২০২০-২১ আইএসএল মরশুমের কথা হয়তো মনেও করতে চায় না মোহনবাগান। সেবারই তো অল্পের জন্য মুম্বই সিটি-র কাছে আইএসএলের শিল্ড ও কাপ একই সঙ্গে হাতছাড়া করেছিল সবুজ-মেরুন ব্রিগেড। বাগানকে বুড়ো আঙুল দেখিয়ে আইএসএলের দ্বিমুকুট জিতেছিল মুম্বই। এবার সেই বদলা নেওয়ার সুবর্ণ সুযোগ আন্তোনিয়ো লোপেজ হাবাসের দলের সামনে। ইতিমধ্যে আইএসএলের লিগের শেষ ম্যাচে মুম্বইকে হারিয়ে শিল্ড জিতে নিয়েছেন꧟ দিমিত্র🍷ি পেত্রাতোসরা। এবার কাপ জয়ের হাতছানি। প্রতিপক্ষ সেই মুম্বই। সুদে-আসলে ২০২০-২১ মরশুমের হিসেব মেটানোর সুযোগ।
তবে আইএসএল ফাইনালের আগে মোহনবাগান যেন একেবারে অন্য গ্রহে রয়েছে। না কোচের মধ্যে বাড়তি কোনও উত্তেজনা রয়েছে, না দলের প্লেয়ারদের মধ্যে। কোনও রকম বাড়তি অভিব্যক্তি নেই গোটা দলের মধ্যে। মুম্বইকে বাড়তি সমীহ কর🍬ার স্ট্র্যাটেজি নিয়েছে বাগান কোচ। বলেও দিয়েছেন, ‘ভুললে চলবে না, মুম্বই কিন্তু খুবই শক্তিশালী দল।’ তবে ফাইনাল জেতার বিষয়ে হাবাস দৃঢ় প্রতিজ্ঞ।
আরও পড়ুন: মেলবোর্ন সিটির তারকাকে বছরে🌼 প্রায় ২.৮ কোটির প্রস্তাব দিল বাগান, আগ্রহী মুম্বইও
জয় ছাড়া দ্বিতীয় ভাবনা নেই
কোচ হিসেবে আন্তোনিয়ো হাবাসের এটি চতুর্থ আইএসএল ফাইনাল। এখন পর্যন্ত আগের তিনটি ফাইনালের মধ্যে তিনি দু'টিতে জিতেছেন। ম্যাচের আগে সংবাদিক সম্মেলনে হাবাস অবশ্য বলে দিলেন, ‘এটি আমার স্টাফ এবং খেলোয়াড়দের জন্য আরও একটি প্রতিশ্রুতি। সমর্থকদের অভিনন্দন। কারণ ওদের ছাড়া ফাইনালে ওঠা 💟সম্ভব হত না। আমি এবারের ফাইনালে জেতা ছাড়া কিছু ভাবছি না। আ𓄧রও একবার এই শিরোপা জেতার জন্য আমাদের আরও উচ্চাকাঙ্ক্ষা থাকতে হবে।’
আরও পড়ুন: সেমির দ্বিতীয় লেগেও গোয়াকে হারিয়ে📖 ISL ফাইনালে মুম্বই, সামনে মোহনবাগান
ফাইনালে হাবাসের পরিসংখ্যান
আইএসএলে ইতিবাচক রেকর্ড এবং দু'টি ট্রফি জেতার বিষয়ে জিজ্ঞেওস করা হলে স্প্যানিয়ার্ড জবাব দেন, ‘আমার কাছে পরিসংখ্যান অপ্রাসঙ্গিক। আমাদের এখন একমাত্র ভাবনা, এবারের ট্রফি জেতা। ইতিহাস মনে রাখা ভালো, তবে আমাদের সেটা নিয়ে নিয়ে বসে থাকলে হবে না। আমাদের এটাও মনে রাখতে হবে যে, অতীতে মুম্বইয়ের কাছে একটি🙈 ফাইনালে হেরেছি। শনিবার আমাদের বৃত্ত সম্পূর্ণ করতে হবে এবং এই মরশুমের যা লক্ষ্য ছিল, সেটা পূরণ করতে হবে। আমি যখন প্রথম দলে যোগ দিয়েছিলাম, তখন আমি আমার খেলোয়াড়দের বলেছিলাম যে, আমরা জানি লিগ এবং ট্রফি জিততে আমাদের কী কী করা দরকার এবং খেলোয়াড়রা এই বিষয়ে সচেতন রয়েছে।’
তিনি যোগ করেছেন, ‘আমি সব সময়েই বৃত্তটি সম্পূর্ণ করার উপর চাপ দেব। শেষ ম্যাচ জিতে আমরা এটি সম্পূর্ণ করতে পারি। আগামীকাল (শনিবার) আমাদের এটি করার সুযোগ আছে,🍃 এবং এই বৃত্তটি সম্পূর্ণ করাটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’
আরও পড়ুন: বড় ♎ধাক্কা খেল মোহনবাগান, চার ম্যাচ নির্বাসিত সাদিকু, পাওয়া যাবে না ISL ফাইনালে
বদলার ম্যাচ?
২০২০-২০২১ মরশুমে আইএসএল ফাইনালে মুম্বইয়ের কাছে হারের ক্ষততে মলম দেওয়ার বড় সুযোগ বাগানের সামনে। তাদের কাছে এবার বদলার ম্যাচ। তবে হাবাসের দাবি, ‘আমার কাছে প্রতিশোধের কোনও গুরুত্ব নেই। প্রতিশোধ মাফিয়া এবং সেই ধরণের মানুষের অনুভূতিতে রয়েছে। এটি একটি ভালো দলের বিরুদ্ধে আরও একটি ম্যাচ এবং আইএসএলের ফাইনালের জন্য এটি একটি আকর্ষণীয় ম্যাচ হতে চলেছে। আমি এই ফাইনাল খেলতে পেরে খুব খুশি এবং আমাদের অবশ্যই প্রথম মিনিট থেকেই প্রতিদ্বন্দ্বিতা ক🥂রতে হবে।’ তবে কলকাতায় ফাইনাল হওয়াটা বড় প্লাস পয়েন্ট বলে মনে করেন হাবাস। বলেওছেন, ‘আমার মনে আছে, মুম্বইয়ে একটি ফাইনাল খেলেছিলাম। আর একটি গোয়ায় খেলা হয়েছিল। কিন্তু এটা একেবারে আলাদা। এটা আমাদের ঘরের মাঠে হবে। আমাদের সঙ্গে আমাদের সমর্থকেরা থাকবে। আর সেটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।