়েছিলেন সুনীল ছেত্রীদের হেড স্যার ইগর স্টিমাচ। বাড়তি সমর্থন পাওয়ার লক্ষ্যেই এমন ইচ্ছা প্রকাশ করেছিলেন স্টিমাচ। ইগর বলেছিলেন, ‘কুয়েত ম্যাচ কলকাতাতেই খেলতে চাই। এখানে খেলার চাপ যেমন আছে তেমন উত্তেজনাও আছে। ম্যাচ শুরুর আগে✃ই সমর্থকদের শব্দব্রহ্মে চাপে ফেলতে চাই কুয়েতের দলকে তাই আমার প্রথম পছন্দ কলকাতা। এই ম্যাচ খেলা আমি আমার পছন্দের কথা ইতিমধ্যেই ফেডারেশনকে জানিয়েছি।’
এই বিষয়ে এবার মুখ খুলেছেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে। রবিবার ইটানগরে কার্যনির্বাহী কমিটির বৈঠকের পরে তিনি টাইমস অফ ইন্ডিয়াকে বলেছেন, ‘(জাতীয়) কোচ এমন একটি গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য হোম সমর্থন চেয়েছেন, সেই কারণেই কলকাতাতে খেলার পরামর্শ দিয়েছিলেন তিনি। আমি তাঁকে আশ্বস্ত করেছি যে তিনি যদি মনে করেন যে কলকাতায় গেমটি হোস্ট করাটা হোম অ্যাডভা🎐ন্টেজ দেবে, তবে তিনি এটিকে নিয়ে বিবেচনা করতে পারেন।’
এই ম্যাচটি আয়োজনের জন্য এআইএফএফ প্র🌟াথমিকভাবে হায়দরাবাদের প্রতি আগ্রহী দেখিয়েছিল। এই বিষয়ে ফেডারেশন স♕ভাপতি কল্যাণ চৌবে বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী এ. রেভান্থ রেড্ডির সঙ্গেও আলোচনা করেছিলেন। যদিও গাছিবাউলি স্টেডিয়ামটি সব জায়গায় আসন নেই, আন্তর্জাতিক খেলা আয়োজনের জন্য এটি একটি বাধ্যতামূলক প্রয়োজন।
আরও প🎶ড়ুন… WPL Code of Conduct ভাঙার জন্য জরিমানার মুখে পড়লেন ইউপি ওয়ারিয়র্সের দুই ক্রিকেটার
তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী গাছিবাউলিকে ফিফা-স্ট্যান্ডার্ড স্টেডিয়াম করতে যা যা করা দরকার তা করার প্রতিশ্রুতিও দিয়েছিলেন। যাইহোক, সময় ফুরিয়ে যাওয়ার ⭕সঙ্গে সঙ্গে, ফেডারেশন বিকল্প খুঁজছিল। এমন সময়ে স্টিম্যাচ তাঁর পছন্দের ভেন্যুটি পরিষ্কার করে দিয়েছেন। এমন অবস্থায় AIFF এর কাছে আর কোনও বিকল্প নেই।
এই বিষয়ে কল্যাণ চৌবে বলেছেন, ‘হায়দরাবাদের একটি শক্তিশালী ফুটবল উত্তরাধিকার রয়েছে, কিন্তু আফ্রো এশিয়ান গেমস (২০০৩) থেকে, শহরটি আন্তর্জাতিক ফুটবলের আয়োজন করেনি। আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছি এবং তিনি স্টেডিয়ামের পরিকাঠামোতে সাহায্য ক💞রতে পেরে খুশি। আমি নিশ্চিত হায়দরাবাদ ভারতের ম্যাচের জন্য (ভবিষ্যতে) একটি ভালো ভেন্যু হতে পারে।’
এদিকে সল্টলেক স্টেডিয়ামে প্রায় ৬৬,০০০ লোক ধারণ করতে পারে এবং স্টিমাচ চান খেলাটি এমন একটি স্থানে খেলা হোক যেখানে ভিড় একটি নির্ধারক কারণ হতে পারে। স্টিম্য𓆉াচ গত মাসে এআইএফএফ-এর প্রযুক্তিগত কমিটিকে এই বিষয়টি বলেছিলেন। সবকিছু ঠিকঠাক চললে বলা যেতেই পারে আবারও একটি বড় আন্তর্জাতিক ফুটবল ম্যাচের স্বাদ পেতে চলেছে কলকাতার যুবভারতী স্টেডিয়াম।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।