অঘটনের বিশ্বকাপে আরও এক মহাতারকাকে বিদায় নিতে♈ হয় প্রথম রাউন্ড থেকেই। উরুগুয়ে গ্রুপ লিগের বাধা টপকাতে না পারায় লুই সুয়ারেজের বিশ্বকাপ অভিযান শেষ হয়ে যায় এবারের মতো।
গ্রুপ লিগের শেষ ম্যা🐟চে ঘানাকে ২-০ গোলে হারিয়েও টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় উরুগুয়েকে। আসলে পর্তুগাল তাদের শেষ লিগ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ১-২ গোলে হেরে বসায় স্বপ্𒊎নভঙ্গ হয় সুয়ারেজদের।
পর্তুগাল হেরেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়। দক্ষিণ কোরিয়ার সঙ্গে উরুগুয়ের পয়েন্ট সংখ্যা সমান। গোল পার্থক্যেও দু'দল এক𒀰ই জায়গ🌳ায় দাঁড়িয়ে। তবে বেশি গোল করার সুবাদে উরুগুয়েকে টপকে নক-আউটে পৌঁছে যায় দক্ষিণ কোরিয়া।
এমনিতেই বিশ্বকাপের মতো বড় মঞ্চে সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে না পারলে আবেগপ্রবণ হয়ে পড়তে দেখা যায় তারকা ফুটবলারদের। তার উপর এমন দুর্ভাগ্যজ💮নকভাবে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হওয়ায় কান্নায় ভেঙে পড়েন সুয়ারেজ।
ঘানা-উরুগুয়ে ম্যাচের সময় জায়ান্ট স্ক্রিনে পর্তুগাল বনাম কোরিয়া ম্যাচের কিছু ঝলক দেখা যায়। পর্তুগালকে দ্বিতীয়বার গোল হজম করতে দেখে বিশ্বাসই করতে পারছিলেন না সুয়ারেজ। ভবিতব্য বুঝেই চোখে জ𒈔ল চলে আসে সুয়ারেজের। তিনি হতাশায় জার্সিতে মুখ ঢেকে নেন।
আরও পড়ুন:- IND vs BAN: ফের বদল ভারতের OD🎃I 🎶স্কোয়াডে, শামির পরিবর্তে বাংলাদেশ সফরে তরুণ পেসার
গ্রুপ এইচ-এর পয়েন্ট টেবিল:-১. পর্তুগাল: ম্যাচ-৩, জয়-২, ড্র-০, হার-১, পয়েন্ট-৬, (গোল পার্থক্য: +২)২. দক্ষিণ কোরিয়া: ম্যাচ-৩, জয়-১, ড্র-১, হার-১, পয়েন্ট-৪, (গোল পার্থক্য: ০)৩. উরুগুয়ে: ম্যাচ-৩, জয়-১, ড্র-১, হার-১, পয়েন্ট-৪, (গোল পার্থক্য: ০)৪. ঘানা: ম্যাচ-৩, জয়-১, ড্র-০, হার-২, পয়েন♚্ট-৩, (গোল প🐈ার্থক্য: -২)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।