আইএসএলের সেমিফাইনালে মোহনবাগানের প্রতিপক্ষ ওড়িশা এফসি। সেই ওড়িশা এফসি, যারা মোহনবাগানের এএফসি কাপের স্বপ্ন কার্যত ভেঙে চুরমার করে দিয়েছিল। ৫-২ গোলে সেবার বাগানকে হারিয়েছিল তাঁরা। অবশ্য তাঁদের বিপক্ষে এক দফায় বদলা নেওয়া হয়ে গেছে মোহনবাগানের। কারণ আইএসএলে কিছু সময়ের জন্য লিগ টপার ছিল ওড়িশা এফসি। এরপর তাঁদের টপকে মুম্বইকে হারিয়ে শিল্ড চ্যাম্পিয়ন হয়েছে সবুজ মেরুন শিবির। তবে সাম্প্রতিক পরিসংখ্যান বলছে শেষ কয়েক মাসে দুই দল মুখোমুখি হলেও কেউ জিততে পারেনি। আইএসএলের প্রথম পর্বের ম্যাচে মোহনবাগানের সঙ্গে ২-২ ড্র করেছিল ওড়িশা, সল্টলেক স্টেডিয়ামে। ফিরতি পর্বে অ্যাওয়ে ম্যাচ গোলশুন্য ড্𒆙র হয় কলিঙ্গ স্টেডিয়ামে।
২৩ তারিখ রয়েছে মোহনবাগানের অ্যাওয়ে ম্যাচ। সেই ম্যাচে যথারীতি কোচের ডাগআউটে বসতে চলেছেন কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাস। যদিও তিনি এখনও সম্পূর্ণ সুস্থ নন। তবুও মনের জোরেই মুম্বই ম্যাচে ডাগআউটে এসেছিলেন। বাগানের ওড়িশা ম্যাচের প্রস্ততি অবশ্য মাঠে নেমে নয়, হাবাস ঠিক করলেন হোটেলের ঘরে বসেই। শুক্রবার ওড়িশা এফসি জেতার আগেই বাগানের অনুশীলন শুরু হয়ে গেছিল। তখনও নিজেদের প্রতিপক্ষের নাম জানতেন না হাবাস। তবে পারফরমেনসের হিসেবে ওড়িশাই অ্যাডভান্টেজ ছিল। সেই স্প্যানিশ সার্জিও লোবেররা দলই মুখোমুখ♍ি বাগানের। ফুটবলারদের অনুশিলনে হোটেল রুম থেকেই নজর রে��খেছিলেন, একই সঙ্গে সেমিতে প্রতিপক্ষের ডেরা থেকে পয়েন্ট আনার ব্লু প্রিন্ট তৈরি করে নিয়েছেন বাগানের বস।
আরও পড়ুন-আইপিএলে ব্রাত্য হয়ে এবার ♔পূজারার পথে কাউন্টিতে নাম লেখালেন ভারতীয় পেসার
ম্যাচের আগে প্রধানত তিনটি বিষয়ে জোর দিলেন হাবাস। শনিবারও ফুটবলারদের ভিডিও ক্লাসে সেগুলো বুঝিয়ে দিতে চলেছেন। প♛্রথমত ওড়িশা দল নিজেদের ঘর সামলে আক্রমণ করা পছন্দ করে। তাই জোড়া বিদেশী ডিফেন্ডার মুর্তাদা ফল এবং দেলগাডোকে ডিফেন্সে রাখে। দীর্ঘদেহী ডিফেন্ডার হওয়ায় মোহনবাগানের পেট্রাতোসের চেনা ভাসিয়ে দেওয়া কর্নার থেকে খুব বেশি সুবিধা হবে না। বরং আহমেদ জাহু, রয় কৃষ্ণারা গতিতে কাউন্টার অ্যাটাক করলে সমস্যা হবে। আনোয়ার খেললেও এখনও তিনি একাই একশ, সেই ব্যাপারটা প্রমাণ করতে পারেননি। এদিকে হ্যামিলের কার্ড ছিল। ফলে হেক্টর য়ুসতেকে অনেক বেশি ঠান্ডা মাথায় এবং দলের রক্ষণেই অধিকাংশ সময় থাকতে হবে। কর্নাররে ক্ষেত্রে বারবার উঠে যাওয়া ঠিক হবে না।
আরও পড়ুন-ইস্টবেঙ্গলকে অপমান করা মানে মা'কে অপমান করা,মন্ত্রীর প্🥀রতিবাদের পর বল👍লেন সৌরভ
দ্বিতীয়ত কেরল দল যেভাবে চেষ্টা করেছে, সেরকম বক্সের বাইরে থেকে চকিতে শট নিতে হবে। মনবীর এবং লিস্টনকে কোচ বলে দিয়েছেন, উইংয়ে বাড়তি জোর দিতে এবং যতটা সম্ভব বক্সের কাছে যেতে। কারণ কামিন্স এবং পেট্রাতোস বক্সের ভিতরে বেশ ভয়ঙ্কর। বিশেষ করে কামিন্স। তাই অযথা এরিয়াল বল তুলে নয়, বরং যতটা সম্ভব মাটিতে বল রেখেই খেলতে বলছেন হাবাস। যেমনভাবে মুম্বইয়ে♛র বিপিন সিংদের আটকানো গেছে, তেমনভাবেই প্রতিপক্ষের উইং বরাবর আক্রমন নির্বিষ করতে হবে।
তৃতীয়ত, ফিনল্য়ান্ডের কাউকো এসে দলের মাঝমাঠ পুরো বদলে দিয়েছেন। আহমেদ জাহুকে আউটরাইড করে শুরুতেই ম্যাচের মাঝমাঠের দখল নিতে চাইছেন বাগান কোচ। অ্যাওয়ে ম্যাচ হওয়ায় কিছু কিছু স্পেলে অ্যাটাক করে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে চাইছেন বাগানের স্প্যানিশ বস। গত তিন মাসের আবহাওয়ার সঙ্গে বর্তমান আবহাওয়ার পার্থ♉ক্য রয়েছে। তাই হাবাস ফুটবলারদের বুঝিয়ে বলছেন, ওয়ার্ক হার্ড নয়, ওয়ার্ক স্মার্ট পদ্ধতিতেই পয়েন্ট বের করে আনতে। সেটা ৩ পয়েন্ট হলে খুব ভালো, ১ পয়েন্ট হলেও মন্দ নয়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।