নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত সময়ের পর ম্যাচ ১-১ গোলের সমতায় দাঁড়িয়েছিল।
কোয়ার্টার ফাইনালে স্পেন পেনাল্টি শুট-আউটে ৩-১ গোলে পরাজিত করে সুইজারল্যান꧟্ডকে। নির্ধারিত সময়ে ম্যাচের ফল ছিল ১-১। অন্যদিকে, ইতালি শেষ আটের লড়াইয়ে ২-১ গোলে হারিয়ে দেল বেলজিয়ামকে। এবার ফাইনালের টিকিট নিশ্চিত করার লড়াইয়ে সম্মুখসমরে নামে ইতালি ও স্পেন। পেনাল্টি শুট-আউটে স্পেনকে হারিয়ে খেতাবি লড়াইয়ে জায়গা করে নেয় ইতালি।
07 Jul 2021, 03:26 AM IST
ট্র্যাডিশন বজায় রইল
এপর্যন্ত কোনও দল ইউরোর একটি আসরে দু'বার পেনাল্টি শুট-আউটে জেতেনি। স্পেন ইতালির কাছে শুট-আউটে হেরে বসায় সেই ট্র্য𝔍াডিশন বজায় রইল। কেননা স্পেন কোয়ার্টার ফাইনালে শুট-আউটে পরাজিত করে সুইজারল্যান্ডকে।
07 Jul 2021, 03:13 AM IST
স্পেনের পেনাল্টি শুট-আউট
মিস, গোল, গোল, মিস। পঞ্চম শট মারার প্রয়োজন হয়নি।
07 Jul 2021, 03:13 AM IST
ইতালির পেনাল্টি শুট-আউট
মিস, গোল, গোল, গোল, গোল।
07 Jul 2021, 03:12 AM IST
ইতালি জয়ী
নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ে ম্যাচ ১-১ গোলের সমতায় দাঁড়িয়ে থাকার পর ইতালি সেমিফা𒁏ইনাল জিতে নেয় পেনাল্টি শুট-আউটে। শুট-আউট🌺ের ফর ইতালির পক্ষে ৪-২।
07 Jul 2021, 03:11 AM IST
ইতালির গোল
গোল করেন জোরগিনহো।
07 Jul 2021, 03:10 AM IST
স্পেনের পেনাল্টি মিস
মোরাতার শট বাঁচিয়ে দেন গোলকিপার।
07 Jul 2021, 03:10 AM IST
ইতালির গোল
গোল করেন বার্নারদেসচি।
07 Jul 2021, 03:08 AM IST
স্পেনের গোল
গোল করেন আলকান্তারা।
07 Jul 2021, 03:08 AM IST
ইতালির গোল
গোল করেন বোনুচ্চি।
07 Jul 2021, 03:07 AM IST
স্পেনের গোল
গোল করেন মোরেনো।
07 Jul 2021, 03:07 AM IST
ইতালির গোল
গোল করেন বেলোত্তি।
07 Jul 2021, 03:07 AM IST
স্পেনের পেনাল্টি মিস
দানি ওলমোর শট ক্রসবারের উপর দিয়ে উড়ে যায়।
07 Jul 2021, 03:05 AM IST
ইতালির পেনাল্টি মিস
লোকাতেল্লির শট বাঁচিয়ে দেন গোলকিপার।
07 Jul 2021, 03:04 AM IST
শুট-আউট শুরু
পেনাল্টি শুট-আউট শুরু।
07 Jul 2021, 03:00 AM IST
অতিরিক্ত সময়ের খেলা শেষ
অতিরিক্ত সময়ের খেলা শেষ। ম্যাচ এখনও ১-১ গ🙈োলের সমতায় ꦰদাঁড়িয়ে। ফলাফল নির্ধারিত হবে পেনাল্টি শুট-আউটে।
07 Jul 2021, 02:57 AM IST
হলুদ কার্ড
১১৮ 💛মিনিটের মাথায় মোরাতাকে ফাউল করে হলুদ কার্ড 🎃দেখেন বোনুচ্চি।
বিশ্বকাপ ও ইউরো মিলিয়ে ইতালি এই নিয়ে মোট ১২ বার বড় টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে। ইউরোপের দেশগুলির মধ্যে একমাত্র জার্মানি তাদের থেকে বেশি ২০ বার এমন কৃতিত্ব দেখ⛦িয়েছে।
06 Jul 2021, 11:53 PM IST
১০০ শতাংশ জয়ের রেকর্ড
চলতি ইউরোয় যে চা𝕴রটি দল সেমিফাইনালে উঠেছে, একমাত্র ইতালিই ৫টি ম্যাচের সব🅘ক'টিতে জিতেছে।
06 Jul 2021, 11:53 PM IST
ইউরোয় স্পেন-ইতালি
এ💎ই নিয়ে ইউরোয় মোট ৭ বার পরস্পরের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে স্পেন ও ইতালি। টানা চারটি ইউরোর নক-আউটে সম্মুখসমরে নামছে দু'দল। ২০০৮ ও ২০১২ সালে স্পেন জেতে। ২০১৬ সালে ইতালি ছিটকে দেয় স্পেনকে।
06 Jul 2021, 11:54 PM IST
বড় টুর্নামেন্টে ইতালি-স্পেন
ইউরো ও বিশ্বকাপ মিলিয়ে বড় টুর্ন🔯ামেন্টে এর আগে ৯ বার পরস্পরের বিরুদ্ধে মাঠে নেমেছে ইতালি ও স্পেন। ইতালি জিতেছে ৪টি ম্যাচ। ড্র হয়েছে ৪টি ম্যাচ। স্পেন জℱিতেছে ১টি ম্যাচ।
06 Jul 2021, 11:54 PM IST
মুখোমুখি সাক্ষাতের ফলাফল
স্পেনের বিরুদ্ধে শেষ ১৪টি ম্যাচে মাঠে নেমে মাত্র ২ বার জিতেছে ইতালি। ২০১১ সালে ফ্রেন্ডলি ম্যাচে ২-১ গোꦉলে জয় পায় ইতালি। ২০১৬ সালে ইউরোর প্রি-কোয়ার্টারে ২-০ গোলে জয় তুলে নেয় তারা। ৭টি ম্য়াচ ড্র হয়। ৫টি ম্যাচ জেতে স্পেন।