EBFC vs MDSP Live Blog -৯ জনে খেলে মহমেডানকে রুখে দিল ইস্টবেঙ্গল… গোলশূন্য ড্র… দুরন্ত ফুটবল ইস্টবেঙ্গলের ফুট♏বলারদের। মাঝ জুরে🦹 দাপিয়ে খেললেন হিজাজি মাহের, দিয়ামানতাকোসরা। সপ্তম ম্যাচে এসে প্রথম পয়েন্টের দেখা পেল ইস্টবেঙ্গল।
ইস্টবেঙ্গল বনাম মহমেডান ম্যাচের লাইভ ব্লগ এখানেই শেষ…
আজকের ম্যাচের লাই♈ভ ব্লগ এখানেই শেষ, দেখা হবে প🧸রের ম্যাচে…
ইস্টবেঙ্গল কোচের স্ট্র্যাটেজিতে মাত-
মহমেডান স্পোর্টিং ক্লাবকে বেগ দিল ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোর মগজাস্ত্র। মাত্র ৯জনে ফুটবল খেলেও ১১জনের মহমেডানকে যেভাবে আটকে দিলেন হিজাজি মাহের, দিয়ামানতাকোসরা। তা দেখে𒀰 অনুমান করাই যাচ্ছে, পরবর্তী ম্যাচগুলোয় প্রতিপক্ষ দলকে ভালোই ভোগাবে এই ইস্টবেঙ্গলᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ…
আইএসএলে প্রথম পয়েন্ট পেল ইস্টবেঙ্গল
অপেক্ষার অবসান। সপ্তম ম্যাচে এসে পয়েন্টের দেখা পেল ইস্টবেঙ্গল। গোলশূন্য ড্র হল মহমেডান বনাম ইস্টবেঙ্গলের ম্যাচ𓂃। ৭ ম্যাচে ৫ পয়েন্ট মহমেডানের, ৭ ম্যাচে ১ পয়েন্ট ইস্টবেঙ꧟্গল
ইস্টবেঙ্গল ০ বনাম মহমেডান স্পোর্টিং ০- ফুলটাই
ম্যাচ শেষ…
ইস্টবেঙ্গল ০ বনাম মহমেডান স্পোর্টিং ০- ৯৮ মিনিট
কর্নার পেল মহমেডান, কিন্তু আক্রমণ তু🌼লতে পারল না সাদা কালো ব্রিগেড।
ইস্টবেঙ্গল ০ বনাম মহমেডান স্পোর্টিং ০- ৯৭ মিনিট
কিছুটা টাইম টেকিং স্ট্র্যাটেজি ইস্টবেঙ্গল কোচের! দিমিত্রিয়স দিয়ামানতাকোস💃কে তুলে নেওয়া হল, মাঠ♔ে এলেন ডেভিড…
ইস্টবেঙ্গল ০ বনাম মহমেডান স্পোর্টিং ০- ৯০+৫ মিনিট
মহম্মদ ইরশাদ মাঠে এলেন লালরিনফেলার পরিবর্তে। ক্লেইটনকে ফাউল 𒁏করায় হলুদ কার্ড দেখলেন মানজোকি। ডানপ্রান্ত থেকে আক্রমণের চেষ্টা জিকসন সিংয়ের।
ইস্টবেঙ্গল ০ বনাম মহমেডান স্পোর্টিং ০- ৯০ মিনিট
অতিরিক্ত সময় ১০ মিনিট…
ইস্টবেঙ্গল ০ বনাম মহমেডান স্পোর্টিং ০- ৮৬ মিনিট
ইস্টবেঙ্গল দলের পরিবর্তন। মাদিহ তালালকে তুলে নেওয়া হল, আক্রমণে ক্লেইটন সিলভাকে ন🧔ামালেন ইস্টবেঙ্গল কোচ ব্রুজো।
ইস্টবেঙ্গল ০ বনাম মহমেডান স্পোর্টিং ০- ৮১ মিনিট
ইস্টবেঙ্গল রক্ষণে আক্রমণ মহমেডানের। জোডিংলিয়ানার পাস থেকে▨ সহজ গোলে🦹র সুযোগ নষ্ট মাকান ছোটের, ফিরতি বলে শট নিতে গেলেন জুইডিকা। অনবদ্য ঢংয়ে আটকে দিলেন প্রভশুখন গিল…
ইস্টবেঙ্গল ০ বনাম মহমেডান স্পোর্টিং ০- ৭৭ মিনিট
ফ্রি কিক পেল ইস্টবেঙ্গল। মাদিহ তালালের ফ্রি কিক ধরে নিলেন ভাস্কর রায়। মাঝে ড্রিঙ্ক ব্রেকে ফুটবলারদের টোটকা দಞিলেন অস্কার ব্রুজো।
ইস্টবেঙ্গল ০ বনাম মহমেডান স্পোর্টিং ০- ৭১ মিনিট
ইস্টবেঙ্গল দলের🦹 পরিবর্তন! সৌভিক চক্রবর্তী মাঠের বাইরে গেলেন, মাঠে এলেন জিকসন সিং।
ইস্টবেঙ্গল ০ বনাম মহমেডান স্পোর্টিং ০- ৭০ মিনিট
মাদিহ তালালকে ফাউল করলেন মহমেডানের জুইডিকা। ইস্টব🉐েঙ্গলের গোলে ফ্র্যাঙ্কার মূহূর্মূহূ আক্রমণ, আটকাচ্ছেন গোলরক্ষক গিল
ইস্টবেঙ্গল ০ বনাম মহমেডান স্পোর্টিং ০- ৬৭ মিনিট
জোড়া স্ট্রাইকারে গিয়ে অলআউট আক্রমণ করছে মহমেডান স্পোর্টিং। ফ্রাঙ্কার বক্সের বাইরে থেকে জোরালো শট বার পোস্টের ওꦬপর দিয়ে চলে গেল।
ইস্টবেঙ্গল ০ বনাম মহমেডান স্পোর্টিং ০- ৬৫ মিনিট
মহমেডান স্পোর্টিং দলের পরিবর্তন। লালরেমসাঙ্গা মাঠের বাইরে ꧑গেলেন, মাঠে এলেন মাকান ছোটে।
ইস্টবেঙ্গল ০ বনাম মহমেডান স্পোর্টিং ০- ৬৪ মিনিট
সহজ গোলের সুযোগ নষ্ট মহমেডানের। গোলের সামনে চলে༒ আসা বলে পা ছোঁয়াতে পারলেন না মানজোকি। এদিকে জুইডিকার জোরালো শট আনোয়ারের বুকে লেগে প্রতিহত।
ইস্টবেঙ্গল ০ বনাম মহমেডান স্পোর্টিং ০- ৫৯ মিনিট
দিয়ামানতাকোসকে ফাউল 🐻ওজিয়ার🌳ের। ফ্রি কিক ভাস্কর রায়ের দখলে।
ইস্টবেঙ্গল ০ বনাম মহমেডান স্পোর্টিং ০- ৫৮ মিনিট
গোলের সামনে সহজ সুযোগ নষ্ট ফ্র্যাঙ্কার। জোডিংলিয়ানার ক্রস থেকে হেডারে গোল করতে ব্যর্থ ফ্রাঙ্কা। গোলের সামনেও বল রাখতে পারল✤েন না তিনকাঠিতে।
ইস্টবেঙ্গল ০ বনাম মহমেডান স্পোর্টিং ০- ৫৫ মিনিট
আবারও আক্রমণে ওঠার চেষ্টা মহমেডান স্পোর্টিং💜য়ে। টানা আক্রমণ চা𝓀লিয়ে যাচ্ছেন সাদা কালো ফুটবলাররা। আবারও ফ্রি কিক পেল ইস্টবেঙ্গল। দুরন্ত সুযোগ পেয়ে গেছিল ইস্টবেঙ্গল। আনোয়ার উঠে এসে আক্রমণ করছিলেন, ফিরতি বলে জোরালো শট নেন তালাল। কিন্তু মহমেডানের ডিফেন্সের ফুটবলারদের গায়ে লেগে বল প্রতিহত হল।
ইস্টবেঙ্গল ০ বনাম মহমেডান স্পোর্টিং ০- ৫০ মিনিট
অস্কার বꦜ্রুজোর ছেলেরা দেখাচ্ছে, লড়াই কাকে বলে। ৯ জনে নেমে গিয়েಞও বাড়তি ওয়ার্কলোড নিয়েই খেলছেন দিয়ামানতাকোস, মাদিহ তালালরা। আরও নজরে লাগছে হিজাজি মাহেরের খেলা। রক্ষণে আজ যেন স্তম্ভ হয়ে উঠেছেন জর্ডনের এই ফুটবলার…
ইস্টবেঙ্গল ০ বনাম মহমেডান স্পোর্টিং ০- ৪৯ মিনিট
লালহলুদ রক্ষণে আক্রমণ মহমেডানের ফ্র্যাঙ্কার♓, পরপর দুটি আক্রমণ। বল ধরলেন ইস্টবেঙ্গল গোলরক্ষক গিল।
ইস্টবেঙ্গল ০ বনাম মহমেডান স্পোর্টিং ০- ৪৭ মিনিট
তালালকে ফাউল করলেন ওজিয়ার, ফ্রি কি🌸ক ইস্টবেঙ্গলের দখলে। তালালের ফ্রি কিক ক্লিয়ার করল মহমেডান রক্ষণ, থ্রোয়িং ইস্টবেঙ্গলেরꦜ দখলে।
ইস্টবেঙ্গল ০ বনাম মহমেডান স্পোর্টিং ০- শুরু দ্বিতীয়ার্ধের খেলা
মহমেডান দলের পরিবর্তন, মাঠে এলেন স্ট📖্রাইকার মানজোকি এবং লালরিনফেলা, মাঠের বাইরে গে𓆏লেন অ্যালেক্সিস গোমেজ এবং অমরজিত
ইস্টবেঙ্গল ০ বনাম মহমেডান স্পোর্টিং ০ - হাফটাইম
কর্নার থেকে হেডার লালরেমসাঙ্গার। কিন্তু বল গিলের দখলে। ৯জনে খেলেও ইস্টবেঙ্গল দুর্দান্ত লড়াই করছে। হিজাজি মাহের অসা♚ধারণ ফুটবল খেলছে। প্রথমার্ধের খেলা শেষ। রেফারিকে প্রতিবাদ ইস্টবেঙ্গল ফুটবলারদের।
ইস্টবেঙ্গল ০ বনাম মহমেডান স্পোর্টিং ০ - ৪৫ মিনিট
মহমেডান দলের দুই ফুটবলার ঝগ💞ড়া করছেন। কাসিমভ এবং গোমেজ প্রায় হাতাহাতি করে ফেলছিলেন। 𝓀এদিকে সৌভিকের লম্বা শট বারের ওপর দিয়ে চলে গেল।
ইস্টবেঙ্গল ০ বনাম মহমেডান স্পোর্টিং ০ - ৪৫ মিনিট
কর্নার পেয়ে গেল মহমেডান স্পোর্টিং। ফ্র্যাঙ্কাকে ভালো ব্লকিং হিজাজিღ মাহেরের। এরপর আনোয়ারের ভালো ডিফেন্ডিং।
ইস্টবেঙ্গল ০ বনাম মহমেডান স্পোর্টিং ০ - ৪৪ মিনিট
আনোয়ার আলি চলে গেছিলেন ꦺইস্টবেঙ্গলের হয়ে আক্রমণে, কিন্তু গোলরক্ষক বল ধরে নিলেন
ইস্টবেঙ্গল ০ বনাম মহমেডান স্পোর্টিং ০ - চোট পেয়েছেন প্রভশুখন গিল
ম্যাচের ৪২ মিনিট অতিক্রান্ত꧒, চোট পেয়ে মাঠে পড়ে রয়েছেন প্রভশুখন গিল।🧔 চলছে শুশ্রুষা..
ইস্টবেঙ্গল ০ বনাম মহমেডান স্পোর্টিং ০ - ৪০ মিনিট
ম্যাচের নিয়ন্ত্রণ ঠিক মতো রাখতে পারছেন না রেফারি হরিশ কুন্ডু। এবার ফের একবার হলুদ কার্ড দেখানো হল সাউল ক্রেসপোকে। তিনি ফাউল🐽 করেছিলেন। তবে রেফারিকেও বুঝে ম্য🎐াচ পরিচালনা করতে হবে।
ইস্টবেঙ্গল ০ বনাম মহমেডান স্পোর্টিং ০ - ৩৭ মিনিট
পরপর কর্নার পাচ্ছে মহমেডান স্পোর্টিং। একাধিকবার বল ক্লিয়ার করলেন হিজাজি মাহের। এদিকে সাউল ক্রেসপোকে ফাউল। ম্যাচ স্লো করতে হবে ইস্টবেঙ💯্গলকে। তাড়াহুড়ো করলে চলবে 🅰না।
ইস্টবেঙ্গল ০ বনাম মহমেডান স্পোর্টিং ০ - ৩৫ মিনিট
ডার্বি ম্যাচে রেফারি কি🔜 সঠিক সিদ্ধান্ত নিলেন? রেফারি চাইলে মহেশকে সতর্ক করে বুঝিয়ে ছেড়ে দিতে পারতেন। কারণ খেলা স্রেফ এক পেশে হল তাই নয়, ডার্বি ম্যাচে সমর্থকদের কথ𝓀াও মাথায় রাখতে হয়। যাতে খেলা নিয়ন্ত্রণে থাকে এবং ম্যাচের শেষে যাতে সমর্থকরা ঝামেলায় না জড়ান।
এই মরশুমে আইএসএলে সবথেকে বেশি কার্ড ইস্টবেঙ্গলের
এবারের আইএসএলে সব থেকে বেশি কার্ড দেখেছে ইস্টবেঙ্গলের ফুটবলাররা। মোট ২৫টা কার♛্ড দেখেছে ইস্টবেঙ্গল, ২১টি হলুদ কার্ড, ৪টি লালকার্ড
ইস্টবেঙ্গল বনাম মহমেডান স্পোর্টিং- আবারও লালকার্ড ইস্টবেঙ্গলকে
এ♍বার দ্বিতীয় হলুদ কার্ড দেখানো হল ইস্টবেঙ্গলের মহেশকে। ফলে তিনিও লালকার্ড দেখলেন। মাঠের বাইরে ইস্টবেঙ্গলের দুই ফুটবলার। ৯ জনে খেলছে ইস্টবেঙ্গল
ইস্টবেঙ্গল বনাম মহমেডান স্পোর্টিং- লাল কার্ড নন্দকুমার শেখরকে
অমরজিত সিং কিয়ামকে ঘুষি মারায় লালকার্ড দেখানো হল নন্দকুমার শেখরকে, মাঠ ছাড়লেন লালহলুদের মিডফিল্ডার🔜। অযথা মাথা গরম করলেন ডার্বি ম্যাচে…
ইস্টবেঙ্গল ০ বনাম মহমেডান স্পোর্টিং ০ - ২৭ মিনিট
নন্দকুমার শেখরকে ফাউল করায় হলুদ কার্ড দেখলেন মহমেডানের মিডফিল্ডার অমরজি🧸ত সিং কিয়াম।
ইস্টবেঙ্গল বনাম মহমেডান স্পোর্টিং- ২৬ মিনিট
নিজের অর্ধ থেকে বল নিয়ে উঠছিলেন তালাল, তাঁকে ফাউল করেন কাসিমভ। কিন্তু অ্যাডভান্টেজ দিলেন রেফারি। বল দিমি নিয়ে এগোলেন গোলের দ♔িকে, শেষ পর্যন্ত বল কর্নার হয়ে গেল।
ইস্টবেঙ্গল বনাম মহমেডান স্পোর্টিং- ২৫ মিনিট
বক্সের কাছে ক্রেসপোর বাড়ানো বল আসে তালালের কাছে, পাস বাড়িয়েছিলেন দিমিকে।সেই বল পেতেই, দিমিকে বক্সের বাইরে ফাউল করে মহমেডান ফুটবলাররা। ফ্রি কিক থেকে বল গোলেই রাখেন তালাল, কিন্তু ভাস্কর রায় ততধিক দক্ষতায় সেই শট সেভ দিলেন। পাল্টা আক্রমণে মহমেডান কর♚্নার পেল, কিন্তু গোমেজের বল সরাসরি গোলরক্ষকের দখলে।
ইস্টবেঙ্গল বনাম মহমেডান স্পোর্টিং- ২০ মিনিট
ওজিয়ারের পাস থেকে বল পেয়েছিলেন ফ্র্যাঙ্কা, কিন্তু তাঁকে আটকে দেয় ইস্টবেঙ্গল ডিফেন্স। হিজাজির হাতে বল লাগায় ফ্রি কিক পꦐায় মহমেডান। এরই মধ্যে গৌরভ বোরার থেকে লং পাসে বল পেয়ে গেছিলেন ফ্র্যাঙ্কা। গোলে শ্যুটও কর✨েন, কিন্তু গিল সেই বল কর্নারের জন্য বাইরে বার করে দিলেন।
ইস্টবেঙ্গল বনাম মহমেডান স্পোর্টিং- ১২ মিনিট
কর্🌺নার ইস্টবেঙ্গলের দখলে, কিন্তু বিপদমুক্ত করলেন ভাস্কর রায়🧸। মাঠের মধ্যে অমরজিতের সঙ্গে সৌভিক চক্রবর্তী ঝামেলা, রেফারি তাঁদের সঙ্গে কথা বলে মিটমাট করলেন। এদিকে আগেই হলুদ কার্ড দেখেছেন নাওরেম মহেশ, তিনি ফ্র্যাঙ্কাকে আটকাতে গিয়ে কার্ড দেখেন।
ইস্টবেঙ্গল বনাম মহমেডান স্পোর্টিং- ৭ মিনিট
মহমেডানের রক্ষণে পৌঁছে গেছিলেন দিমি, কিন্তু তাঁকে ভালো আটকালেন গৌরভ বোরা। পড়ে গেলেন দিয়াꦛমানতাকোস।
ইস্টবেঙ্গল বনাম মহমেডান স্পোর্টিং- ৬ মিনিট
বাঁদিক থেকে বিকাশ সিংয়ের আক্রমণের চেষ্টা। কিন🀅্তু রাকিপ আারও আটকে দিল তাঁক🅰ে।
ইস্টবেঙ্গল বনাম মহমেডান স্পোর্টিং- ৫ মিনিট
প্রথম মিনিটেই আক্রমণের চেষ্টা 𓂃করেছিলেন মহমেড🀅ান স্পোর্টিংয়ের ফ্র্যাঙ্কা, কিন্তু তিনি অফসাইডের ফাঁদে পড়ে যান। কিছুক্ষণের মধ্যেই সাদা কালো রক্ষণে চাপ বাড়ান দিয়ামানতাকোস। তবে রাকিপ ভালো ডিফেন্স করে সেই বল বিপদমুক্ত করেন।
ইস্টবেঙ্গল বনাম মহমেডান স্পোর্টিং- খেলা শুরু
ম্যাচ শুরু হল যুবভারতীয় স্টেডিয়ামে…ডানদিক থেকে বাঁদিকে আক্রমণ করছে মহমেড🍨ান স্পোর্টিং
দুই দলই মাঠে গা গরম করে ড্রেসিং রুমে ফিরে গেছে-
দুই দলের ফুটবলাররাই গা গরম করে নিয়েছেন, এখন সারিবদ্ধ হয়ে টানেলে দাঁড়িয়েছে🥃ন। সমর্থকরাও মাঠ ভরাতে শুরু করে দিয়েছেন। আর কিছুক্ষণ পরই শুরু হয়ে যাবে আইএসএলের ইতিহাসে প্রথম ইস্টবেঙ্গল-মহমেডান ডার্বি ম্যাচ।
চেরনিসভের ভরসা ভোকাল টনিক-
ISL-এ হঠাৎই মহমেডান স্পোর্টিং ক্লাবের সময়টা খারাপ যাচ্ছে। প্রথম দিকের কয়েকটা ম্যাচে সাদা কালো ব্রিগেড এসে দুরন্ত ফুটবল খেলেছিল। হয়ত সব ম্যাচে পয়েন্ট পায়নি, কিন্তু অ্যালেক্সিস গোমেজ, ফ্র্যাঙ্কাদের লড়াকু পারফরমেন্স মন জিতেছিল কলকাতা🐭র ফুটবল প্রেমীদের। কিন্তু হ♔ঠাই করেই মহমেডান হেরেই চলেছে। এই রোগ সাড়াতে তাই আন্দ্রে চেরনিভসের অস্ত্র ভোকাল টনিক। কারণ তাঁর দলের ফুটবলাররা এত সমর্থকদের সামনে খেলবে। তাই সাদা কালো সমর্থকদের জন্যই ম্যাচটা ফুটবলারদের জিততে বলছেন কোচ চেরনিশভ।
মহমেডানের প্রথম একাদশ-
গোলরক্ষক ভাস্কর রায়, গৌরব বোরা, জোডিংলিয়ানা, ꦦজুইডিকা, ফ্লোরেন্ট ওজিয়া💮র, লালরেমসাঙ্গা, বিকাশ সিং, অমরজিত সিং কিয়াম, কাসিমভ, ফ্রাঙ্কা, অ্যালেক্সিস গোমেজ
ইস্টবেঙ্গলের প্রথম একাদশ-
গোলরক্ষক প্রভশুখন গিল, রাকিপ, নুঙ্🎃গা, হিজাজি মাহꦉের, আনোয়ার আলি, সাউল ক্রেসপো, সৌভিক চক্রবর্তী, মহেশ , নন্দকুমার, মাদিহ তালাল, দিমিত্রিয়স দিয়ামানতাকোস
অস্কার ব্রুজো আত্মবিশ্বাস ফিরিয়েছেন ফুটবলারদের-
এই ম্যাচে লড়াই হবে স্প্যানিশ মগজাস্ত্র বনাম সার্বিয়ান ভোকাল 🎃টনিকের। কারণ ইস্টবেঙ্গলে নতুন কোচের আগমনের পর থেকেই খেলায় আমুল পরিবর্তন দেখা গেছে, বিশেষ করে শেষ কয়েꦍকটি এএফসির ম্যাচে। পারো এফসি, বসুন্ধরা এফসি এবং নেজমাহ স্পোর্টসের বিরুদ্ধে দিয়ামানতাকোস, তালালদের খেলা চোখে লেগেছে। মন কেড়েছে সমর্থকদের, ফলে আত্মবিশ্বাসের দিক থেকেও এখন লালহলুদ ভালো জায়গায়।
স্প্যানিশ-সার্বিয়ান কোচের দ্বৈরথ, স্টেডিয়ামে পৌঁছল দুই দল-
খেলার শুরু যুবভারতীয় স্টেডিয়ামে আজ সন্ধে সাড়ে সাতটায়। এই ম্যাচ যেহেতু ইস্টবেঙ্গলের হোম ম্যাচ তাই খেলা হচ্ছে সল্টলেক স্টেডিয়ামে, কারণ আইএসএলে ইস্টবেঙ্গলꦜের হোম গ্রাউন্ড সল্টলেক। আর মহমেডান স্পোর্টিংয়ের হোম গ্রাউন্ড কিশোর ভারতী ক্রীড়াঙ্গন। নিজেদের হোম ম্যাচেই তাই পয়েন্টের খাতা খুলতে মরিয়া থাকবে লালহলুদ ব্রিগেড।
যুবভারতীতে ইস্টবেঙ্গলের মুখোমুখি মহমেডান স্পোর্টিং
ম্যাচের লাইভ ব্লগে আপনাদের স্বাগত…
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।