শুভব্রত মুখার্জি: রবিবাসরীয় আইএসএলের ম্যাচে জামশেদপুর এফসির বিরুদ্ধে ১-০ গোলে জয়লাভ করল কেরালা ব্লাস্টার্স। তাঁদের হয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন দিমিত্রিয়স দিয়ামানটাকোস। উল্লেখ্য আইএসএলে তাঁর শেষ চারটি ম্যাচের চারটিতেই গোল পেলেন দিমিত্রিয়স। আর এই কষ্টার্জিত জয়ের ফলে আপাতত আইএসএলের লিগ তালিকায় ১৫ পয়েন্ট নিয়💜ে পাঁচ নম্বরে উঠে এল কেরালা ব্লাস্টার্স। তাঁদের থেকে এক পয়েন্ট বেশি নিয়ে চতুর্থ স্থানে রয়েছে💧 এটিকে মোহনবাগান। ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে মুম্বই সিটি এফসি।
জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সের মাঠে এদিন হাড্ডাহাড্ডি লড়াই হয় দুই দলের মধ্যে। দুই দলের মধ্যে এদিন পার্থক্য গড়ে দেয় দিমিত্রিয়সের গোল। এই জয়ের ফলে নিজেদের ইতিহাসে আইএসএলে পরপর চারটি ম্যাচের চারটিতেই জয় পেল কেরালা ব্লাস্টার্স। ইস্টবেঙ্গল এফসির বিরুদ্ধে জামশেদপুরের যে দলটি হেরেছিল গত ম্যাচে, সেই ম্যাচের প্রথম একাদশে চারটি পরিবর্তন করা হয়। ডিফেন্সে প্রতীক চৌধুরীর জায়গায় আসেন এলি সাবিয়া। মিডফিল্ডার হিসেবে দলে আসেন ফারুক চৌধুরী, ঋত্বিক দাস এবং ১৯ বছর বয়সি ফিজাম সিং। শেখ সাহিল, জিতেন্দ্র সিং এবং হ্যারি সইয়ারཧের বদলি হিসেবে এদের মাঠে নামানো হয়েছিল।
আরও পড়ুন… মুস্তাফিজুরকে কী বলেছিলেন মেহেদি? রোহিতদﷺের হারিয়ে জানালেন ম্য♔াচের সেরা মিরাজ
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।