শুভব্রত মুখার্জি
চলতি মরশুমের আই লিগে বেশ ভালো ফর্মে রয়েছে কলকাতা ময়দানের অন্যতম প্রধান দল মহমেডান স্পোর্টিং। করোনা বিরতির পর শুরু হওয়া আই লিগে তাদের বিজয়রথের পথ চলা অব্যাহত। এবার আই লিগের নতু♈ন দল রাজস্থান ইউনাইটেড দলকে হারিয়ে লিগের পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এল সাদা-কালো ব্রিগেড। সৌজন্যে অবশ্যই তাদের দুই দেশি, বিদেশি তারকা ফুটবলার জুটি। আজকের হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে দুই দলের পার্থক্য গড়ে দিলেন আজহারউদ্দিন মল্লিক এবং নিকোলা স্টোজানোভিচ। তবে আজকের ম্যাচে কিছুটা নিরাশ করলেন মহমেডান স্পোর্টিংয়ের ক্যারিবিয়ান তারকা মার্কাস জোসেফ। ২-১ গোলে রাজস্থানকে হারাল মহমেডান।
কল্যাণী স্টেডিয়ামে নৈশালোকে যেন ধরা দিল যেন নতুন প্রজন্মের মহমেডান স্পোর্টিং। যে দল বিশ্বাস করে টোট♕াল ফুটবলে। কোন ব্যক্তি ফুটবলারছল ক্যারিশ্মায় নয়। বুধবার আই লিগে যে দর্শনের উপর দাঁড়িয়ে কার্যত রাজস্থানের বিরুদ্ধে কঠিন লড়াইটা বের করে নিতে সমর্থ হলেন মহমেডান স্পোর্টিংয়ের ফুটবলাররা।
আরও পড়ুন: I-League-এর মাঝেই সবুজ-মেরুনের তারকাকে সই করিয়ে শক𝓡্তি বাড়াল মহমেডান
কল্যাণী স্টেডিয়ামে আই লিগের ম্যাচে রাজস্থান ইউনাইটেড এফসিকে ২-১ গোলে হারাল মহমেডান স্পোর্টিং। ম্যাচের ১৭ মিনিটে ব্রেন্ডনের পাস থেকে আজহারউদ্দিন মল্লিক এদিন মহামেডানের হয়ে প্রথম গোল করেন। প্রথমার্ধেই ব্যবধান দ্বিগুণ করে ফেলেন আন্দ্রে চেরনিশভের ছেলেরা । ৪১ মিনিটের মাথায় একক দক্ষতায় গোল করেন নিকোলা স্টোজানোভিচ। বিরতিতে যাওয়ার সময় মহামেডানের পক্ষে স্কোর 🌠ছিল ২-০।
দ্বিতীয়ার্ধেও বল পজিশন ধরে রেখেছিল মহমেডান দল। তারা আক্রমণাত্মক ফুটবল খেললেও এই অর্ধে গোলের দেখা পায়নি। উলটে একটা গোল হজম করে ম্যাচের উত্তেজনার পারদ বাড়িয়ে দিয়েছিল তারা। ম্যাচের ৭০ মিনিটে গোল হজম করতে হয় আজহারউদ্দিনদের। ফ্রিকিক থেকে চোখধাঁধানো গোল করেন ওমর র্যামไোস। ব্যবধান কমিয়ে ২-১ করলেও শেষ রক্ষা করতে পারেননি। ম্যাচে জয়ের ফলে ৯ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে গোকুলাম কেরালাকে পিছনে ফেলে ফের লিগ তালিকার শীর্ষে উঠে এল সা🃏দা-কালো ব্রিগেড।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।